নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু'হাতে আগলে রাখব প্রিয় বাকৃবি।
প্রচারপত্র- "ডাক দিয়ে যাই, আয় না সবাই ....
পুরাতনরা ব্যতি-ব্যস্ত করছেন নতুনদের
জাতীয় পতাকা উত্তোলন
শান্তির পায়রা উড়ুক দিকে দিকে
একগুচ্ছ গ্যাস বেলুন অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন
ভিসি স্যারের স্বাগত ভাষণ- বাকৃবি'তে সবাইকে সুস্বাগতম
বাকৃবি'র সৌজন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান
মঞ্চে উপবিস্ট উৎসবে আগত অতিথিবৃন্দ
উপস্থিত কৃষিবিদদের একাংশ
বাদ যায় নি সড়ক আল্পনাও
প্রশাসন ভবন
রঙিন আলোক ফোয়ারা
আলোর ঝর্ণাধারায় আমতলা
শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন
বিজয় ৭১ (মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ)
আন্তঃঅনুষদীয় করিডোর
অভ্যন্তরীণ রাস্তা
কৃষিবিদ প্রজন্ম
ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC) [না কি শিক্ষক-ছাত্র কেন্দ্র?]
TSC Road
মুক্তিযুদ্ধে শহীদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীদের নামফলক
Whitehouse Road
আমি ছিলাম শহীদ শামসুল হক হলে।
এ হলে থাকতো আমার বউ
তাপসী রাবেয়া হল
শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল
নাটকের নাটকীয়তা ছিল চমকপ্রদ
চল না ঘুরে আসি বাকৃবি'তে
যেখানে নবীন-প্রবীণের মেলা বসেছে ...
চলছে নৃত্যপরীদের "সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি .....
খবরের পাতায় বাকৃবি'র সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী
কৃষিই কৃষ্টি, কৃষিতেই সভ্যতার বিকাশ - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
সরকার আলী বলেছেন: অবশ্যই হবে। শুধু কালের ব্যবধান, এই আর কি।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
তিতাস একটি নদীর নাম বলেছেন: খুব সুন্দর----পরিচিত ক্যাম্পাসটাকে ছবিতে দেখে ভাল লাগছে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সরকার আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি ছিলেন না সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনীতে?
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
তিতাস একটি নদীর নাম বলেছেন: আমি দেশের বাইরে থাকি তাই যাওয়া হয়নি--আশা করছি পরেরবার যদি এরকম কোন আয়োজন হয় তাহলে যাব।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯
সরকার আলী বলেছেন: I'm so sad to hear this
Waiting to see you ASAP.
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: একদিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও হবে !!