নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

"...মিনারা বড় হচ্ছে,আপনি পরিমলদের ব্যাপারে সচেতনতো !!! "

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৬


দু'চোখের জল তখন অশ্রুধারায় রক্ত ঝরিয়েছে।স্মৃতির ধুলো তাতে তৃষ্ণা মিটিয়েছে।আমার একলা আকাশ উপুড় হয়ে আমারই মাথায় চেপেছে।অভিমানী জোসনা তখন জোনাক-জলা হলকের বদলে, কেবলই আঁধার ছড়িয়েছে-আমার বিরান পথচলায়।তখন ঝলমলে শহরের ক্লান্ত ল্যাম্পপোস্ট -আমাকে সান্ত্বনার বদলে কেবল তাড়নাই দিয়ে বলত-পথিক এখন অনেক বাকী,পথের...।ফাগুনের ঘুম ভেঙ্গে যায়,দেখা নেই বসন্ত আমার।এমনই এক সময়,ভুলে যাওয়া ভাঙ্গা আয়নায় -ভেসে উঠে তোমার ছবি।আমি চমকে উঠি।এতো রামধনু দিগন্ত!!!পরশ পাথরের মত হন্যে হয়ে খুঁজেছি যাকে।আশাগুলো আবার জড়ো হয় আমার জোছনার ছায়ে।মন খারাপ করে ফিরে যাওয়া জোনাকিরা -আলোর মশাল হাতে সপরিবারে হাজির হয় আমার নিকানো উঠোনে।
মৃত নক্ষত্রেরা এক এক করে জেগে উঠে তখন।বোঝা হয়ে মাথার উপর জেকে বসা আকাশটা,একজনকে মাথা তুলে দাড়াতে জায়গা করে দেয়।রক্তের অশ্রু-ধারা,আনন্দের বারি হয়ে-লুটিয়ে পরে তার পায়ের কাছে।ফাগুনের আগুনে তখন বসন্তের প্রশান্তি।

হ্যাঁ,আমার বেঁচে থাকার উৎস,নতুন দিনের আলোকিত সূর্য,সব অসুখের সুস্থতা,নিঃসঙ্গ আকাশের ঝলমলে তাঁরা,অচেনা স্বপ্নের পরিচিত আগামী-আমার একমাত্র কন্যা"কাংখিতা কিরমানী কৃতী'র"দশম জন্মদিন আজ।আজকের এই দিনে পৃথিবীতে সে এসেছিলো আমার মুগ্ধ বাঁচার সুচনায় ...।তোমাদের সম্মিলিত প্রার্থনা গুলো করজোড় কামনা করছি-ওর সমৃদ্ধ বেঁচে থাকার,সুস্থ সবল নীরোগ দেহে... !!!

কৃতী ন্যাশনাল আইডিয়াল স্কুল উত্তরা শাখার চতুর্থ শ্রেণীতে পড়ছে।আমার জীবনের বাস্তব মিনা আজ সত্যিই বড় হচ্ছে।সারাক্ষণ উৎকণ্ঠায় থাকি,সচেতনও ...।ওর স্বর্গীয় বিদ্যাপীঠে পরিমলরুপী পিচাশদের অনুপ্রবেশ রুখতে।মেয়ের এই দশম জন্মদিনে আপনাদের মনোযোগ আহ্বান করছি ...
শুনছেন,
মিনারা বড় হচ্ছে...
তারা যে স্কুল বা কলেজে পড়বে সেই স্কুল-কলেজে কোন পরিমলের আবির্ভাব ঘটেছে কি-না
সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার...

