নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

" এখন আযান হবে না "...!!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৬


জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের অজপাড়া গ্রাম সাতকুড়া।আমার নানাবাড়ী।স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে নানা বাড়িতে দীর্ঘ নাইওরের আশায়,সারা বছর আমরা প্রতীক্ষার প্রহর গুনতাম।নানাবাড়ির সামনে ছিল সান বাঁধানো জোড়াপুকুর,পাশে মসজিদ।নানাবাড়িতে গেলে আমরা দিনের বেশিটা সময় এই পুকুরে লম্ফ-ঝম্ফ আর মসজিদের চারপাশটা জুড়েই হেঁটে-দৌড়ে ক্লান্তি ছড়াতাম।সেই সুবাদে মুন্সী হুজুরদের সাথে ছিল বাড়তি সখ্যতা।ক্লাশ সিক্সের বার্ষিক পরীক্ষা শেষে নানাবাড়ি নাইওরে গিয়ে দেখি লঙ্কা কাণ্ড! নানাবাড়ির মসজিদের জন্য মাইক কেনা হয়েছে!মাইকের শব্দে গ্রামের সব বয়েসি উৎসুক লোকের জটলা-মসজিদের সামনে লেগেই থাকতো।নামাজ আর আযানের সময়বাদে মোটামুটি চব্বিশ ঘণ্টাই মসজিদের মাইকে হামদ নাত,গজল,তেলাওয়াত,ওয়াজ জিকীর,ইসলামী সঙ্গীত,ছড়া কবিতা এমনকি সিনেমার গানও পরিবেশিত হতো।মুন্সী হুজুর এমন কি গ্রামের বিশিষ্ট শিল্পীরা তাতে অংশগ্রহন করতেন।এই নিয়ে সারা গ্রামজুড়ে উৎসবের আমেজ বইছিল।একদিন রাতে ঘটলো এক অবাককাণ্ড! মোয়াজ্জিন সাহেব ঘুমের মধ্যে স্বপ্ন-টপ্ন একটা কিছু দেখে,রাত একটায় ফজরের আযান দিয়ে বসলেন! ইমাম সাহেব ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন একটা বাজে! মোয়াজ্জিনকে ডেকে শাসাতে লাগলেন।আযান বাতিল করার কোন দোয়া আছে বলেও-হুজুরের জানা নেই।ইতিমধ্যে দুইয়েকজন করে মুসুল্লিও মসজিদে আসা শুরু করেছে।হুজুরতো মহা-ফাঁফরে! অগত্যা তিনি মাইকে ঘোষণা করলেন,"এখন আযান,হবেনা...!!!!

এখন ডিজিটাল সময়।যন্ত্রের সাথে মানুষের নিবিড় সখ্যতা।আর কেবলমাত্র উপযুক্ত শিক্ষাই পারে জ্ঞানের সেই অবারিত প্রান্তরেখা স্পর্শ করে সমৃদ্ধ-নিরাপদ আগামী নিশ্চিত করতে।তাই প্রতিযোগিতার এই যুগে বিশ্বের সব দেশই শিক্ষাকে ভবিষ্যৎ পরিকল্পনার এক নম্বর অগ্রাধিকার খাত হিসাবে গ্রহন করে,সকল পর্যায়ে সর্বোচ্চ পৃষ্টপোষকতা দিয়ে যাচ্ছে।তখন আমাদের বয়সের ভাঁড়ে-ডিজিটালী গোপাল ভাঁড়-অর্থমন্ত্রী বাহাদুর-এদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফী'র উপর কর বসিয়ে,তথাকথিত বাকশালি মিথ্যার জোরে বরাবরের মতো পার পেতে চেয়েছিলেন।দামাল ছাত্রদের উত্তাল প্রতিরোধে অবস্থা বেগতিক দেখে ভাঁড়ি মন্ত্রী বাহাদুর নানাবাড়ির সেই মসজিদের ইমাম সাহেবের মত অবশেষে ঘোষণা করলেন," এখন আযান,হবে না "... !!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৬

কলাবাগান১ বলেছেন: এই গোপাল ভাড় অর্থমন্ত্রীর যে যোগ্যতা আছে (ইকনমিক্স এ), তার যদি এক বিন্দু ও আপনার থাকতো তাহলে বাকশালি মিথ্যা না- রাজাকারি মিথ্যায় আপনি ও উর্ত্তীন হতেন।

রাজাকার রা যখন গাড়ীতে বাংলাদেশের পতাকা উঠিয়ে যেত, সেই যুগে আপনার শিক্ষার যে উন্ণতি উনারা করেছিলেন তা দেখা আছে। এখন জানু্যারীর এক তারিখে সব ছাত্র/ছাত্রীদের অন্তত বিনা পয়সায় পাঠ্যপুস্তক পৌছে যায়।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭

muftisiraji বলেছেন: ;) আপনি ঘোড়ার আন্ডা লিখলেন।

মানুষ বৃদ্ধবয়সে বোধলোপ হয়! আপনি মুহিত সাবের আগেই হ্যাট্টিক কইরা পালাইলেন?

