নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
তাঁকে নিয়ে লেখাই ভারি ঝক্কি,
ছন্দেরা সব হেসেই কুটি-
কাব্য বলে 'শখ কি'!
'তাল'ই যেটুক সান্তনা দেয়, 'ঠিকাছো'?
ছন্দে তারে আঁকবি কি রে-
সে 'ভিঞ্চি' কি 'পিকাসো'!
কাব্য আঁকেন,শব্দেরা তার তুলি,
আমরা পাঠক কাব্যে মাতাল-
নেশায় মজে ঢুলি!
উপমায় ইন্দ্রজালের কলা,
ঘোরেরই যা ভেল্কি, তিনি-
নেশার ফেরিওয়ালা!
যা লেখেন চেটেও বলা 'একটু হবে নাকি'?
ডন-মাফিয়া কবি'র লেখার-
অপেক্ষাতেই থাকি।
নেশালু পাঠের পরে রেশ তবু রয়ে যায়,
কি-বোর্ড ছোঁয়ালে কবি-
ধ্রূুপদিই হয়ে যায়!
তাই তো বলি আঁকবো তারে খেমতা কি আর অত?
আমরা কেবল পাঠেই হবো-
মুগ্ধ অভিভূত।
কাব্যের একই রাণী,রঙবাজ একই নাম,
কবিতার মেয়ে তিনি-
প্রিয় 'শিখা রহমান'।
সাহস করে ডিসেম্বরের দশ'এ,
কবি'র জন্মদিন সে জেনেই-
লিখেই দিলেম জোশে।
কবি তুমি এভাবেই থেকো,
'শিখা' হয়ে জ্বলো আর-
ধ্রুপদিই এঁকো।
কবি তুমি খুব থেকো ভালো,
কবিতা ঋদ্ধ হোক-
পেয়ে শিখার আলো।
কবি তুমি কবিতায় হেসো,
থেকো ভালোবাসায় আর-
শুধু ভালোবেসো।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
কবি 'শুভ জন্মদিন'।
ছবিঃ
হাই ইতি 'ছবি চাই'
দিয়ে কয় 'যা মিয়া';
ছবির ক্রেডিট তারই
থ্যাংকিউ 'সামিয়া'।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরেএএএএ,
আমি জানতাম সবার প্রথমে আপনাকেই পাবো!
ভীষন ভীষন ভালো লাগা কাকু।
বিশ্বাস করুন আমি জানতাম আপনি ঠিক এ কথাই বলবেন আর তাই শুধু মাত্র আপনার সম্মানেই কবি শিখা রহমান সম্পর্কে খেটেখুটে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। সকালেই এ্যাড করে দেবো।
আপনার শরীর কেমন এখন?
ব্লগের সব্বাই আপনাকে নিয়ে খুব উদ্বিগ্ন ছিলো। সচরাচর যারা আপনার কট্টর সমালোচনাকারি তাদের উদ্বিগ্নতা ছিলো মুগ্ধ করার মতন।
সত্যিই আপনার জনপ্রিয়তা ঈর্ষা করার মতন।
ব্লগ ডে'তে আপনি আসছেন কি আসছেন না সে নিয়েই সেকি জল্পনা কল্পনা মাইরি!!
২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৪
নীল আকাশ বলেছেন: বহ্নি আপুর শুভ জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা।
আপুর জন্মদিনে এত সুন্দর একটা কবিতা লিখে পোস্ট দেয়ার জন্য আপ্নাকেও
অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
উনি ব্লগের অন্যতম সেরা কবি।
আপুকে আমি উনার ছোটবেলা থেকে সব স্মৃতিগুলি সিরিয়াল করে লিখে ফেলতে বলেছি।
দুর্দান্ত লেখা হবে সেটা নিশ্চিত!
শুভ রাত্রী এবং শুভ কামনা রইল।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌঁছে দিলাম এবং স্মৃতিকথার তাগাদাও,
সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আর ইয়ে, উৎসর্গিকৃত ঐ জোক্সটার জন্যেও.............
