নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

যে স্বপ্ন প্রেরণার-উন্নত বীজ ঃ

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩




প্রতি রাতে তুমি আসো,
দিনভাঙা ঢেউয়ের শেষে ক্লান্ত ঘুমের দুয়ারে।
শরৎ সফেদ স্বপ্নের গতকাল,আবারও তুমি এলে,
বিছানার বারান্দায়-জায়গা ছিল না কোনো,
তোমাকে বসতে দেবার।
মিহি কথার কৌতূহলে দাঁড়িয়েই থাকলে-অনেকক্ষণ...
আমি বলতে গিয়েও থেমে গেলাম,একটি গোলাপ ফোঁটার কষ্ট,
পোয়াতি পূর্ণিমা,নদীর ঢেউ,বৃষ্টির কান্না,সমুদ্রের বালি-
কিছুই মনে করতে পারছিলাম না,
কেমনে মনে করবো বলো-আমিতো আমার জন্মটাই ভুলে গেছি।

অন্ধ চোখে জেগে থাকা সমুদ্রের লোনা জল,
নৈবেদ্য তিমিরে আলোর তৃষ্ণা-অভিমানী জোসনা,
ঢেউয়ের পরতে পরতে দোল খাওয়া,মাতাল ইচ্ছের পদধ্বনি।
কিংবা-দৃষ্টির খেউরিতে লুটোপুটি খেলা হামাগুড়ি স্বপ্ন-
নিরুদ্দেশ,মনের মগজ থেকে,নৈঃশব্দ্যের আর্তনাদের মতো
লাশ হয়ে পড়ে থাকা-এ বাঁচার লাশ ঘরে।

শোনাবে একটুখানি,আমি কী বলেছিলাম-অথবা তুমি?
জোসনাখেকো মেঘ হয়ে,আমার সব কথাই গিলে খেলে-
নিম পাতার রসের মতো কোৎ করে।
বললে না কিছুই,কেন এসেছ
কুয়াশা আঁচড়ের,এ কাঁচের লাশ ঘরে-
আবেগী উষ্ণতার,কী এমন তুমুল দায়ে ঠেকেছিল ?
কেন এই মিথ্যে ফেরায় মোহের আবেগ,
ফানুশের ফুঁৎকারে ফুরিয়ে যাওয়া বিজলী চমকানি
বিকার উল্লাসি ঢেঁকুরে-পরিতৃপ্তির পরিহাস?

কিছুই বললে না তবু,
নির্বাক তাকিয়ে থেকে বাঁশপাতার নাউ হয়ে-
হাওয়ায় মিলিয়ে গেলে-নিয়মিত দুঃস্বপ্নের,অদৃশ্যূ অকূলে...
জেগে দেখি-
সেই পরিচিত বিছানায়,অগোছালো পড়ে আছি আমি।

এরপরও-
প্রতিরাতে সে আসে,আমার চৈতন্যের গভীর অতলে
দিয়ে যায়-প্রেরণার উন্নত বীজ।।


মন্তব্য ৫৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

প্রামানিক বলেছেন: সকাল বেলা প্রথম হইলাম। নাস্তা দেন।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

কিরমানী লিটন বলেছেন: এই পথেই চলে আসুন
এটাই সঠিক রাস্তা,
আসেন যদি পাবেন হেথা
সকাল বেলার নাস্তা...

হা হা ,মুগ্ধ ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা-ছবিতে দেয়া রাস্তা ধরে সোজা চলে আসুন,একসাথে নাস্তা খাই ...
শুভ সকাল,প্রিয় প্রামানিক ভাই...

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২

কিরমানী লিটন বলেছেন:

খাবার নয়-পথের ছবি দিলাম,এ পথ ধরে এসে নিজ চোখে খাবারের ছবি নয়-খাবারই দেখবেন,খাবেনও ...

আবারও শুভকামনা প্রিয় প্রামানিক ভাই

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিন কবিতা, পড়লাম যত্ন নিয়ে ----- শব্দ আর বাক্যবিন্যাস চমৎকার -------

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধতার তৃপ্তিতে মন ভরে গেল-কানায় কানায়, অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনা প্রিয় লাইলী আরজুমান খানম লায়লা আপু, সুস্বাগতম আমার ব্লগের বারান্দায়,পাশে চাই- এভাবেই...

