নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

"... আমার আর কোথাও যাবার নেই,কিচ্ছু বলার নেই..."

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৫১

ক্ষয়ে যাওয়া সাধ্যের বিবর্ণ বাস্তবতা।বর্তমানের বুকপকেটে প্রান্তরের খাঁ খাঁ।মিথ্যের ধূপে বিসর্জনের আয়োজন।পাল্টে যাওয়া জীবনের রঙে অচেনার অবয়ব।ভগ্নাংশ স্বপ্নের অবশিষ্ট আকাশে,বধিরের বৈকল্য-মেঘেদের দখল। চৈতন্য থেকে মগজের দূরত্ব তবু বেড়েই চলে। বিক্রির বাজারে বিবেকের স্থান স্থূলতাকে ছাড়িয়ে যায়।চেতনার কপালে পাদুকা চুম্বন।চাপিয়ে দেয়া শান্তির-ফরমায়েশি ঢেকুর।স্বতঃস্ফূর্ত চিন্তার পায়ে শিকলের মল।ফরমালিন মেশানো ডিজিটাল মুলো আরও চকচকে হয়।সত্যের ভ্রুন বিলাপের গর্ভপাতে বিনাশের হুল্লোড়।মেঘের পেটে জন্ম নেয়া বৃষ্টিও-ভুলে যায় জন্মের দায়।কবিকুল শিরোমণি সৈয়দ শামসুল হকরা তাই রাষ্ট্রীয় চামচার অসুস্থ প্রতিদ্বন্দ্বী।কবিতার কলম-আজ তেল উৎপাদনের হাতিয়ার-যা কেবল মিথ্যাকেই স্বাস্থ্যবান করে।ডিজিটাল নখর তাই স্ফীত হতে থাকে...।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.