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৩
শিখা রহমান বলেছেন: এই পর্যন্ত আমি এত্তোখানি চমকে যাইনি আমার কোন জন্মদিনে। সারপ্রাইজ খুব ভালোবাসলেও কেউ সেভাবে দিতে পারেনি আজ পর্যন্ত!! কি যে ভালো্লাগা আর মুগ্ধতা!!
পরীক্ষার সপ্তাহ চলছে। পরীক্ষার হলে অফলাইনে ব্লগে উঁকি দিতেই পৃথিবীর সেরা বিস্ময় দেখি আমার জন্য অপেক্ষায় আছে।
আমার গোলার্ধে এখনো ৯ তারিখ আর তাই এটাই আমার প্রথম জন্মদিনের শুভেচ্ছা!!
অনেক অনেক ধন্যবাদ ছেলে। আমি আজীবন বিস্মিত হতে চেয়েছি অথচ কেউ বলেনি যে ভালোবাসা বিস্মিত করলে চোখে জল আসে। পরীক্ষার হলে কাঁদতেও যে পারছি না ছেলে!!
আমার দিনটাকে, আমার সব কিছুকে কি যে আলো ঝলমলে করে দিলে।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা। এত্তো ভালোবাসা ছেলে!!
ভালো থেকো, ভালোবাসায় থেকো আর ভালোবাসায় রেখো।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমায় নিয়ে সত্যি লেখাই
ভীষন ভীষন ঝক্কি;
এটাও রে ঠিক তোমায় নিয়ে
লেখার আমার 'শখ কি'!
তুমি বলেই,
ঝক্কি করেই ফেরা;
উপায় আছে না ফিরে কও
একই সেরার সেরা!
রাত্রি অনেক,
রাত জাগাটা মানা;
ফিরবো আবার
এটাই শেষ কিন্তু না।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ছড়া ।
শিখা আপুকে জানাই শুভ জন্মদিন।আপনার জন্যও শুভেচ্ছা।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার শুভেচ্ছা মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
পাঠে কৃতজ্ঞতা।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৭
শিখা রহমান বলেছেন: শুধু তোমার পোষ্টে মন্তব্য করার জন্যেই ব্লগে লগইন করলাম। আমারও অন্নেককিছু বলার আছে ছেলে। বিশেষ করে ঐ দুর্দান্ত কবিতাটা, যেটা লিখেছো আমাকে নিয়ে, সেটা নিয়ে অনেক অনেক কিছু বলার আছে।
আমিও আবার আসবো মন্তব্য করতে। আপাতত বিস্ময় আর আনন্দের ধাক্কাটা সামলে নেই।
ভালো থেকো ছেলে। ভালোবাসা ও শুভকামনা।
১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি অবাক হয়েই রই,
আমার জন্যি এলেন গুণী-
এ সুখ রে থুই কই?
কাব্যে আমার সাধ মেটে নাই,
যেটুক লেখার, যা চেয়েছি-
সেই আবেগের আধ ছিটে নাই।
সত্যি লিখি ভীষন কি সব যা তা,
স্বাস্থ্যটা না আস্ত বখে-
ছন্দে আমার খেলছে না আর মাথা।
সে যাগ্যে সব ম্যাড়ম্যাড়ে মোর গল্প,
ফিরবো ত্বরা, তুমি মানেই-
কথার ঝুরির বলতে পারা অল্প।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:২৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ কাকু, শরীর ভালো দিকে; ব্লগের সবার প্রতি কৃতজ্ঞ।
ভালো, ব্লগার শিখাকে পরিচিত করে দেবেন।
১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিশ্চয়ই,
আগেই বলেছি শুধু আপনার কথা ভেবেই.......
সুস্থ থাকুন,যত্নে থাকুন।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫০
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
তাঁকে জানাই জন্মদিনের শুভেচ্ছা...