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরপরও-
প্রতিরাতে সে আসে,আমার চৈতন্যের গভীর অতলে
দিয়ে যায়-প্রেরণার উন্নত বীজ।।

ভালু! খূব ভালু ;) +++++++++++++++

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

কিরমানী লিটন বলেছেন: বিদ্রোহী ভৃগু খালু
মুগ্ধ শুনে ভালু,
ঘামছে হাতের তালু
শুনেই খুব ভালু =p~ =p~ ;)

৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

সুমন কর বলেছেন: এতো সকালে কি কঠিন কবিতা ভালো লাগে...........হাহাহাহা........!!

তবে পড়তে পড়তে একটা গল্প খুঁজে পেলাম যেনো, ভালো লাগা রইলো।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

কিরমানী লিটন বলেছেন: "সত্য যে কঠিন,
সে কঠিনেরে ভালবাসিলাম..."

তাই আমিও রবির শুদ্ধ আলোর সুরে-সহজিয়া পথের সুচনার সন্ধানে দিন শুরু করলাম,সু-প্রভাত প্রিয় দাদাভাই সুমন কর,
কৃতজ্ঞ ভালোবাসা আর সতত শুভকামনা জানবেন ...

৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

মানবী বলেছেন: চমৎকার!

"সমুদ্রের লোনা জল,
নৈবেদ্য তিমিরে আলোর তৃষ্ণা-অভিমানী জোসনা,
ঢেউয়ের পরতে পরতে দোল খাওয়া,মাতাল ইচ্ছের পদধ্বনি।
কিংবা-দৃষ্টির খেউরিতে লুটোপুটি খেলা হামাগুড়ি স্বপ্ন-
নিরুদ্দেশ,মনের মগজ থেকে,নৈঃশব্দ্যের আর্তনাদের মতো"

- লাইনগুলো খুব পরিচিত অনুভূতির মতো মনে হলো!
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

কিরমানী লিটন বলেছেন: আপ্লুত হলো হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামম আর ভালোলাগা জেনে,অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থেকে,আত্মার গভীরে-প্রেরণার উন্নত বীজ-বুনে যাওয়ার জন্য-
ভালোবাসা নিরন্তর,অনেক শুভকামনা আপনাকে প্রিয় মানবী

৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:

কবিরা হয়তো নিজের মনের মাঝে আরেক জগৎ গড়ে তোলে

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০

কিরমানী লিটন বলেছেন: কবিরা ভাই সবই পারে-
বাঘকে তারা বিড়াল বানায়
বিড়াল তারা ইঁদুর দিয়ে মারে।
কবির কথায় ঘোড়ায় পারে ডিম
তেঁতুল দিয়ে আঙ্গুর বানায়
আঙ্গুর দিয়ে বানায় তারা নিম।

মন্ত্রী কাঁপে রাজায় কাঁপে
কাঁপে বনের বাঘ,
ভণ্ড নেতায় সত্য জপে
মেটায় কবির রাগ।

রাজা মানেন রাজ্য চলে
কবির কথায় সবই,
ধর্ম কর্ম সকল ফেলে
এখন আমি কবি। -জগতের ভিতর মহাজগত আর মনের নদে সাগরের ঢেউ খুঁজে,মুগ্ধ ভালোবাসা আর অনেক শুভকামনা জানবেন প্রিয় গাজী ভাই ...

৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

অগ্নি সারথি বলেছেন: এরপরও-
প্রতিরাতে সে আসে,আমার চৈতন্যের গভীর অতলে
দিয়ে যায়-প্রেরণার উন্নত বীজ।।
- আসে কিন্তু প্রেরনা দেয় না কবি। যন্ত্রনা দেয়। বিকট সে যন্ত্রনা।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

কিরমানী লিটন বলেছেন: ...তখন উদাস মন,ভুলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়---
একগ্লাস বেদনা যন্ত্রণায় পুড়ায়,এক সাগর বেদনা প্রেরণার ঢেউ হয়ে মনের দু'কুল ভাসিয়ে নেয়-সাফল্যের বন্দরে..।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় অগ্নি সারথি ভাই,আপনার মননশীল মন্তব্য আমার কবিতা শুদ্ধতা খুঁজে পায়,
সতত শুভকামনা জানবেন...

৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

সাবলীল মনির বলেছেন: ভাল লেগেছে ।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

কিরমানী লিটন বলেছেন: আমার ব্লগে আপনার আগমনে আমার কবিতার শব্দের প্রতিটি বর্ণমালা আরও উজ্জীবিত হোক-শুদ্ধতায়, অনুপ্রেরণায়-সুস্বাগতম প্রিয় সাবলীল মনির ভাই,অনেক শুভকামনা রইলো..।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

প্রামানিক বলেছেন: ভাই এত সুন্দর একটা বাড়ির ছবি দিছেন নাস্তা না পাইলেও বাতাস পাইতে কোনো অসুবিধা হবে না।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

কিরমানী লিটন বলেছেন: শুধুই কি আর নাস্তা?
তার সাথে ফ্রি পাবেন
বাতাস এক বস্তা...
আবারও ভালোবাসা আর শুভকামনা প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য ...

