নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি ...

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩




আমাকে একটি বাঁশি দাও
আমি সুর তুলি, গান গাই,
আমাকে একটি রাইফেল দাও
আমি ধরে রাখি- আমার স্বাধীনতা !!

মা- মাটি- মাতৃভূমি। এই তিনের প্রশ্নে, বাঙালী কখনও ছাড় দেয় নি- কোন কালেই। জীবনের চোখে দেখা প্রকৃতির অপার সৌন্দর্যকে- মায়ের মুখ থেকে শেখা ভাষায়, মুগ্ধ অনুবাদের সুযোগ ছিল না-এ মাটির। এই অসম্মানের বিরুদ্ধে, তার দামাল সন্তানেরা তাই জন্ম দিয়েছিলো- একুশ। বুকের রক্তে রাজপথের কুচকুচে মেঘের শরীরে একে দেয় রক্তের লেলিহান সূর্য। পিঞ্জরের ডগা থেকে ছিনিয়ে নেয়, ভাষার অধিকার। ৭১ এ ত্রিশ লাখ রক্তের স্রোতে ভাসিয়েছে পদ্মা মেঘনা যমুনা করতোয়া ধলেশ্বরী শীতলক্ষ্যার বিস্তীর্ণ প্রান্তর। ২ লাখ মা, বোনের সম্ভ্রম বিসর্জন- সে বিরান পিঞ্জরের বিস্তৃত বুক- বেদনার আর্তনাদ, সাত কোটি বাঙালির ১৪ কোটি চোখে জ্বালিয়েছে দ্রোহের বারুদ। তার লেলিহান শিখা পুড়ে নিঃশেষ করেছে জালিমের বিনাশী হাত। সবুজের স্নিগ্ধ বুকে লালের চুম্বন সূর্যকে একে, মাতৃভূমির মানচিত্রের অবয়ব চিহ্নিত করেছে, পৃথিবীর বুকে। মহিমান্বিত করেছে মাটির মর্যাদা- স্বাধীন বাংলাদেশ হয়ে।


মাতৃভূমি- মায়ের অবয়ব তাই, পৃথিবীর অন্য সব জাতীর চেয়ে- আমাদের কাছে অধিক আবেগের। এ কারনে, মায়ের মুখের মলিন ছায়া- বার বার বিক্ষুব্ধ করেছে বাঙালিকে। ন্যাড়া হয়েও বেলতলায় যাওয়ার ঝুঁকি নিতে বাধ্য হয়েছে সে। শোষক-স্বৈরাচারের হিংস্র থাবার উন্মক্ততাকে রুখে, উজ্জ্বল করেছে মায়ের সে মলিন মুখ- নিবিড় মমতায়।


সামুর আঙুল ধরেই, আমরা যারা এই আঙিনায় পা বাড়িয়েছি- সুন্দরের তৃষ্ণায়। এ পথের আলোর মশাল হয়ে, যারা অন্ধকার তাড়িয়েছেন, সেই সব নক্ষত্র বদনের, প্রজ্ঞার পরশ-পাথর হৃদয়ে মেখেছি- পরম তৃপ্তির বিশুদ্ধতায়! উৎসব থেকে ফিরে আসা- আমার মতো অজস্র নতমুখ, আবার উপর দিকে তাকানোর সাহস খুঁজেছি- যার আকাশের দিকে চেয়ে, সেই সামু আমাদের কাছেও- মায়ের প্রশান্ত আঁচল। তাই তার মলিন বদন, আমাদের চেতনার অতলে বান ডাকে- জলে ভাসায়!!


ইদানিং দেখছি কোন কোন অগ্রজ, তাদের পোস্ট- মন্তব্য, প্রতিত্তরে বেশ লাগামহীন। যা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধা, সহনশীলতা তথা তাদের মর্যাদা ও যোগ্যতার সাথে- বড় বেমানান। কখনও তা যুক্তিকে পাশ কাটিয়ে, অশালীনতাকেও লজ্জা দেয়। মঙ্গলকে তাড়িয়ে, ছড়ায় হিংসা আর বিভেদের বিষ। যার বিষাক্ত বেদনা, মায়ের মুখকে মলিন করে। আমাদের ভাসায় নয়ন জলে। সামুর গর্বিত সন্তান হয়ে আমরা তাই তার মলিন বদনের কারন হবো না, আসুন অঙ্গীকার করি। তার জন্য কি করা উচিৎ- সেটা আমরা সকলে ভালোকরেই জানি। ভাই হয়ে ভাইকে ছাড় দিলে- ছোট নয়, তা সম্পর্কের মর্যাদাকেই মহিমান্বিত করবে।