১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
শুভেচ্ছা পৌঁছে দিলাম.......
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:২৪
ইসিয়াক বলেছেন: "শুভ জন্মদিন" কবি শিখা রহমান
আপনার জন্যও ভালোবাসা ও শুভকামনা।
সুপ্রভাত
১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টেনশানে মরি-
আর ভেবেই অবাক!
কবির সেরা সে ফ্যান কই 'ইসিয়াক'!
এলে শেষে, যাক!
সব ঠিকঠাক।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৩
তারেক_মাহমুদ বলেছেন: শুভ জন্মদিন প্রিয় শিখা আপু, অনেক অনেক ভালবাসা।
১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'শুভ জন্মদিন' শিখাপু
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৮
কামরুন নাহার বীথি বলেছেন:
শিখা আপু, অনেক দিন পরে ব্লগে ফিরে পেলাম এমন শুভ খবর।
আপু, তোমার জন্মদিনে অনেক অনেক শুভকামনা!
যদিও জীবন থেকে আরেকটা বছর ঝরে গেলো।
তবু, যেমন আছো তেমনই থেকো চিরকাল!!
ছড়ার পাখির জন্য রইলো এক বস্তা শুভেচ্ছা!
চমৎকার লিখেছো!!
আপুর জন্মদিনে আমার বাগানের সেই ফুলগুলো!
আমার অনুপস্থিতিতে তারা ম্লান এখন!
১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরেএএএএএএ,,,,
এ যে স্বয়ং লেডি বতুতা হার হাইনেস!!
সত্যিই আপু, এই শুভদিনে এর চেয়ে সুখবর আর হয়ই না,
মোগাম্বো খোশ হুয়া.........
জানি কি ভীষন দুঃসময় তোমার, তাও যে ব্লগে এলে সেজন্য অনেক অনেক ধন্যবাদ।
তোমার ব্যপারটা আমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না,
মন আর শরীর সায় না দিলে সব কিছুই যম তিতে মাইরি।
তবুও এসো মাঝেসাঝে।
কখনোসখনো একটা ভালো পোষ্ট কিংবা বেখেয়ালের শব্দের আঁকিবুকি বিক্ষিপ্ততা ভুলিয়ে দেয়। সেই ক্ষনিকের ভালো লাগাটাও কিন্তু কম দামী নয়।
আর ইয়ে, শুধু তোমার অনুপস্থিতি নয়, আলবাৎ তোমার উপস্থিতিও ফুলগুলোকে ম্লান করে দেয়.........
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন:
শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।
১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও শুভেচ্ছা,
'কফি হাউস'এ গিয়েছিলেন?
আর ভিক্টোরিয়া মেমোরিয়াল?
কিংবা গড়ের মাঠের ফুচকা কি চাট?
১২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ছড়ায় জন্মদিনের শুভেচ্ছার অনিন্দ্য প্রকাশ।
শুভ জন্মদিন প্রিয় কবি শিখা আপু। ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যাক। শুভকামনা ।
১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যাক......
বাহহ, ভারি সুন্দর কথাটা,
স্বপ্নবাজের নীলাভ সৌরভে পোস্ট মৌ মৌ মাইরি
শুভকামনা।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভেচ্ছা প্রামানিক দা
১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অক্কি বাবা,
প্রমিদাকেই পৌঁছে দিলেম শুভেচ্ছা
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৩
হাবিব বলেছেন:
কেক কাটার কোন ব্যবস্থা নেই?
যাই হোক কবি আপুকে জন্মদিরে শুভেচ্ছা
আর আপনাকে শুভেচ্ছা জানাই জানানোর জন্য
১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসলেই তাই তো হে
সেকি দামী কথাখান!
কেকের ব্যপারে তবে
আছে এক সমাধান!!
সমাধানটাও
শুন্তে কি চাও?
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভেচ্ছা শতত।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ,
শুভেচ্ছা নিরন্তর...