আগে পিছের লেখার কোন মিলটিল নাি T^T মাগার লেখা কপি কপি মনে হয়!!!!! :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

কিরমানী লিটন বলেছেন: মহা পণ্ডিতmuftisiraji সাব,যার মনে যা-ফাল দিয়ে উঠে তা... আর বাটপার মনে করে-সবাই তারমতো ... তবুও ভালো থাকুন-শুভচিন্তার ধারক হয়ে...

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

মোঃ ইয়াসির রহমান বলেছেন: কলাবাগাণ১ ভাই, কেউ সত্যিটা বললে আপনাদের গায়ে এতোই জ্বালা ধরে যে "রাজাকারি মিথ্যায় আপনি ও উর্ত্তীন হতেন।" মার্কা ডায়লগ ছাড়া আর জবাব দিতে পাড়েননা, পাড়বেনও না। শিক্ষায় উন্নতির যে কাল্পনিক চিত্রের কথা আপনি বলছেন, দেশের মানুষ তা ভালই জানে আর বোঝে। মিথ্যা গর্বে তো মাটিতে আপনার মতো লোকদের মাটিতে পা পড়েনা, যেইদিন পরবে সেইদিন ঠেলা বুঝবেন। আর ওরা অধম-নিকৃষ্ট, তাই আমি ওদের ডিঙ্গিয়ে আরও দশ ধাপ নীচে নামব,এটা কোনও যুক্তিতেই সঠিক নয়? ভেবে দেখবেন আশা করি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক শুভকামনা প্রিয়সুহৃদ মোঃ ইয়াসির রহমান ভাই-অনেক ভালো থাকবেন,সতত...

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

কলাবাগান১ বলেছেন: @ইয়াসির রহমান

"ভাঁড়ে-ডিজিটালী গোপাল ভাঁড়-অর্থমন্ত্রী বাহাদুর-এদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফী'র উপর কর বসিয়ে,তথাকথিত বাকশালি মিথ্যার জোরে বরাবরের মতো পার পেতে চেয়েছিলেন।"

একজন শিক্ষিত মন্ত্রীকে যখন এমন জগন্য ভাষায় আক্রমন করা হয়, তখন আপনার বিবেক কি বলে। আমার জানা মতে উনি এদেশের স্বাধীনতার জন্য অনেক কাজ করেছেন, নিজে কোন দূর্নীতি করেন না.... দেশের সেবা করছেন আর তার প্রতিদান এমন ভাষায় আক্রমন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০

কিরমানী লিটন বলেছেন: ভাই কলাবাগান১ ,আমি নিশ্চিত আপনি রাজাকার কিম্বা বঙ্গবন্ধু খুনী পরিবারের সদস্য।তাই ইনু মতিয়া মেননদের মতো ভাঁড়ামির আশ্রয়ে কাফফারা দিতে চাচ্ছেন।লাভ নেই,আমরাও এ মাটির সন্তান-আমাদের কবর এই মাটির বুকেই হবে-ভণ্ডামি করে শেষ রক্ষা পাবেন না।আর আপনার গোপালী ভাঁড়ু মালের নৈতিকতা প্রশ্নবিদ্ধ-নিকট অতীতেও এই মাল স্বৈরাচারের দোসর ছিলেন।আপনাদের মতো বিখাউজদের চুলকানির সৃষ্টি করলেই আমার এই লিখা সার্থক...

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

কিরমানী লিটন বলেছেন: মহা পণ্ডিতmuftisiraji সাব,যার মনে যা-ফাল দিয়ে উঠে তা... আর বাটপার মনে করে-সবাই তারমতো ... তবুও ভালো থাকুন-শুভচিন্তার ধারক হয়ে...

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

কিরমানী লিটন বলেছেন: ভাই কলাবাগান১ ,আমি নিশ্চিত আপনি রাজাকার কিম্বা বঙ্গবন্ধু খুনী পরিবারের সদস্য।তাই ইনু মতিয়া মেননদের মতো ভাঁড়ামির আশ্রয়ে কাফফারা দিতে চাচ্ছেন।লাভ নেই,আমরাও এ মাটির সন্তান-আমাদের কবর এই মাটির বুকেই হবে-ভণ্ডামি করে শেষ রক্ষা পাবেন না।আর আপনার গোপালী ভাঁড়ু মালের নৈতিকতা প্রশ্নবিদ্ধ-নিকট অতীতেও এই মাল স্বৈরাচারের দোসর ছিলেন।আপনাদের মতো বিখাউজদের চুলকানির সৃষ্টি করলেই আমার এই লিখা সার্থক...

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক শুভকামনা প্রিয়সুহৃদ মোঃ ইয়াসির রহমান ভাই-অনেক ভালো থাকবেন,সতত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.