কাংখিতা কিরমানী কৃতী

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৯

গেম চেঞ্জার বলেছেন: কাব্যিকতার ছোঁয়া ভাল। তবে সবলেখায় না দেয়াটাই আমার মত। ভাল হচ্ছে ভায়া। চালায়া যান।

আর পরিমলদের সমাজ থেকে উচ্ছেদ করতে হবে।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২১

কিরমানী লিটন বলেছেন: অনুপ্রাণ পেলাম,নতুন কিছু লিখতে চেয়ে,আপনাদের মন্তব্যের প্রত্যাশায় থাকি-শুদ্ধ হতে ...
আর অমূল্য উপদেশ,আগামীর সাহস হিসাবেই জমা করি পাথেয়'র ঝুলিতে।

অনেক ভালোবাসা আর সশ্রদ্ধই শুভকামনা ...
আপনার মন্তব্য লিখুন

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৩

গেম চেঞ্জার বলেছেন: আমি এত বড় মাপের মানুষ নই যে উপদেশ দেবার মতো সাহস করবো। বিনয়ের প্রতি অনুরাগ থাকলো।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩১

কিরমানী লিটন বলেছেন: স্বপ্নটাকে যাদের হাত ধরে পাড়ি দেয়ার স্বপ্ন দেখি,পরিমাপের নিত্তি নয়,হৃদয়ের উত্তাপে আঁকি তাঁর শুদ্ধ অবয়ব।
আবার অভিবাদন আন্তরিক ভালোবাসার জন্য...

সুন্দরের সাথেই আছি-তা সে যত ছোটই হোক , শুভকামনা অগনন ...

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৫১

চলন বিল বলেছেন: পরিমলদের কি আশা আকাংখা বলে কিছু নেই? তাদের কি হবে? আচ্ছা দেশে আইন করে ধর্ষণ কি বৈধ করা যায় না?

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

কিরমানী লিটন বলেছেন: হা হা-ঠিক বলেছেন,করা যায়-সেটা যারা আইন প্রণয়ন করে,পরিক্ষামুলকভাবে তাদেরকে ধর্ষণ কিম্বা বলৎকারের মধ্যমে দেখা যেতে পারে...
ভালোবাসা নিরন্তর ...

৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৪

কমরেড ফারুক বলেছেন: সুন্দর লিখেছেন.....

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা নিরন্তর,সাথে চাই- এভাবেই...
অনেক শুভকামনা প্রিয়সুহৃদ ...

৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিনারা বড় হচ্ছে...
তারা যে স্কুল বা কলেজে পড়বে সেই স্কুল-কলেজে কোন পরিমলের আবির্ভাব ঘটেছে কি-না
সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার........
অত্যন্ত সময়পোযোগী সচেতনমূলক পোষ্ট
প্রত্যেক অভিভাবকেরই এ ব্যপারে কনসার্ন হওয়া উচিৎ।

কাংখিতা কিরমানী মনিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
অনেক বড় হও মামনি........আলোকিত হও।

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জিবনী পেলাম,সাথেই থাকতে চাই হে সুন্দর...
অনাবিল ভালোবাসা আর অফুরান শুভাশিস ...

৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৯

সুমন কর বলেছেন: কাব্যিক বর্ণনায় প্রকাশ ভালো হয়েছে। আপনি মাঝে মাঝে কিছু নতুন শব্দ ব্যবহার করেন, সেটাও ভালো।
পোস্টে ভালো লাগা।

শান্তনার < সান্ত্বনার

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রিয়স্বজন, সাথেই আছি সুন্দরের...

এডিট করেছি। অনাবিল ভালোবাসা আর শুভকামনা জানবেন...

৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩০

অগ্নি সারথি বলেছেন: কাব্যিক বর্ণনায় প্রকাশ এমন গুরুত্বপূর্ন লেখাটিকে কম গুরুত্বের করে ফেলেছে, আর যতটুক গুরুত্ব অবশিষ্ট থেকেছে তা শুধু এর শিরোনামটাকে কেন্দ্র করে। এক কথায় চমৎকার শিরোনামটি পুরো লেখা জুড়ে আধিপত্য করছে কিন্তু সেভাবে প্রতিনিধিত্ব করছে না। এটা শুধু আমার মতামত। অন্যভাবে নিবেন না দয়া করে। শুধু স্কুল কিংবা কলেজের পরিমলদের নয়, আমাদের অঙ্গীকার হোক পুরো সমাজ-রাষ্ট্র হতে পরিমলদের উচ্ছেদের। কৃতি-র জন্মদিনে অনেক অনেক শুভকামনা।