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
শব্দের নেশাতে দূর্দান্ত, রূপকল্পে দুঃসাহসিকা, অগ্নিশিখার মতোই জ্বলজ্বলে একজনার জন্মদিনে ছড়াকবিতায় শুভ কামনা করেছেন।
ছড়ায় নয়, কবিতায় নয় , অন্তস্থঃ চিত্রকল্পে সাজাই তার জন্যে শুভকামনার বেদী। সেখানে তিনি থাকুন দশভুজা হয়ে শানিত শব্দে, উদ্দাম ভাবের তরঙ্গে, কবিতার প্রতি ভালোবাসায়..............
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমারে নিয়ে না ভায়া
এই-ই এক মহা জ্বালা;
রিপ্লাইয়ে জান ফানা
চোখে জল,ছুটে লালা!
নেয়েঘেমে 'কি যে লিখি'
শতবারই ভাববো;
কমেন্ট যা দ্যাও বাপু
এক একটা কাব্য!
কয়েছো যা তার তরে
ভেরি রাইট ভেরি ওকে;
নও তুমি একা ভায়া
রাণী সে সবারই বুকে।
এভাবে লিখুক কবি
পাঠক তারে আঁকুক;
কবি কবিতায় চির
জাগরুক থাকুক।
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: কী করি আজ ভেবে না পাই
কোনটা রেখে কোন দিকে যাই।
শুভেচ্ছা।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবি চালে, ছন্দ ঠাঁটে
বেশ তো দুলে হেলে;
কে কয় তুমি পাওনি ভেবে
জায়গামতই এলে।
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রিয় কবিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জেসন ভাইকে ধন্যবাদ এমন একটি খবর দেয়ার জন্য।
১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরেএএএএ,
সম্রাটিয় দ্য বেস্ট কমেন্টে ধন্যবাদ পেয়ে নিজেকেই রাজকিয় রাজকিয় লাগছে,
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি শিখা রহমানের শুভ জন্মদিনে
ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফুলেল শুভেচ্ছায় কবি আপ্লুত নিশ্চয়ই,
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় সুহৃদ।
২০| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
ইসিয়াক বলেছেন: আপনি আমারও খবর রাখেন দেখছি ? অনেক কৃতজ্ঞতা। আমি তো মনে করলাম আমায় তো আর চেনেন না । কি না কি মনে করেন তাই তো.. ,কবিতা দুটোই পড়েছি মন্তব্য করবো কি করবো না তাই ভাবছিলাম। শেষে শুভ জন্মদিন" কবি শিখা রহমান এ ভয়ে ভয়ে মন্তব্য করলাম। অনেক ভালো লাগলো।
প্রতি মন্তব্যে মুগ্ধ ।
অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় কবি শিখা আপু ও আপনার প্রতি।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলো কি 'চিনিনে তোমা'
খোঁচায় পেলেম লাজই;
'সামু' জুড়ে আজকাল
তোমারই হে রঙবাজি!
একি কও 'ডর-ভয়'
সিংহের কিসে 'মিঁউ'?
চিনবোনে ক্যান বাপু-
আই ডু সুগার ইউ।
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
ইসিয়াক বলেছেন: ও হ্যাঁ বলতে ভুলে গেছি ....।আমায় নিয়েও তো কবিতা লিখে ফেললেন ।
টেনশানে মরি-
আর ভেবেই অবাক!
কবির সেরা সে ফ্যান কই 'ইসিয়াক'!
এলে শেষে, যাক!
সব ঠিকঠাক।
হা হা হা....। খুব ভালো লাগলো।
ধন্যবাদ
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার ছন্দ কারো
এত ভালো লাগে!
তুমি ছাড়া এ কথাটি
কয়নি কেউ আগে।
২২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১
বিজন রয় বলেছেন: কবিতার অগ্নিশিখা'র জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
আর আপনাকেও অনেক ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একদম যথার্থই বলেছেন, অগ্নিশিখা'ই বটে
'এ টু জেড' আগুন মাইরি!