১০| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় সেলিম আনোয়ার ভাই,শুভকামনা অনন্ত ...

১১| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

শামছুল ইসলাম বলেছেন: এক অভিমানী মনের কথাঃ

//শোনাবে একটুখানি,আমি কী বলেছিলাম-অথবা তুমি?
জোসনাখেকো মেঘ হয়ে,আমার সব কথাই গিলে খেলে-
নিম পাতার রসের মতো ক্যাঁৎ করে।
বললে না কিছুই,কেন এসেছ
কুয়াশা আঁচড়ের,এ কাঁচের লাশ ঘরে-
আবেগী উষ্ণতার,কী এমন তুমুল দায়ে ঠেকেছিল ?
কেন এই মিথ্যে ফেরায় মোহের আবেগ,
ফানুশের ফুঁৎকারে ফুরিয়ে যাওয়া বিজলী চমকানি
বিকার উল্লাসি ঢেঁকুরে-পরিতৃপ্তির পরিহাস?//


ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা,সাহস আর শক্তিতে নিরন্তর প্রেরণা যোগানোর জন্য...
আপনার মুগ্ধ ভালোলাগা আমার জন্য পাথেয় হয়েই রইবে-কবিতার ছন্দে পথচলায়,
দারুণ উজ্জীবিত হলাম,আপনার মননশীল মন্তব্যে-উদ্দীপ্ত প্রেরণায় .।।

কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা রইলো ... প্রিয় শামছুল ইসলাম ভাই...

১২| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

আরণ্যক রাখাল বলেছেন: প্রথম কয়েকলাইন ভাল লেগেছে| তারপর লাগেনি

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

কিরমানী লিটন বলেছেন: এরপর পুরোটাই ভালো লাগুক- সে চেষ্টার কমতি থাকবে না। অনেক ভালোবাসায় শুভকামনা জানাচ্ছি প্রিয় আরণ্যক রাখাল ভাইয়া ...

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

কিরমানী লিটন বলেছেন: এরপর পুরোটাই ভালো লাগুক- সে চেষ্টার কমতি থাকবে না। অনেক ভালোবাসায় শুভকামনা জানাচ্ছি প্রিয় আরণ্যক রাখাল ভাইয়া ...

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



বেশ কিছু শব্দকল্প ভালো লেগেছে কবিতার।

তবে এখানটায় - জোসনাখেকো মেঘ হয়ে,আমার সব কথাই গিলে খেলে-
নিম পাতার রসের মতো ক্যাঁৎ করে।
এখানে কি "ক্যাঁৎ " হবে না "কোত" বা "কোৎ" করে হবে ?
নিম পাতার রস তো নাকচোখ বুঁজে কোৎ করে গিলে ফেলতে হয় ।

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

কিরমানী লিটন বলেছেন: প্রিয় আহমেদ জী এস ভাই,
সশ্রদ্ধ সালাম।অামার অকবিতা গুলোই কবিতা হয়ে উঠার প্রেরণা খুঁজে আপনাদের মতো গুণীদের প্রেরণার শক্তিতে।আপনার মনোযোগ পাওয়া আর মননশীল মতামতে অতলের গভীর-বরাবরই মুগ্ধতার জোয়ারে ভাসে,ভাসায়... ।এজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই,সে অনুভুতি বলে বা লিখে বুঝাবার নয়।অনেক ভালোবাসা আর শুভকামনায় সতত পাশে থাকার-পাওয়ার,সুযোগ চাই।

ক্যাঁৎ-কোত-কোৎ নিয়ে আমিও দ্বিধায় আছি।অনেক ভেবে কোৎটাকেই বেছে নিলাম।ভালো থাকবেন,নীরোগ দেহে শরীরে-মনে...

