![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন্তব্য করতে ভুলে যাবেন না আশা করি———-
১৯৭৫ সালে বাংলার মহান নেতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর বি এন পি জামাত জোট ১৯৭৩ সালের দালাল আইনের আওতায় সাধারন ক্ষমার বিষয়টি বাংলার জনগনকে ভুল ব্যাখ্যা প্রদানে করে এক বিশাল প্রতারণা করে, জামাত শিবির নিজেদের সুসংগঠিত করার সুযোগ পেয়ে যায়, যেটার মাশুল আমরা আজো দিয়ে যাচ্ছি | বাংলাদেশ আজ এই রাজনৈতিক দলগুলোর প্রতারনায় ক্ষত বিক্ষত |
আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দল মনে করে তাদের সব ভুল অথবা রাজনৈতিক ফায়দা হাসিলকে মেনে নিতে হবে বারবার সেটা আর না, অনেক হয়েছে। আওয়ামী লীগকে ছাড়া আমাদের গতি নাই এ কথাটা অনেকই ভাবলেও আমি ভাবছি না | কোর্ট থেকে জামাতের নিবন্ধন বাতিলের ঘোষণা আসে, জামাত এই রায়ের বিরুধ্যে সুপ্রিম কোর্টে আপিল করবে , আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে মাঝে এখন জামাত কে নিশিধ্হ করনে বিভিন্নি প্রকার বক্তব্য দিতে শোনা যাচ্ছে, একজন বলছেন জামাত কে নিশিধ্হ এবং রাজনীতি থেকে নিশিধ্হ করা হবে, হচ্ছে, এই হলো বলে, আবার দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ঠিক তার বিপরীত বক্তব্য দিচ্ছেন | আওয়ামী লীগর অঙ্গ সংগঠনগুলো তাদের দলীয় কোন্দলের কারণে একে অপরকে হত্যার হোলি খেলায় মত্ত, আইন শৃংখলা বাহিনীর তত্ত্বাবধায়নে যুবলীগের নেতা নাম ধারী দুই খুনি বন্দুক যুদ্ধে মারা যায় কিন্তু আইন শৃংখলা বাহিনীর দুই জন আহত হয়, আওয়ামী লীগের দফতর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন বাবু এই ঘটনাকে একটি সাজানো নাটক হিসাবে আখ্যায়িত করেন, আওয়ামী লীগর একজন সংসদ রনির গণমাধ্যম কর্মীদের উপর ঝাপিয়ে পরে, আক্রমণাত্মক এই ভূমিকাকে সাধারণ জনগণ কোনো ভাবেই সুনজরে দেখে নাই | একজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন “বংগবন্ধুর সাদাকালো আওয়ামী লীগ ভালবাসি, হাসিনার রঙ্গীন আওয়ামী লীগকে নয়”। তাই বলতেই হচ্ছে সময় হয়ছে ঘুরে দাড়াবার। সময় এসেছে আওয়ামী লীগকে নতুন আঙ্গিকে একটি সুস্থ রাজনৈতিক দল হিসাবে গঠন করবার। যে দল পরিচালিত হবে মুক্তিযুদ্ধের চেতনায়, ভোটের জন্য নয় অথবা কারও পকেট ভরবার জন্য নয়। সাধারণ মানুষের মুক্তির জন্য বিকল্প জরুরী হয়ে পরেছে। দল গঠন করবার সময় যেসব বিষয় মাথায় রাখতে হবে বলে আমরা মনে করি তা হলঃ১। বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী এদেশের জনগন।২। ১১,০০০ (এগারো হাজার) ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা। এবং যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট সংগঠন/দল সমূহ নিষিদ্ধ ঘোষনা করা।৩। বংগবন্ধু কোন দলের নয় তিনি জাতির পিতা হিসেবেই থাকবেন এবং কোন রাজনৈতিক দল বা সংগঠন বংবন্ধুকে তাদের রাজনৈতিক শ্লোগান বা দলীয় স্বার্থে ব্যবহার করতে পারবেন না। কেউ কোন ধর্মকে আঘাত করতে পারবে না।৪। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সব ধর্মের লোকেদের জন্য সমান অধিকার। ধর্মের বিকৃত ব্যবহার ও ধর্মকে নিজ স্বার্থে ব্যবহার বন্ধ করা।৫। বাংলাদেশকে একটি সামাজিক কল্যানমূখী (Social Welfare State) রাষ্ট্রে হিসেবে প্রতিষ্ঠিত করা।৬। রাজনীতিকে পারিবারিক প্রভাবের আওয়তার বাইরে রাখতে হবে। দলে সুষ্ঠ গণতন্ত্র চর্চা থাকতে হবে। একজন সাধারন কর্মী যেন বিশ্বাস করে এবং জানবে সেও এই দলের প্রধান হতে পারবে একদিন এবং অবশ্যই তা দলীয় গণতন্ত্রে প্রতিষ্ঠিত করতে হবে।উপরোক্ত বিষয় গুলো শুধু মাত্র আলোচনা শুরু করার জন্য অবতারনা করা হল। এ গুলো যে মানতেই হবে তা কিন্তু নয়। আমাদের পরিবর্তনের প্রয়োজনে ঘরে বসে থাকার আর কোন সু্যোগ নাই।