জেল্লায় ঝলসে পুরো 'বার বি কিউ' পাঠককূল!!
মন্তব্যে একরাশ ভালো লাগা,
শুভেচ্ছা নিরন্তর...
২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবি শিখা রহমানের জন্মদিনে অনেক শুভ কামনা।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ৩রা জুলাই নিয়ে প্লান আঁটছি লো 'প্রিন্স অব রম্য'
২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন কবি শিখা রহমান । সতত কবিতা হোক আপনার সঙ্গী । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যেই তার, বেশ
কবি কবি ধার!
হবেই না ক্যান,এ যে
কবি সেলিম আনোয়ার!!
২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৭
এম ইসলাম বলেছেন: কবিতার ছন্দ যথাযথ হয়েছে। শুভেচ্ছা দুজনকেই ।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অগাবগা ছন্দে-
'যথাযথ' পেলে কই?
ভালোই যদি সে তবে
আর ব্লগে এলে কই?
কি যে লিখি ছাইপাশ
প্রায়ই লাজে আফসোসই;
সে যাগগে, তুমি এলে
অতে হ্যাপী, ভেরি খুশি।
২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২
আরোগ্য বলেছেন: শুভ জন্মদিন প্রিয় শিখা আপু।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৩
অব্যক্ত কাব্য বলেছেন: শুভ জন্মদিন প্রিয় কবি।
সারাদিন এত্ত ব্যস্ত ছিলাম জানতেই পারিনি আপনার জন্মদিন ছিলো।
কবি, প্রতিটি মানুষের হৃদয়ে বেঁচে থাকুন আজন্মকাল।
সাহিত্যে সুখ্যাতি ছড়িয়ে পড়ুক জগতময়।
আমি জানলে সবার আগে আমিই আপনাকে উইশ করতাম প্রিয় কবি।
আপনি চাইলে আমরা আপনার জন্মদিন সেলিব্রেট করতে চাই।
প্রিয় কবি শিখা রহমান
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাঠককূলে কে জানেনা
কবিকূলে 'সি বস';
খুব ত্বরা হে এই তারিখই
হবেই 'শিখা দিবস'।
২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০২
শিখা রহমান বলেছেন: ইশশ!! খুব ব্যস্ত ছিলাম। ব্লগে আসার সময়ই করে উঠতে পারিনি।
যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে এত্তো ধন্যবাদ।
এমন ভালোবাসেন বলেই ব্লগে আসতে ভালো লাগে।
ব্লগের পথে দেখা হবে নিশ্চয়ই। পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ।
ভালো থাকুন ভালোবাসায়।
শুভকামনা নিরন্তর।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি মানে 'ঘোর ঘোর'
সারাখন রয় রেশ;
তুমি মানে কবিতারা
পাঠ তবু 'নয় শেষ'।
তুমি মানে 'নেশা নেশা'
কবিতায় মাতলামো;
তুমি মানে 'না পড়ুয়া'
পাঠকেরও আঁতলামো।
তুমি মানে 'চারপাশ'
হয়ে যায় কবিতা;
তুমি মানে 'যা যা দেখি'
প্রেমময় খুবই তা।
তুমি মানে 'কি ভীষন'
আঁধারেও জ্বালো আশা;
তুমি মানে 'আলো আলো'
সব কিছু ভালোবাসা।
তুমি মানে 'পাঠকের'
প্রজা হয়ে দমারই;
তুমি মানে 'কবিতায়'
রাজত্ব তোমারই।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
কবি শিখা রহমানের জন্য শুভ জন্মদিন।
কবির জন্মদিনে, উনার সম্পর্কে, উনার লিখা সম্পর্কে, উনার ব্লগিং জীবন সম্পর্কে লিখলে ভালো হতো।
শিখা, আপনার সম্পর্কে কিছু লিখুন; আমি আপনার কবিতার বক্তব্য ও প্রকাশভংগি পছন্দ করি