নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত ভুল ঃ

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬





আঁধারেতে জোছনা,গিলে খেয়ে গেলো
পেছনে তাকিয়ে দেখি-সব এলোমেলো,
স্মৃতির উজান স্রোতে-ডুবে যায় পথ,
ঝিনাইয়ের ঘোলা জলে,মিথ্যে শপথ।

শ্মশানের ঘাঁটে দেখি সে অসত মায়া
নিজেই চিনিনা আজ-নিজের ছায়া।
যার ছায়া আশ্রয়-গহীনেতে আঁকি
সেইশুধু বারবার দিয়ে যায় ফাঁকি।

স্বপ্নেরা ফিরে যায় নিকষের রাতে
হতাশায় পরে থাকা নিরাশার সাথে,
ভুলে যাওয়া ভুলপথ-অকূলের তীরে
বারবার ডাকে তার-সেকুলেই ফিরে।

অদেখার আগামী,মেঘে ঢেকে গেল
মনেহয় আরও কিছু,পথচলা ছিল,
আরো কিছু হেঁটেযাওয়া-আরও কিছুদূর
ভুল সেই ছন্দতে, ভুল তাল সুর।

এখন কষ্ট উড়াই অসহ্য আকাশে-
স্বপ্নেরা সাদাকালো, রংহীন-ফ্যাঁকাসে।

মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

নাবিক সিনবাদ বলেছেন: কবিতা ভালো লাগলো।।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা,আপনার আন্তরিক মতামতে , শুভকামনা রইলো ...

২| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

রুদ্র জাহেদ বলেছেন: এখন কষ্ট উড়াই অসহ্য আকাশে-
স্বপ্নেরা সাদাকালো,রংহীন-ফ্যাঁকাসে।
চমৎকার কবিতা সুপ্রিয় কবি

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোবাসায় আপ্লুত হলো অতলের গভীরটা,অনেক কৃতজ্ঞতায় মন ভরে গেলো কানায় কানায়...
ভালো থাকবেন,অ- নে- ক... প্রিয় রুদ্র,
সতত শুভকামনা !!!

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

আরজু পনি বলেছেন:

এমন ছন্দময় কবিতা পড়তে দারুণ লাগে...
অনেক ভালো লাগলো ।

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় মন ভরে গেলো-আপনার আন্তরিক মন্তব্য জেনে,আমার কাছেও স্বচ্ছন্দ লাগে,ছন্দের দোলায় হৃদয়ের মুগ্ধতা প্রকাশে।
স্নিগ্ধ ভালোবাসা আর সুবাসিত সত্যের মতো নান্দনিক ভালোলাগায় ভরে উঠুক আপনার অনাগত আগামী,এই কামনা রইলো প্রিয় আরজুপনি ...

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "ভুলে যাওয়া ভুলপথ-অকূলের তীরে,
বারবার ডাকে তার ফিরে সেকুলে।" তীরে অার সেকূলে ঠিক মিললো না, অন্তঃমিলটা ঠিক করে নিন । বিষয়বস্তু ও কবিতা অসাধারণ হয়েছে । মনের দুঃখগাথা যেন বৃষ্টির মত ঝরে পড়ছে ।

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

কিরমানী লিটন বলেছেন: ফিরে টা সেকুলের পরে হবে,ঠিক করেছি,অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় সাধু'দাকে, হৃদয়ের আঙিনায় মুগ্ধতা প্লাবনে ভাসলো আপনার ভালোলাগার মতামত পেয়ে,
কৃতজ্ঞ ভালোবাসায় অনেক শুভকামনা রইলো আপনার জন্য ...

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক কষ্টে সামুতে ঢুকতে পারলাম !
প্রথমেই আপনার ছন্দময় কবিতাটা পড়ে ভাল লাগলো ।

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

কিরমানী লিটন বলেছেন: দারুণ উজ্জীবিত হই আপনার মননশীল মন্তব্যে-মুগ্ধতার তৃপ্তিতে ভরে যায় মনটা,প্রিয় মিতা!!!
অনেক কৃতজ্ঞতা আর সজীব স্নিগ্ধতার কামনা প্রিয় সুহৃদ-স্বজন গিয়াস উদ্দিন লিটন মিতার জন্য,
সতত শুভাশিস ...

৬| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



....যার ছায়া আশ্রয়-গহীনেতে আঁকি
সেইশুধু বারবার দিয়ে যায় ফাঁকি।

চমৎকার লাগলো ছন্দময় কবিতার এই লাইন দু'টো ।

আসলে এমনি করেই বোধহয় নির্বাচিত ভুলগুলোর জন্যে হাহাকার করতে হয় !!!

