নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
মূল পোষ্টঃ অভিনন্দন বাংলাদেশ।
কা_ভাঃ- এরপরও কি মন খারাপ করে থাকবেন? আমি জানি, আপনিও আমাদের বাঘের বাচ্চাগুলোকে নিয়ে দারুন গর্বিত
কি যে সব কও বাপু
সে কি আর বলতে;
দল মোগো তাজা বোম
আগুন জ্বলা সলতে।
ঝড় ছিল বলেইনা
সলতে গেছিলো ভিজে;
নইলে জানিনে বাপু
বোম ফেটে হত কি যে!!!
বৃষ্টিতে বড় বাঁচা
বেঁচে গেছে ধোনিরা;
আসল জয়ী টাইগার
সর্বে কয় জ্ঞাণীরা।
গর্জনে উঠে কাঁপি
থরো থরো বিশ্ব;
নিজেদের সেরা দিনে
বাকী সবে নিঃস্ব।
ছিনু আছি থাকবো
বাঘেদের সনে;
তোমাদেরি জয়োগান
ক্ষনে জনে মনে।
এতো ছিলো ট্রেইলার
বাকী আজো পিকচার;
নজর দিনু ওয়ার্ল্ড কাপে
এই এলো বলে ফিক্সচার।
এগিয়ে যাও আমাগো
বাঘের বাচ্চারা;
এইবারে কাপখানা
করোনা হাত ছাড়া।
হৃদয়ের সব দোয়া
সব শুভ কামনা;
সিনা রেখো টানটান
লড়ে খেলো,থেমোনা।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: করলুম দোয়া বাপু
তুমি বলো বাহ;
তাও খুশী মনে মনে
১ম কমেন্ট, আহহ।
২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ছন্দের বেড়াজালে
বেশ হলো বন্দী,
যেতে হবে বহুদূর
এঁটে নয়া ফন্দি।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ বেশ বলেছো
পুরোপুরো একমত;
এমন ফন্দি আঁটো
শত্রুরে দ্যাও নাকে'খত।
৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৪
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
০৮ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান বাপু অধমেরে
দ্যাও পাম মিছি মিছি;
অগামগা পোষ্ট দেখে
ব্লগ পাড়া জুড়ে ছিঃ ছিঃ।
৪| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৩
দেবজ্যোতিকাজল বলেছেন: বৃষ্টি হয়েছে বলে ভারত জিতেছে???
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিও কম না বাপু
মিছে টানো দড়ি;
অত জেনে কাম কি
দুঃখে হেথা মরি।
৫| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাহ বাহবা বেশ
অপেক্ষার হলো শেষ
পেলুম ক্রিকেটিয় ছড়া
মন আজ পুরো ভরা।।
কি দারুন ছন্দে
দোলে মন আনন্দে,
স্বপ্নের দ্যুতি ভাসে
বিশ্ব কাপের আশে।।
০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে ভায়া তোমার আর
রঙঢঙ গেলোনা;
মিছিমিছি দিয়ে পাম
কেনো কর ছলনা?
কি লিখেছি বোঝে নাও
কমেন্ট গুনে নমুনা;
তাও কও বেশ বেশ??
অভিমানে কিছু কমুনা।
৬| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
শাহাদাত হোসেন বলেছেন: ভারতের বোমা কি উন্নত যে বৃষ্টিতেও ফাটে
০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বোমা হনু আমরা
তারা হলো কুনোব্যাঙ;
তাই ঝড়ে কাপ জিতে
সুখে করে ঘ্যাঙর ঘ্যঙ।
৭| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৩
দইজ্জার তুআন বলেছেন: গম লাইগ্গে............
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোঁয়ার হতা ফুনি ওয়া
আঁর মনতও রঙ লাইগ্গে
৮| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: লিখবে কি আজও কোনো
ছড়া নিয়ে টপিকে?
চলো চলো লিখে ফেলো
আসল বা কপি কে?
ফুলকপি হতে পারে
বাঁধাকপি ভালো,
বাতি কুপি রাতে দেয়
উজ্বল আলো।
ফটোকপি আরও ভালো
নেই হের ফের
ঘুরছে কি মাথা আজ
কি বলছি কের? (কের মানে কি কি, কার কার, এই টাইপ কিছু মিছু)
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখবো মানে,ফেলেছি লিখে
বলছো তুমি কিগো;
আজকের টপিকস হলো
বিদ্রোহী ভৃগু।
ফার্স্ট পেজ দেখে বাপু
ফেলো পড়ে জলদি;
সবার আগে তোমারি
কমেন্ট চাই হেলদি।
জানোইতো তুমি ছাড়া
ব্লগখানা পানসে;
আর কত্ত লেট বাপু
বড্ড তুমি আলসে।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার ছড়া।