নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

"শুভ জন্মদিন" কবি শিখা রহমান

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৮



আহ্লাদি আর মিষ্টি মুখের-
মানুষটাকে খুকী খুকীই লাগতো,
অনার্সটনার্স হয়তো পড়ে-
ক্লাশ আছে তাই হয়তো ভোরেই জাগতো।

কন্ঠ শুনেই খটকা জাগে-
কলেজ নাকি স্কুলেতেই পড়তো?
কি নিষ্পাপ আর তুলতুলে সে-
কন্ঠে যেনো মাখন গলেই ঝরতো!

কন্ঠ-ছবি সব ধোকা হ্যায়-
শুভঙ্করের ফাঁকি;
চমকে দেবে থমকে দেবে
কাঁপিয়ে দেবে গা কি!

না কেঁপে কি উপায়-
কেবল পড়বে তারই লেখা;
একাই তিনি অগ্নিশিখা
একাই বিষুব-রেখা!

ভাসিয়ে দেবে ডুবিয়ে দেবে
আটকে দেবে শ্বাসই;
ঘোরের জাদুয় ভুলিয়ে দেবে
হ্যামিলনের বাঁশী!!

শব্দ-সুরে ঝংকারে তার
মন কেমনের ডাক;
পুরান কথা,জানেই পাঠক-
আজ সে কথা থাক।

তারচে' বলি করেন
তিনি কি আর?
এই কবিটাই পেশায় নাকি
নিপাট ইঞ্জিনিয়ার!

ডিগ্রী আরও আধ ডজনের
পিএইচডিটাও সারা;
হয়নি 'সেকেন্ড' হয়নি 'হারা'
এই কবিটার দ্বারা।

ফুলটাইমে ভার্সিটিতে
মাষ্টারিও করেন!
আচ্ছা তিনি লিখেন কখন
কখন তিনি পড়েন?

ট্রাম্প কাকুরই দেশে
তিনি আছেন বীরের বেশে;
ছানা-পোনায় আছেন হেসে
প্রশান্তকূল ঘেঁষে।

গদ্য-শতেক,পদ্য-হাজার
শুনেই বাড়াই ভ্রু'টি;
ওমা, এ যে বিনয় দেবী-
গ্রন্থ মোটে দুটি!!

মানুষটা ঠিক যেমন-তেমন
মোম-মাখনের ঝালাই;
পাশের বাড়ীর মেয়েটিই যেনো
নেই ঠমকির বালাই।

মোটামুটি যেটুক বলা-
শোনাটুনার শেষে;
এই কবিকে এই মেয়েকে
না যায় ভালোবেসে?

ধ্যত্তেরি ছাই বাড়তি কথা
হবেটবে অন্যদিন;
এই যে কবি, প্রিয়মানুষ-
শুভ শুভ জন্মদিন।

কবি তুমি এভাবেই থেকো;
শিখা হয়ে জ্বলো আর ধ্রুপদিই এঁকো।
কবি তুমি খুব থেকো ভালো,
কবিতা ঋদ্ধ হোক, পেয়ে শিখার আলো।
কবি তুমি কবিতায় হেসো;
থেকো ভালোবাসায় আর শুধু ভালোবেসো।

বাজে ঢাক বাজে বীণ
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
কবি 'শুভ জন্মদিন'।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।
করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। বাইরে গেলে মাস্ক মাস্ট। ঘরে বাইরে সব সময় সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন। জীবন হোক আনন্দময়।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা বলেছি মাইরি সে
বেদবাণী বটে,
ও শিখাদি জেনো মেনো
বুঝে নিও ঘটে।

২| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


উনার জন্য শুভ জন্মদিন, উনার কবিতায় প্রাণ আছে।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেমন আছেন কাকু?

৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোষ্টের মাধ্যমে শিখা আপুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ইদানিং তাঁকে ব্লগে তেমন দেখা যায় না। আশা করি তিনি যেখানেই আছেন, ভালো আছেন।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ কাভা।
সত্যিই তাকে ব্লগে মিস করি।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৪

নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা। চমৎকার কবিতা

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভ জন্মদিন ।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১৩

প্রামানিক বলেছেন: শুভ জন্মদিন ।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ত্রিশই হবে বড়জোর
যোগ করি আট;
ও প্রমিদা মিছিমিছি
ক্যান কও ষাট?

৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

নীল আকাশ বলেছেন: শিখা আপু'কে শুভ জন্মদিনের শুভেচ্ছা।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংকু দেশইত্যা বদ্যা।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭

শিখা রহমান বলেছেন: মুগ্ধ, অভিভূত, অনুপ্রাণিত, সম্মানিত, খানিকটা লজ্জিত ও পুরোপুরি ভালোবাসায় নিমজ্জিত!! তোমার কবিতাটা পড়ে এত্তো রকম অনুভূতিরা জড়িয়ে ধরলো। :``>>

অসাধারণ লিখেছো। এমন একটা দুর্দান্ত কবিতা কেবলই আমার ভাবলেই নিজেকে সম্রাজ্ঞী মনে হয়।

ঠিক এই উপহারটাই আজ আমার খুব প্রয়োজন ছিলো জানো!! ভালোবাসা অফুরন্ত প্রিয়তম বন্ধু।

ছন্দের যাদুকরের যাদু এই কঠিন সময়টাকে ঝলমলে করে দিলো। পাশে আছো বলে ভরসা পাই, মানুষের ওপরে বিশ্বাস ফিরে আসে।

পাশে থেকো, ভালোবাসো আর ভালোবাসায় রেখো। অনাগত সব জন্মদিন এমনটাই কবিতায় মুগ্ধ করে রেখো। :)

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাচুমাচুই হবার দশা মোর,
কমেন্টেও ঘোর লাগা বিভোর!
শব্দে তোমার এত্ত জাদু ক্যান?
আমার কেবল ঐ এক জাদুর ধ্যাণ।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯

শিখা রহমান বলেছেন: পোস্টে যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। সুস্থ ও নিরাপদ থাকুন সবসময় প্রিয়জনদের নিয়ে। শুভকামনা নিরন্তর সুপ্রিয় ব্লগারগণ।

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: "শুভ জন্মদিন" সম্রাজ্ঞী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.