নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংগৃহীত কিছু বইয়ের প্রচ্ছদ:
(১)
(২)
(৩)
(৪)
(৫)
(৬)
(৭)
(৮)
(৯)
(১০)
(১১)
(১২)
(১৩)
(১৪)
(১৫)
(১৬)
(১৭)
(১৮)
(১৯)
(২০)
(২১)
(২২)
(২৩)
(২৪)
(২৫)
(২৬)
(২৭)
(২৮)
(২৯)
(৩০)
(৩১)
(৩২)
(৩৩)
(৩৪)
(৩৫)
(৩৬)
(৩৭)
(৩৮)
(৩৯)
(৪০)
(৪১)
(৪২)
(৪৩)
(৪৪)
(৪৫)
(৪৬)
(৪৭)
(৪৮)
(৪৯)
(৫০)
বিনামূল্যে বই পেতে আগ্রহীদের পক্ষ হতে তাদের প্রয়োজনীয় বইয়ের নামোল্লেখ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৮
সরকার আলী বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০
অর্জুনের তীর বলেছেন:
ধন্যবাদ এবং অভিনন্দন। দিলখোলা মানুষ ছাড়া কেউ এভাবে বই বিলাতে পারে না। একটা স্যালুট আপনার প্রাপ্য।
আপনার কালেকশনের ৩৭,৪৪,৪৭,৪৯ নম্বর বইগুলোর আবদার জানিয়ে রাখছি। সময় করে যদি আপলোড করতে পারেন, কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন।
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০
সরকার আলী বলেছেন: ৩৭, ৪৪, ৪৭, ৪৯ নম্বর বইগুলোর জন্য Check your mailbox, please.
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬
অর্জুনের তীর বলেছেন:
উপরের কমেন্টটা করার পরে আপনার আগের পোস্টটা চোখে পড়লো। ভাষাহীন হয়ে গেলাম। আপাতত আমার ইমেইল অ্যাড্রেসটা নিন। [email protected] আপনার সাথে অনেক কথা আছে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
সরকার আলী বলেছেন: কি কথা এই যুবকের সাথে
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
সরকার আলী বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
একজন ঘূণপোকা বলেছেন: দারুন কালেকশন
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
সরকার আলী বলেছেন: (Just for you kind information):
এগুলো নমুনামাত্র। প্রায় দশ হাজার বই হবে যা সবার জন্য সব সময় উন্মুক্ত থাকবে, ইনশাল্লাহ।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
এহসান সাবির বলেছেন: দারন!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬
সরকার আলী বলেছেন: সত্যি?
ধন্যবাদ।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮
অর্থনীতিবিদ বলেছেন: আপনার সংগ্রহ এক কথায় মারাত্মক। বিভিন্ন ক্যাটাগোরির বই আছে আপনার সংগ্রহে। আপনি একজন সত্যিকারের বইপ্রেমী ও শিক্ষানুরাগী। আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৯
সরকার আলী বলেছেন: আপনার প্রশংসায় ব্যাপক লজ্জা পেলাম
(Just for your kind information):
আমি নিয়্যত করেছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে পড়ানো হয় এমন সমস্ত বিষয়ের বই ডাউনলোড ও বিনামূল্যে তা আগ্রহীদের মাঝে বিতরণ করার।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭
পাঠক১৯৭১ বলেছেন: পড়েন?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০
সরকার আলী বলেছেন: পড়াই।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪
বেলা শেষে বলেছেন: Congratulation for super good Collection.
আপনার সংগ্রহ এক কথায় মারাত্মক ভালো । বিভিন্ন ক্যাটাগোরির বই আপনার সংগ্রহে। আপনি একজন সত্যিকারের বইপ্রেমী ও শিক্ষানুরাগী। আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা।
For সরকার আলী:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৫
সরকার আলী বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
you বলেছেন: SSC সার্টিফিকেট সংশোধনের ফর্ম প্রয়োজন
আমার এসএসসির সার্টিফিকেটের নাম সংশোধন করতে হবে।
এই ফর্মটা কারো কাছে আছে??
বোর্ডের ওয়েব সাইটে ফর্মটা আছে, কিন্তু সেটা ডাউনলোড করার পর দেখি লেখা কিছু পড়া যাচ্ছেনা। সব ফন্ট নষ্ট হয়ে আছে।
Name Correction Form
Form Download
কারো কাছে কি কোনো কপি আছে?
ভাই দয়া Name Correction Form করে ফ্রমটা একটু আমার মেইলে সেন্ড করবেন প্লিজ.
[email protected]
Thanks.
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১
সরকার আলী বলেছেন: আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ও দিনাজপুর এর Name Correction Form অক্ষত অবস্থায় ডাউনলোড করেছি, বাকী বোর্ডগুলোর বেলায় অজ্ঞাত কারণে সম্ভব হচ্ছে না। আপনার কি তাতে কাজ চলবে?
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১
you বলেছেন: ভাই আপনার কাছে কি Name Correction Form আছে? থাকলে দয়া করে একটু জানান। আমি ফ্রমটা দিতেছি কিন্তু ডাউনলোড হইতেছেনা।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: সুন্দর !!