১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর যে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে তার চেতনা নিহিত ছিল মুক্তিযুদ্ধের ৯ মাসের ঘটনা প্রবাহে। ৩০ লক্ষ মানুষ জীবণ দিয়েছেন এবং ২ লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছেন এই চেতনার জন্য এবং স্বপ্ন দেখেছিলেন একটি সত্যিকারের বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশের। মুক্তিযোদ্ধারা জীবণ বাঁজি রেখে যুদ্ধে গিয়েছেন নতুন দেশ – সোনার বাংলাদেশ গড়বার আশায়। কিন্তু সেই স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গেছে। মুক্তিযুদ্ধের ৪২ বছর পরেও স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যেতে পারিনি এতটুকু। এখনও আমাদের অপেক্ষা করতে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার দেখবার জন্য। নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, যারা কখনও মিছিলে বা সমাবেশে যায়নি তারা আজ রাস্তায় নেমে এসেছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী নিয়ে। ক্ষমতার স্বাদ গ্রহণকারী রাজনৈতিক দল গুলো যুদ্ধাপরাধী-স্বাধীনতা বিরোধী শক্তি কে সবসময়ই নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে। কোন পক্ষই মুক্তিযুদ্ধের স্পিরিট কে সম্মান দেখায়নি। দূর্ভাগ্যজনক হলেও সত্যি জাতির পিতা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে দালাল আইনের সাধারণ ক্ষমাকে ভুল ভাবে ব্যাখা প্রদানের কারণেই এর সূত্রাপাত। ভুল অনেক হয়েছে-আর নয়। এখন সময় সামনে এগুবার। ভুল নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। অনেক দোষারোপও হয়েছে। এগুলো করতে করতে আমরা আজ বাংলাদেশকে ধংসের দ্বারপ্রান্তে এনে দাড় করিয়েছি। সামনে এগুবার জন্যই আমাদের ইতিহাস মনে রাখতে হবে-মনে রাখতে হবে ঘটনাপ্রবাহ। আর এই ঘটনাপ্রবাহ ধরে এগিয়ে গিয়ে আমাদের ভবিষ্যত বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে এবং দিতে হবে একটি সুন্দর রূপরেখা।আমরা এখানে বাংলাদেশের ৪২ বছরের ঘটনাপ্রবাহ বা টাইমলাইন দিয়ে যাব এর পর আমাদের মতামত দেবার চেষ্টা করব কিভাবে ইতিহাসের ভুলগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি।১। বংগবন্ধুর সাধরণ ক্ষমাকে পূঁজি করে জিয়াউর রহমান ১১,০০০ হাজার চিহ্নিত -কুখ্যাত যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে রাজনিতীতে পূনর্বাসনের সুযোগ দিয়েছে। এখনও যুদ্ধাপরাধীরা এই সাধরন ক্ষমাকে ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছে। [সাধারন ক্ষমা...............১৯৭৩ সালের ৩০ নভেম্বর দালাল আইনে আটক যেসব ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তাদের জন্য ক্ষমা ঘোষণা করা হয়। এ ঘোষণার পর দালাল আইনে আটক ৩৭ হাজারের অধিক ব্যক্তির ভেতর থেকে প্রায় ২৬ হাজার ছাড়া পায়। সাধারণ ক্ষমা ঘোষণার ৫ নং ধারায় বলা হয়, ‘যারা বর্ণিত আদেশের নিচের বর্ণিত ধারাসমূহে শাস্তিযোগ্য অপরাধে সাজাপ্রাপ্ত অথবা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে অথবা যাদের বিরুদ্ধে নিম্নোক্ত ধারা মোতাবেক কোনটি অথবা সব ক’টি অভিযোগ থাকবে। ধারাগুলো হলো: ১২১ (বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ চালানো অথবা চালানোর চেষ্টা), ১২১ ক (বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ষড়যন্ত্র), ১২৮ ক (রাষ্ট্রদ্রোহিতা), ৩০২ (হত্যা), ৩০৪ (হত্যার চেষ্টা), ৩৬৩ (অপহরণ),৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ) ৩৬৫ (আটক রাখার উদ্দেশ্যে অপহরণ),৩৬৮ (অপহৃত ব্যক্তিকে গুম ও আটক রাখা), ৩৭৬ (ধর্ষণ), ৩৯২ (দস্যুবৃত্তি), ৩৯৪ (দস্যুবৃত্তিকালে আঘাত), ৩৯৫ (ডাকাতি), ৩৯৬ (খুনসহ ডাকাতি),৩৯৭ (হত্যা অথবা মারাত্মক আঘাতসহ দস্যুবৃত্তি অথবা ডাকাতি), ৪৩৫ (আগুন অথবা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে ক্ষতিসাধন),৪৩৬ (বাড়িঘর ধ্বংসের উদ্দেশ্যে আগুন অথবা বিস্ফোরক দ্রব্য ব্যবহার), ফৌজদারি দণ্ডবিধির ৪৩৬ (আগুন অথবা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে কোন জলযানের ক্ষতিসাধন) অথবা এসব কাজে উৎসাহ দান। এসব অপরাধী কোনোভাবেই ক্ষমার যোগ্য নন।’]২। জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন এবং গণ আদালত। আওয়ামী লীগের নির্বাচনী প্রতশ্রুতিতে যুদ্ধাপরাধীদের বিচার আশ্বাস, কিন্তু ৯৬ তে সরকার গঠন করেও বিচার প্রক্রিয়া শুরু না করা। অন্যদিকে ঐ সময়ে তত্তাবধায়ক সরকারের দাবীতে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে জামাতকে সহযোগী হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি।[১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আযমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমীর ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের অংশ হিসাবে ১৯৯২সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় জাহানারা ইমামের নেতৃত্বে। তিনি হন এর আহ্বায়ক। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রতিরোধ মঞ্চ, ১৪টি ছাত্র সংগঠন, প্রধান প্রধান রাজনৈতিক জোট, শ্রমিক-কৃষক-নারী এবং সাংস্কৃতিক জোটসহ ৭০টি সংগঠনের সমন্বয়ে পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি ১৯৯২ ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি’ গঠিত হয়। সর্বসম্মতিক্রমে এর আহ্বায়ক নির্বাচিত হন জাহানারা ইমাম। এই কমিটি ১৯৯২ সালে ২৬ মার্চ ’গণআদালত’ এর মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে একাত্তরের নরঘাতক গোলাম আযমের ঐতিহাসিক বিচার অনুষ্ঠান করে। গণআদালাতে গোলাম আযমের বিরুদ্ধে দশটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়। ১২ জন বিচারক সমন্বয়ে গঠিত গণআদালতের চেয়ারম্যান জাহানারা ইমাম গোলাম আযমের ১০টি অপরাধ মৃত্যুদন্ডযোগ্য বলে ঘোষণা করেন।]৩। ২০০০ সালে বিএনপি জামাতকে নিয়ে চার দলীয় জোট গঠন এবং ২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে জামাতকে মন্ত্রীত্ব প্রদান।৪। ২০০৮ এর নির্বাচনে আবারো যুদ্ধাপরাধীদের বিচারের প্রতুশ্রুতি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের জয়লাভ ও ২০১২ সালে বিচার প্রক্রিয়া শুরু। ৫। ২০১৩ কসাই কাদেরের বিচারের রায়ে সমঝোতার আভাস। আপসের বিচার নয়, যদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবীতে ব্লগারদের মানব বন্ধন থেকে গণজাগরণ মঞ্চ- প্রজন্ম চত্বরের আত্মপ্রকাশ।৬। প্রথম দিকে গণজাগরণ মঞ্চে কোন রাজনৈতিক দলকে সম্পৃক্ত হতে না দেয়ার ফলে বাংলাদেশের আপামর জনসাধারনের অকুন্ঠ ভালবাসা এবং সমর্থন পায়। বিএনপি প্রথম দিকে এটাকে আওয়ামী লীগের সৃষ্টি বললেও পরবর্তীতে নতুন প্রজন্মের নিরপেক্ষ আন্দোলন হিসেবে স্বীকার করে নেয়। তারপর কি হল? শুরু হল রাজনীতি। নতুন প্রজন্মের এ জেগে ওঠাকে নিজেদের স্বার্থে ব্যবহারের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হলেন সবাই। জাগরণ মঞ্চকে রাতারাতি আওয়ামী করণ করা হল এবং বিতর্ক উস্কে দেয়া হল ধর্মের ভিত্তিতে। ঢালাওভাবে ব্লগারদের এবং গণজাগরণ মঞ্চকে নাস্তিক বানিয়ে দেয়া হল। ৮৪ জনের তালিকা দেয়া হল এবং সৌভাগ্য বশত এই তালিকা থেকে বাদ গেলেন ব্লগার ডাঃ ইমরান এইচ সরকার, অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক’রা। ৭। ময়দানে আবির্ভূত হল হেফাজতে ইসলাম। ১৩ দফা আর লং মার্চ, মতিঝিলে হাজারো ইসলাম পছন্দ লোকের সমাবেশ। আওয়ামী সরকারের নতি স্বীকার অথবা রাজনৈতিক ব্যবহার। এই ধারাবাহিকতায় আমরা আর প্রচলিত রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখতে পারছি না
আমার লেখাটি আপনাদের কাছে যুক্তি সঙ্গত মনে হলে সেয়ার করবেন দয়া করে, আপনাদের জন্যে রইলো শুভকামনা |
—কিন্তু–
©somewhere in net ltd.