| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছৈয়দ সালাহউদ্দীন
বাংলার ভাষার আকাশে সামুএকটি উজ্জল নক্ষত্র।
মাননীয় বিরুধী দলীয় নেত্রী ও তার দল বি,এন,পি হতে বার বার দাবী করা হয় সংসদে বিরুধী দলকে কথা বলতে দেওয়া হয়না, আসুন দেখাযাক এই অভিযোগ কতটুকু সত্য,
২০০৯ সালে বর্তমান সংসদের মেয়াদ শুরু পর হতে ২০১৩ সালের সেপ্টম্বর পর্যন্ত সংসদ অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৪০৯ দিন। ৪০৯ দিন সংসদ কার্যদিবসে খালেদা জিয়া উপস্থিত ছিল মাত্র ১০ দিন, মাত্র ১০ দিন উপস্থিত থেকেও তিনি বক্তব্য দিয়েছেন ৭ ঘন্টা ১১ মিনিট। সর্বোচ্চ একটানা ১ ঘন্টা ৫৩ মিনিট বক্তব্য দিয়ে খালেদা জিয়া বাংলাদেশে সংসদের কোন বিরুধী দলীয় নেত্রীর একটানা সর্বোচ্চ সময় বক্তব্য দেবার রের্কড গড়েছেন। এর জন্য তিনি সংসদের নিয়ম অনুসারে বেতন নিয়েছেন ৭৫ লক্ষ ৪৭ হাজার ১০০ শত ২০ টাকা। এই ছাড়া সংসদের বিরুদলীয় নেত্রীর অন্যআন্য সুযোগ সুবিধা বাবাদ নিয়েছেন আরো ৭৫ লক্ষ টাকা সমপরিমাণ অর্থ।
সংক্ষিপ্ত চিত্র
৬ ই জানুয়ারী ২০০৯ সাল হতে সেপ্টম্বর ২০১৩ পর্যন্ত।
মোট কার্যদিবস সংখ্যা = ৪০৯ দিন।
উপস্থিত = ১০ দিন।
বক্তব্য দিয়েছেন ৭ ঘন্টা ১১ মিনিট।
একটানা বক্তব্য দিয়েছেন = ১ ঘন্টা ৫৩ মিনিট।
মোট বেতন ও সুযোগ সুবিধা নিয়েছেন = প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।
সবাই নিজে নিজের বিবেক দিয়ে বিচার করুন। খালেদা জিয়া ও বি,এন,পির অভিযোগ কতটুকু সত্য ?
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৭
বিশ্বাস করি 1971-এ বলেছেন: এ্যারা........ ছৈয়দ বাল... বলচেন