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

কিরমানী লিটন বলেছেন: ভুল জলে ভিজেছিল-ভুল তার কুল,
যত্নকরে আগলে রাখে নির্বাচিত ভুল ।।

উজ্জীবিত প্রেরণায় আপ্লুত হলাম-আপনার আন্তরিক মন্তব্যে-অ-নে-ক ভালো থাকবেন,সবাইকে নিয়ে-
কৃতজ্ঞ ভালোবাসা আর নান্দনিক শুভকামনা জানবেন,প্রিয় আহমেদ জী এস ভাইয়া...

৭| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হাহাকার এর কবিতা ।

শুভেচ্ছা রইল কবি :)
ভালো থাকবেন

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

কিরমানী লিটন বলেছেন: তাই শুধু চেয়ে থাকা হৃদয়ের পানে,জীবনের ভালোলাগা প্রতিটি প্রহর ... আত্মার অতল ভরে গেলো- আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে।
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন,ভালো থাকবেন স্নিগ্ধ সুন্দরের মতোই,শান্তি-সমৃদ্ধে !!!
সতত শুভকামনা ... প্রিয় নাজমুল হাসান মজুমদার ভাই...

৮| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর ছন্দকবিতা।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

কিরমানী লিটন বলেছেন: উৎসাহ পেলাম-অফুরন্ত,আপনার আন্তরিক মতামত জেনে,অনেক কৃতজ্ঞতা প্রিয় হাসান মাহবুব ভাই।স্নিগ্ধ ভালোবাসা আর অশেষ ধন্যবাদ রইলো,ব্লগিংয়ের শুরুর দিনগুলি থেকেই,সাথে থেকে নিঃস্বার্থ অনুপ্রেরণায় সাথে থাকার জন্য,সতত শুভকামনা ...

৯| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

অভ্রনীল হৃদয় বলেছেন: কবিতায় ভাল লাগা রইল। শুভ কামনা।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

কিরমানী লিটন বলেছেন: সু-স্বাগতম প্রিয় অভ্রনীল হৃদয়-আমার ব্লগবাড়ির মলিন আঙিনায়!!!কবিতায় ভালোলাগা জেনে দারুণ উজ্জীবিত হলাম।অনেক ধন্যবাদ আন্তরিক মতামতে উৎসাহ দেয়ার জন্য,নিরন্তর শুভকামনা ...

১০| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

অগ্নি সারথি বলেছেন: এখন কষ্ট উড়াই অসহ্য আকাশে-
স্বপ্নেরা সাদাকালো,রংহীন-ফ্যাঁকাসে।
- আমিও উড়াই মাঝে মাঝে। ভাললাগা কবি।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫

কিরমানী লিটন বলেছেন:
"দিতে পার,একশটা ফানুস-আজন্ম সলজ্জ সাধ,একদিন আকাশে খুব ফানুস উড়াই!!!"
অনেক মুগ্ধ হলাম আপনার আন্তরিক মন্তব্যে,ধন্যবাদ আর কৃতজ্ঞতা,ভালোবাসা এবং শুভকামনায় প্রিয় অগ্নি সারথি ভাই ...

১১| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: এখন কষ্ট উড়াই অসহ্য আকাশে-
স্বপ্নেরা সাদাকালো,রংহীন-ফ্যাঁকাসে।

সুন্দর হয়েছে !! +।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা আর পরিতৃপ্তি পেলাম,আমার "নির্বাচিত ভুল"কবিতা আপনার মনোযোগ ভালোলাগায় স্পর্শ করেছে জেনে,কৃতজ্ঞ ভালবাসা,আর সতত শুভকামনা রইলো প্রিয় অগ্রজ দাদাভাই"সুমন কর",নিরন্তর পাশে থেকে উজ্জীবিত উৎসাহ দেয়ার জন্য, ধন্যবাদ ও কৃতজ্ঞতা সারাক্ষণ- সারাবেলা ...