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক আবেগ দিয়ে লিখেছেন মনে হলো।
বাঁশপাতার নাউ, দৃষ্টির খেউরিতে ---- এর মানে কি ?
আমার কাছে কবিতা খুব একটা মনে দাগ কাটে নি।
লেখালেখির প্রচেষ্টা অব্যাহত থাকুক।
শুভকামনা রইলো

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

কিরমানী লিটন বলেছেন: তিন আঙুলের এক চিমটি সাহিত্য,একমুঠো বাস্তবতার উপলব্ধি বোধ,আধাসের আবেগের জলে গুলিয়ে,চৈতন্যের অতল বেদনার মুগ্ধ অনুবাদের খেয়ালী ভাবানার,আমার এই ব্যার্থ প্রচেষ্টার ভাষা সুপ্রিয় অপর্ণা মম্ময় আপুমনি'র মনে দাগ না কাটুক,মনোযোগের ছায়া পেয়েছে এতেই আমি ধন্য।এভাবে পাশে থেকে সাহস আর শক্তিতে বিশুদ্ধ মতামত দিলে দেখবেন,একদিন এ ভোতা কলম-আপনাদের প্রেরণা আর ভালোবাসায় শানিত হয়ে একদিন শুধু দাগ নয়,ক্ষত সৃষ্টির দুঃসাহস দেখাবার উদ্দিপনা পাবো-নিমগ্ন চর্চায় ..

কৃতজ্ঞ ভালোবাসা,সতত পাশে চাই দিদি,এ পথের বিশুদ্ধ শ্রমিক হওয়ার ইচ্ছাটাকে পূর্ণতা দিতে ,শুভকামনা,অ-নে-ক...

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

কিরমানী লিটন বলেছেন: বাঁশপাতা নাউ বলতে-বাতাসের প্রবলতায় ভেসে চলা নৌকার মতো বাঁশের মরা পাতার বাতাসে ভেসে চলা আর দৃষ্টির খেউরিতে বলতে-দৃষ্টির দরজা বুঝিয়েছি।আবারও শুভকামনা ...

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোয়াতি পূর্ণিমা,নদীর ঢেউ,বৃষ্টির কান্না,সমুদ্রের বালি-
কিছুই মনে করতে পারছিলাম না,
কেমনে মনে করবো বলো-আমিতো আমার জন্মটাই ভুলে গেছি।


আহা ! প্রেমের কি আবেশ !! কি নিমগ্নতা !!!

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

কিরমানী লিটন বলেছেন: প্রিয় মিতার আবেশি প্রেমের চমকিত বর্ণনার চিত্র


সতত শুভকামনা প্রিয় গিয়াস উদ্দিন লিটন,মিতার জন্য ...

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: নিদারুণ শুণ্যতার দুর্দম বহিঃপ্রকাশ । মুগ্ধতা রইলো ।

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ এক লাইন মন্তব্য,আপনার প্রজ্ঞার মতামতে-নান্দনিক ভালোলাগায় মনের গভীর ছুঁয়ে গেলো,সার্থকতা পেলো কবিতার প্রতিটি শব্দের এক একটি বর্ণমালা।অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রিয় সাধু দা,স্নিগ্ধ সুন্দরের মতো সজীব শান্তির বতাসে শুদ্ধতা ছড়াক আপনার চলার প্রতিটি পদক্ষেপে।সতত শুভকামনা..।

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

কলমের কালি শেষ বলেছেন: আমার কাছে কবিতাটা কেমন যেন লাগলো ! তবে চলুক কবিতা চর্চা ।

ভাল থাকুন । :)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

কিরমানী লিটন বলেছেন: এই কেমন যেন লাগাটাই-মুগ্ধুতার পরশে রুপ পাক,আপনাদের বিশুদ্ধ প্রেরণায়,কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনায় ,পাশেই চাই প্রিয় কলমের কালি শেষ

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কবিতা। ভাল লেগেছে।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগা আর বিশুদ্ধ অনুপ্রেরণায় অতল ছুঁয়ে গেলো আপনার মনন মতামতে, কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনায় পাশে চাই-সতত প্রিয় ভ্রমরের ডানা, ভালো থাকবেন, অ-নে-ক ...

২০| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

কল্লোল পথিক বলেছেন: অ সা ধা র ন

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

কিরমানী লিটন বলেছেন: আপ্লুত হলো হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামম আর ভালোলাগা জেনে,অনেক কৃতজ্ঞতা প্রিয় কল্লোল পথিক,স্বাগতম আমার ব্লগ বাড়ীতে,সতত শুভকামনা ...

২১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই সত্যি কথা বলতে কি-পুরাই বেকুব বনে গেলাম-মুগ্ধতার বিস্ময়ে। অসাধারণ লাগল।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

কিরমানী লিটন বলেছেন: আপনার মুগ্ধতা আমার তৃপ্তির খোঁড়াক হয়ে কবিতার আকাশে স্নিগ্ধতা ছড়াক,তার ছোঁয়ায় বিশুদ্ধ প্রাণ খুঁজুক আমার বোধের কলম।
এক আকাশ ভালোবাসা,
সতত শুভকামনা ... প্রিয় মাহবুবুল আজাদ ভাই ...