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮

কিরমানী লিটন বলেছেন: আপনার উপদেশ,আমার পাথেয়'র ঝুলিতে সযত্ন থেকে যাবে- আমাকে পরিশুদ্ধ করতে...
সাথে আছি সত্যের মত সুন্দরের,পাশে চাই- এভাবেই
নিরন্তর ভালোবাসা আর অনন্ত শুভকামনা জানবেন, সতত.।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭

কথাকাহন বলেছেন: সুন্দর লেখা। পাঠ্য বইতে থাকলে প্রতিটি বাক্য ব্যাখ্যা করতে হতো।
প্রথমেই শুভ জন্মদিন জানাচ্ছি আপনার আদরের সন্তানকে। তবে আমার মনে হয় এখন থেকেই সন্তানকে বোঝানো দরকার যে এ পৃথিবীটা স্বপ্নপুরী না। এটা নেকড়েঅরণ্য। তারপরও এ অরণ্য পার হয়ে আগাতে হবে।
আপনার জন্য এই লিঙ্কের ভিডিও টা দিলাম, নিজেরা দেখুন অন্যকেও দেখাতে পারেন।
https://www.facebook.com/rubai.renoo/videos/10206421998449427/
বাংলাদেশে ৯১১ এর মতো মেয়েদের জন্য এসেছে ১০৯২১ জানি না কতটুকু কার্যকর।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর অজস্র ধন্যবাদ আপনার অনুপ্রেরণামূলক আন্তরিক মতামতের জন্য।সেই সাথে চমৎকার লিঙ্কটি দেয়ার জন্য।সুন্দরের সাথেই আছি,পাশেই চাই- এভাবেই...
অনাবিল ভালোবাসা আর শুভকামনা জানবেন...

৯| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শ্বাপদ সংকুল হয়ে উঠছে জনপদ!

কতজনকে চোখে চোখে রাখবেন আপনি? কেন এই নিশ্চয়তা আসেনা কাউকেই চোখে রাখতে হবে না। !
ইউরোপ বা ইরানের মতো নির্ভয়ে নিশি রাতে পথ চলতেও টেনশন থাকবে না- এই চেতনার বিকাশ কি খুব কঠিন কিছূ?

চোরের ভয়ে তটস্থ থাকার চেয়ে চোরদের ভাল পথে ফিরিয়ে আনার উদৌগই কি উত্তম নয়?

মিনাদের জ্ঞান আর সাহস দিতে হবে। আর সমাজকে করতে হবে চেতনায় সুস্থ! তা ধর্মে প্রকৃত ব্যবহারে হোক বা রাষ্ট্রীয় আইনের কঠোর প্রয়োগেই হোক।
চাই মিনাদের জণ্য সুস্থ সুন্দর নিরাপদ এক বেড়ে ওঠার নিশ্চয়তা।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

কিরমানী লিটন বলেছেন: "এ কোন সকাল,রাতের মতো মনে হয় ..."সত্যিই দিন দিন শ্বাপদ সংকুল হয়ে উঠছে জনপদ!আমার প্রিয় মাতৃভূমি।
আমাদের ভবিষ্যৎ ,আমাদেরই গড়ার অপেক্ষায়...!!!
অনেক শুভকামনা আর ভালোবাসা নিরন্তর।পাশেই চাই-এভাবেই...

১০| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: সবাইকেই সচেতন হতে হবে ।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯

কিরমানী লিটন বলেছেন: ঠিক তাই,অসময় রুখতে সবাইকেই সচেতন হতে হবে ।
অনেক কৃতজ্ঞতা আর শুভাশিস রইলো-সতত...

