![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের একটা নিক ছিল "ক্ষুদ্র খাদেম" নামের, কিন্তু কয়েকদিন ধরে আমি আমার আগের ব্লগে ঢুকতে পারছি না (পাসওয়ার্ড নিচ্ছে না)। কেউ কি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারেন এখানে??
এমন সমস্যায় যদি কেউ পড়ে থাকেন এর আগে আর যদি কোনও সমাধান থেকে থাকে এর তাহলে আমি হয়ত আমার আগের নিকটি আবার ব্যবহার করতে পারি। যে কোনও ধরণের সহযোগিতা সাদরে গ্রহণ করতে চাচ্ছি
আপডেট হচ্ছে, এর মাঝে সহযোগিতা চেয়েও মেইল করেছি। আর কি করলে ভালো হয় কেউ কি জানাতে পারেন আমাকে? মেইল আজকেই করা, এখনও কোনও উত্তর পাইনি
©somewhere in net ltd.