২২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে । শেষ পর্যন্ত ।

নিম পাতার রসের মতো কোৎ করে।- এখানে কোৎ শব্দটা আমার কাছে কাব্যিকভাবে লাগেনি । হয়তো আমার মনের ব্যর্থতা ।

নিম পাতার রসের মতো দ্রুত বেগে ।- এমন হলে হয় তো ভাল শোনাতো । তবে এমন না যে আপনাকে বলছি তা দিতে হবে । আপনার বিবেচনায়ই শেষ । আমি শুধু একটু মতামত দিলাম ।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

কিরমানী লিটন বলেছেন: ব্যাপারটা আমার কাছেও অস্বস্তিকর লাগছে,তাই ভাবছি পুরো লাইনটাই পরিবর্তন করে দিবো,অনেক ধন্যবাদ আপনাকে আপনার বিশুদ্ধ বিশ্লেষণী পরামর্শে।কৃতজ্ঞ ভালোবাসা জানবেন,পাশে থেকে পাশে চাই নিরন্তর-এভাবেই,অনেক শুভকামনা প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়ার জন্য ...

২৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দু-একটা লাইন নিয়ে বলব না। পুরো কবিতাটাই অনেক যত্ন নিয়ে লিখসেন।

অসম্ভব ভাল লাগা। :)

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

কিরমানী লিটন বলেছেন: আপ্লুত হলো হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামম আর ভালোলাগা জেনে,অনেক কৃতজ্ঞতা প্রিয়বঙ্গভূমির রঙ্গমেলায় ,স্বাগতম আমার ব্লগ বাড়ীতে,সতত শুভকামনা রইল-সতত...

২৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা,সাহস আর শক্তিতে নিরন্তর প্রেরণা যোগানোর জন্য,নিরন্তর শুভকামনা প্রিয় সুহৃদ .কান্ডারি অথর্ব ..

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

জুন বলেছেন: নিমপাতার রস খাবার কথা শুনে আতকে উঠলাম সে ক্যাত করেই হোক আর কোৎ করেই হোক :-&
কবিতায় ভালোলাগা কিরমানী লিটন :)

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ সালাম,
আত্মার অতল ভরে গেলো- আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে।
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন,ভালো থাকবেন স্নিগ্ধ সুন্দরের মতোই,শান্তি-সমৃদ্ধে !!!
সতত শুভকামন-প্রিয় জুন আপুর জন্য ...

২৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ সালাম,
আত্মার অতল ভরে গেলো- আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে।
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন,ভালো থাকবেন স্নিগ্ধ সুন্দরের মতোই,শান্তি-সমৃদ্ধে !!!
সতত শুভকামন-প্রিয় জুন আপুর জন্য ...

২৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২০

রুদ্র জাহেদ বলেছেন: অন্ধ চোখে জেগে থাকা সমুদ্রের লোনা জল,
নৈবেদ্য তিমিরে আলোর তৃষ্ণা-অভিমানী
জোসনা,
ঢেউয়ের পরতে পরতে দোল খাওয়া,মাতাল
ইচ্ছের পদধ্বনি।
কিংবা-দৃষ্টির খেউরিতে লুটোপুটি খেলা
হামাগুড়ি স্বপ্ন-
নিরুদ্দেশ,মনের মগজ থেকে,নৈঃশব্দ্যের
আর্তনাদের মতো
লাশ হয়ে পড়ে থাকা-এ বাঁচার লাশ ঘরে।

কবিতার এই অংশটা একটু বেশি ভালো লাগল।চমৎকার কবিতা+

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

কিরমানী লিটন বলেছেন: প্রিয় সুহৃদ রুদ্র জাহেদ ভাইয়া,আপনার ভালোবাসার মতামতে সিক্ত হই প্রতিবারে,অনুপ্রাণ পায় আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
নিরন্তন ভালোথাকা প্রার্থনা,শুভকামনায় আর কৃতজ্ঞতায়,

সতত শুভকামনা ...

২৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৬

কিরমানী লিটন বলেছেন: প্রিয় সুহৃদ রুদ্র জাহেদ ভাইয়া,আপনার ভালোবাসার মতামতে সিক্ত হই প্রতিবারে,অনুপ্রাণ পায় আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
নিরন্তন ভালোথাকা প্রার্থনা,শুভকামনায় আর কৃতজ্ঞতায়,

সতত শুভকামনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.