১১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

রুদ্র জাহেদ বলেছেন: প্রথমেই কাব্যিকতায় পরিপূর্ণ অংশটি পড়ে দারুণ পরিতৃপ্তি।খুব গুরুত্বপূর্ণ সচেতনমূলক পোস্ট।

আর জন্মদিনে ছোট্টমনিকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো নির্মল এবং শুভ হোক

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রিয়স্বজন, সাথেই আছি সুন্দরের...
সতত শুভাশিস।পাশে চাই-এমনি করেই ...

১২| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৭

আমিনুর রহমান বলেছেন:


কত পরিমল থেকে বাচাবেন ! মানুষের নৈতিকতা যেভাবে অধপতন হচ্ছে তাতে কোথাও নিরাপদ নয় আমাদের মীনারা।

কৃতী মাম্নুনি'র জন্মদিনে দোয়া ও আদর রইল।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২

কিরমানী লিটন বলেছেন: চমৎকার মূল্যায়ন!!!!
আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায়...
সত শুভকামনা রইলো ...

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫১

দ্যা ব্যাকডেটেড বলেছেন: পরিমল আর পান্নাদের সাথে সমাজের নিকৃষ্ট নরমাংস লোভী পশুগুলোকে দৃষ্টান্তমূলক শাশ্তি দেয়া গেলেই মিনারা যাবে বহুদূর। পাশাপাশি নৈতিকতাকে আকড়ে ধরতে হবে আমাদের সবাইকে। নৈতিকতার যে আজ বড়ই অভাব।

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৮

কিরমানী লিটন বলেছেন: আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে...?

আমাদের ভবিষ্যৎ আমাদেরই জেগে উঠার প্রত্যাশায় ...

অনেক কৃতজ্ঞতা আর ভালবাসায় স্বাগতম আমার ব্লগে ...

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কাব্যিক শিরোনাম.... লেখা তো আরও কাব্যিক। শুধু আমাদের সামাজিক বাস্তবতাটুকু কাব্যিক হতে পারলো না :(

শুভ কামনা... কাংখিতা কিরমানী কৃতী :)

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭

কিরমানী লিটন বলেছেন: একদম সঠিক বলেছেন,খসখসে সময়ের বাস্তবতার ক্ষুদে বর্ণন একেবারেই রঙহীন ...

অনেক কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা জানবেন ...

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

বিপরীত বাক বলেছেন: মীনাদের ও বলতে হবে যে, তোমরা এমন কোন চাহিদা প্রকাশ করো না যাতে পরিমল পান্নারা আবির্ভূত হয়।।।

এক হাতে তালি বাজে না।।। আমি একটা বিশেষ পরিস্থিতিতে পারিবারিক প্রয়োজনে এবং অবস্থার পরিপেক্ষিতে ৭ মাস একটা স্কুলের টিচার ছিলাম।। ঢাকায়।।


তখনই খুব কাছে থেকে দেখেছি যে,, পরিমল পান্নারা জন্ম নেয় না,,, সমাজই তাদের তৈরি করে।। এজন্যে মিনামণিরা এবং তাদের ধিকৃত অভিভাবক রা কমঅংশে দায়ী না।।।

সুতরাং পরিমল পান্না দেন ব্যাপারে যেমন সাবধান থাকতে হবে তেমনি মীনামণি এবং তাদের বাপ মা দের লোভের লাগাম টেনে ধরা জানতে হবে।।।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫০

কিরমানী লিটন বলেছেন: আজকাল একহাতে তালি না বাজলেও-বোমা ফাটে ...

ঠিক বলেছেন লোভের লাগামটা টেনে ধরতে হবে,পাশাপাশি প্রত্যেককে যার যার অবস্থানে সচেতন থাকতে হবে,যাতে নতুন পান্না-পরিমল জন্ম না নেয়...।
অনেক শুভাশিস জানবেন, সতত ভালো থাকার প্রত্যাশায়,পাশেই চাই -এভাবেই ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.