১২| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: যার ছায়া আশ্রয়-গহীনেতে আঁকি
সেইশুধু বারবার দিয়ে যায় ফাঁকি
-- এ পংক্তিদুটো হৃদয়স্পর্শী হয়েছে।
এখন কষ্ট উড়াই অসহ্য আকাশে-
স্বপ্নেরা সাদাকালো,রংহীন-ফ্যাঁকাসে
-- এ পংক্তিদুটোও খুব সুন্দর হয়েছে, তবে আমার মনে হয়, শেষের লাইনে রংহীন-ফ্যাঁকাসে[ এর বদলে "নিতান্ত ফ্যাকাসে" লিখলে অন্তঃমিলটা আরেকটু ভালো হতো। আর, 'রংহীন' এবং তার আগের কমাটার মাঝে একটা স্পেস হবে।
চমৎকার ছন্দে মুগ্ধ হ'লাম।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১

কিরমানী লিটন বলেছেন: "যেভাবেই তুমি সকাল দেখো-সূর্য কিন্তু একটাই ..."
জীবনের খখসখসে পথচলায়,হাঁটতে হাঁটতে দৌড়াতে,পড়ে যেতে যেতে দাঁড়াতে,তুষার কিংবা মরু, ঝড় বৃষ্টি প্লাবন খরায়,সবার না পাওয়ার রঙ,মিলেমিশে একাকার হয়ে যায়...।

অনেক খুশী হয়েছি আপনার মননশীল আর আন্তরিক ভালোবাসার মন্তব্যে, অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান ভাই, আপনার উপদেশ আমার নিকট পাথেয় হয়ে অনুপ্রেরণা যোগাবে-কবিতার পথচলায়,অনেক শুভকামনা ...

১৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

জুন বলেছেন: আরো কিছু হেঁটেযাওয়া-আরও কিছুদূর
ভুল সেই ছন্দতে, ভুল তাল সুর।

ভালোলাগলো কবিতা কিরমানী লিটন।
+

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০

কিরমানী লিটন বলেছেন: প্রজ্ঞার মননে-আপনার উদার আর আন্তরিক মন্তব্য,অনেক অনুপ্রেরণা ছড়িয়ে গেলো,আমার কাব্য-তৃষ্ণার সারাটা হৃদয় জুড়ে,এ মুগ্ধতা আমার তৃপ্তির খোঁড়াক হয়ে রবে, সে আকাশে স্নিগ্ধতা ছড়াবে প্রতিটি নিঃশ্বাসে,তার ছোঁয়ায় বিশুদ্ধ প্রাণ খুঁজবে আমার বোধের কলম।
এক আকাশ ভালোবাসা,প্রিয় জুন আপু'নির জন্য!!!
সতত শুভকামনা ...

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঝিনাই নামেই নষ্টালজিক হয়ে গেলাম!
একটা সময়ের দারুন স্মৃিত কাতর স্থান ঝিনাই নদী :)

কোবেতেত প্লাস :)

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

কিরমানী লিটন বলেছেন: এ ঝিনাই নদী আমার কবিতায় চেতনার উন্নত বীজ হয়ে আলোকিত করে সারাক্ষণ-সারাবেলা,আপনিও কি ঝিনাই কূলের বাসিন্দা ? জানালে আরও ভালোলাগবে... অনেক মুগ্ধতায় মন ভরে গেলো আপনার আন্তরিক মন্তব্য জেনে,সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা প্রিয় বিদ্রোহী ভৃগু =p~ :) :)

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার কবিতা +++

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন,ভালো থাকবেন স্নিগ্ধ সুন্দরের মতোই,শান্তি-সমৃদ্ধে !!!
সতত শুভকামন-প্রিয় কান্ডারি অথর্ব !!!

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

গেম চেঞ্জার বলেছেন: ভাল লাগলো কিরমানী ভাই।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোবাসার মতামতে সিক্ত হই প্রতিবারে,অনুপ্রাণ পায় আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
নিরন্তন ভালোথাকা প্রার্থনা,শুভকামনায় আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় গেম চেঞ্জার ভাইয়া...

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর কবিতায় ভালোলাগা। নিরন্তর শুভকামনা।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসা নিরন্তর পাশে থেকে প্রেরণা দেয়ার জন্য,
ভালো থাকবেন শান্তির মুগ্ধতায় ,শুভকামনা প্রিয় রেজওয়ানা আলী তনিমা আপু,অনেক শুভকামনা...

১৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

নীল কপোট্রন বলেছেন: ভালো লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

কিরমানী লিটন বলেছেন: সু-স্বাগতম প্রিয় নীল কপোট্রন,আমার ব্লগবাড়ির জীর্ণ আঙিনায়!!! অনেক আপ্লুত হলাম,আপনার আন্তরিক ভালোবাসার মতামত পেয়ে, কৃতজ্ঞ ভালোবাসা পাশে থেকে প্রেরণা দেয়ার জন্য,
ভালো থাকবেন শান্তির মুগ্ধতায় ...

১৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতা। ঝরঝরে ভালবাসার কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

কিরমানী লিটন বলেছেন: অনেক আপ্লুত হলাম,আপনার আন্তরিক ভালোবাসার মতামত পেয়ে,আমার কবিতার প্রতিটি উপমা আন্দোলিত হলো উদ্দীপ্ত অনুপ্রেরণায়,অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ প্রিয় ভ্রমরের ডানা,সতত ভালোবাসা জানবেন ...

২০| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

ফুলফোটে বলেছেন: ঝিনাইয়ের ঘোলা জলে,মিথ্যে শপথ।
......অসাধারন...।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

কিরমানী লিটন বলেছেন: সু-স্বাগতম প্রিয় ফুলফোটে- আমার ব্লগবাড়ির জীর্ণ আঙিনায়!!! অনেক মুগ্ধ হলাম আপনার প্রজ্ঞার মতামতে,অনুপ্রেরণা পেলো আমার কবিতার প্রতিটি শব্দের উপমা-স্নিগ্ধ সজীবতায়,ভালো থাকুন,ভীষণ শান্তি আর সুস্থতায়-কৃতজ্ঞ ভালোবাসা,সতত শুভাশিস রইলো ...

২১| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে, লিটন ভাই

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০১

কিরমানী লিটন বলেছেন: আপনার মুগ্ধতা আমার তৃপ্তির খোঁড়াক হয়ে কবিতার আকাশে স্নিগ্ধতা ছড়াক,তার ছোঁয়ায় বিশুদ্ধ প্রাণ খুঁজুক আমার বোধের কলম।
এক আকাশ ভালোবাসা প্রিয় আরণ্যক রাখাল,
সতত শুভকামনা ...

২২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: স্বপ্নেরা ফিরে যায় নিকষের রাতে
হতাশায় পরে থাকা নিরাশার সাথে,
ভুলে যাওয়া ভুলপথ-অকূলের তীরে
বারবার ডাকে তার-সেকুলেই ফিরে।


খুব ভাল লাগল। ধন্যবাদ ভাই কিরমানী লিটন।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোবাসার মতামতে সিক্ত হলাম,অনুপ্রাণ পেলো আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
নিরন্তন ভালোথাকার প্রার্থনা,সশ্রদ্ধ ভালোবাসা আর কৃতজ্ঞতা,প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য ...

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: কবিতা টি একেবারে অন্যরকম, প্রতিটি লাইনে সুন্দর ছন্দময়। খুব ভালো লাগল পড়ে।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৫

কিরমানী লিটন বলেছেন: সু-স্বাগতম প্রিয় মোঃ-আনারুল ইসলাম ভাইকে-আমার ব্লগবাড়ির জীর্ণ আঙিনায়!!!আত্মার অতল ভরে গেলো- আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে।
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন, প্রিয়সুহৃদ,
সতত শুভকামনা রইলো...

২৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: এখন কষ্ট উড়াই অসহ্য আকাশে-
স্বপ্নেরা সাদাকালো, রংহীন-ফ্যাঁকাসে।


দারুন কবিতা।

আপনার জন্য আমার কবিতার একটা লাইন:

"হায় স্বপ্ন তোমার লাল জামার নীচে
কেন এত ধুসর শূন্যতা ?"

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

কিরমানী লিটন বলেছেন: ঘরে তার চাল ছিল না-কিন্তু চুলোটা ছিল সবচেয়ে দামী ।
হৃদয় ছিল বেদনার রঙে আঁকা প্রজাপতি, সে তীরন্দাজ দৃষ্টিতে
দগদগে সূর্যের ঝলক-দৃষ্টির সাত সমুদ্র তের নদী ছুঁয়ে যেতো।
ঘাসফড়িঙ বিকেলেরা-মুগ্ধ ঘাঙ্ঘুরের শব্দে খিলখিল ঢলে পড়তো
সন্ধ্যার মায়াবী আঁচলে। সারারাত জেগে থাকা জোনাকির দল-তার পাহারায়...যেটাকে তুমি স্বপ্ন ভাবছো-আসলে সেটা গোধূলির কান্না!অনল বেদনার দহনে টকটকে লাল-গভীরে তার,ধুঁয়াদের ধূসরতা-তাই তার শূন্যতা!!!

অনেক উৎসাহ পেলাম আপনার মননশীল মন্তব্যে-মুগ্ধ কৃতজ্ঞতায় ভরে গেল মন।নিরন্তর শুভাশিস রইলো প্রিয় নেক্সাস আপু'নির জন্য ...

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২২

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ছন্দের ব্যবহার ভাল লেগেছে । পড়তে আরাম পেয়েছি ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

কিরমানী লিটন বলেছেন: :D :) =p~ অনেক শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.