![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মরুদ্যানের মুসাফির
কীভাবে বলে বুঝালে বেহায়া সুন্নীনামধারীদের গাজাখোরী আকিদার অবসান ঘটবেঃ
===========================
কুরআন আর সহীহ হাদীস দ্বারা প্রিয় নবীর সাঃ দেহ মুবারকের সৃষ্টি মূল উপাদান মাটি ছিল বলে যতই প্রমাণ দেয়া হোক না কেন, কতিপয় প্রতিভা প্রতিবন্ধী গাজাখোর সুন্নীনামধারীরা সেটির বিরুদ্ধে একটা অস্পষ্ট অর্থ বোধক ও জাল হাদীসকে পূঁজি করে বলে যে "আল্লাহপাক সর্বপ্রথম নবীর সাঃ নূর সৃষ্টি করিয়েছেন" এ হাদীস দ্বারা বিদয়াতিরা রাসূলকে নূরের তৈরী বলতে চায়।
আমরা আগেই বলেছি যে, ইহা হাদীস নয়, বরং জাল হাদীস। যার অনেক প্রমাণ রয়েছে। আর যদি তোমরা এ কথা মানতে না চাও, তাহলে নিচের বর্ণনাগুলোর কী জবাব? আগে এসব ক্লিয়ার করতে হবে।
১। 'বিদায়া ওয়ান নিহায়া' কিতাবের ১ম খন্ডের ৯ নং পৃষ্ঠায় একটি হাদীসে উল্লেখ. রয়েছে "আল্লাহ তায়ালা সর্বপ্রথম. আলো এবং অন্ধকার সৃষ্টি করিয়াছেন।"
২। 'মিরকাত শরহে মিশকাত' এর ১ম
খন্ডের ২৯১ নং পৃষ্ঠায় আরেকটি হাদীসে উল্লেখ রয়েছে "আল্লাহপাক সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন"।
৩। মওজূআতুল কোবরা' কিতাবের ১ম খন্ডের ৩১ নং পৃষ্ঠায় আরেকটি হাদীসে উল্লেখ রয়েছে "সর্বপ্রথম কলম সৃষ্টি করা হয়েছে।"
৪। মাদারিজুন নবুওয়াত' কিতাবের ২য় খন্ডের ৪নং পৃষ্ঠায় আরেকটি হাদীসে উল্লেখ আছে "সর্বপ্রথম বিবেক বা আকল সৃষ্টি করা হয়েছে"।
৫। 'মিরকাত শরহে মিশকাত' কিতাবের ১ম খন্ডের ২৯১ নং পৃষ্ঠায় আরেকটি হাদীসে উল্লেখ আছে "সর্বপ্রথম রূহ সৃষ্টি করা হয়েছে।"
৬। মুতালিউল মেরাত শরহে দালায়েলুল খাইরাত' কিতাবে রয়েছে "আল্লাহ তায়ালা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন আর আমার নূর দিয়ে বাদ বাকি সবকিছু সৃষ্টি করেছেন।"
{জ্ঞাতব্য, একমাত্র কলম সম্পর্কিত বর্ণনাটিকে মুহাদ্দীসগণ সহীহ বলে ব্যক্ত করেছেন আর অন্য গুলোকে মিথ্যা ও জাল বলিয়া আখ্যায়িত করিয়াছেন। ইমাম তিরমিযি হাসান حسن বলেছেন। ইবনে হাজার আসকালানী বলেছেন
انوار و في اول ما خلق الله حديث اول ما خلق الله القلم و هو ثبت. موضوعات ١/٣١
এবং আললামা সোলইমান নদভীসহ আরো অনেকে একে সহীহ বলেছেন। } কাজেই এগুলো প্রচার করা মানে রাসূলের নামে মিথ্যাচার করা।
{বিচারের ভার আপনাদের হাতেই রইল}
©somewhere in net ltd.