নতুন বছরের স্নিগ্ধ ভোরের কাছে, এই হোক সামু পরিবারের- সকলের, কাংখিত প্রার্থনা। সব পংকিলতা তাড়িয়ে, ঝেটিয়ে- বিদায়, হে পুরাতন!! স্বাগতম ২০১৬, সামুর স্পর্ধিত আঙিনায়- ভ্রাতৃত্বের নব-বন্ধনের প্রত্যাশায়!!

পরিশেষে -
" মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি- সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি "... .. .

ছবিঃ নেট থেকে।

মন্তব্য ৬৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

কল্লোল পথিক বলেছেন: আমাকে একটি বাঁশি দাও
আমি সুর তুলি, গান গাই,
আমাকে একটি রাইফেল দাও
আমি ধরে রাখি- আমার স্বাধীনতা !
স্বাগতম ২০১৬, সামুর স্পর্ধিত আঙিনায়- ভ্রাতৃত্বের নব-বন্ধনের প্রত্যাশায়!!
ধন্যবাদ শুভ নববর্ষ

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

কিরমানী লিটন বলেছেন: নিবিড় রাতের শান্ত আকাশের বুনো জোছনারা সুখ আর সমৃদ্ধি নিয়ে হাজির হোক আপনার নিকানো আঙিনায়- শুভ নববর্ষ ইংরেজি ২০১৬ ..।
অনেক শুভকামনা জানবেন...।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

নুরএমডিচৌধূরী বলেছেন:

আমাকে একটি বাঁশি দাও
আমি সুর তুলি, গান গাই,
আমাকে একটি রাইফেল দাও
আমি ধরে রাখি- আমার স্বাধীনতা !

কবি
দিলেন ত
্উজার করে

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

কিরমানী লিটন বলেছেন: একদিন সে আঁধার,ভোর খুঁজেছিল
সকালের আলো এসে,ঘুম ভেঙ্গেগেলো
জেগে দেখে পড়েছিল-একা শয্যায়
সেটা ছিল ঘুমঘোর-বুঝে মজ্জায়!!!

ম্লান হোক ব্যর্থতা আর অপ্রাপ্তির ছায়াঘেরা দিন, সফলতার মুদ্রনে সমৃদ্ধ হোক আসছে আগামী, শুভ নববর্ষ প্রিয় নুরএমডিচৌধূরী ভাই, অনেক শুভেচ্ছা ...।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

আরণ্যক রাখাল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

কিরমানী লিটন বলেছেন: নতুন বছরে, সবায় নতুন সুখের ছোয়ায় কাটুক, সুন্দর দিনগুলো। Happy new year 2016 এর শুভেচ্ছা। অনেক শুভকামনা প্রিয় আরণ্যক রাখাল ভাই ...।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: সবশেষে,
মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি- সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি... .. .

নতুন বছরের শুভেচ্ছা ভাই। :) ঈদ মোবারক :P

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

কিরমানী লিটন বলেছেন: নতুন বছরে আপনার সকল না পাওয়া যাক হারিয়ে, কুয়াশা ভেদ করে ওঠা সূর্য্যের হাসির ঝিলিকের মত ধরা দিক সাফল্য সকল, শ্রদ্ধ্যা ভালোবাসায় ভরে উঠুক জীবন, এই শুভ কামনায় নতুন বছরের শুভেচ্ছা প্রিয় রক্তিম দিগন্ত ভাইয়া ...।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর লেখেছেন কিরমানী ভাই। শুভকামনা।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

কিরমানী লিটন বলেছেন: দিতে পারো একটা আনন্দের সকাল
দিতে পারো শিশুদের হাত ধরে নুতন সকাল
দিতে পারো মায়ের আচলের মতো স্নিগ্ধ সকাল
যদি দিতে পারো , দিতে পারো- চলে এসো বন্ধু
হাতে রাখো হাত- তুমি আমি দুজনে দেবো তাদের
ঘুম ভাঙানিয়া গান।
যদি রাখো বন্ধু হাতে হাত,
হাজার প্রেমিকা যারা বসে আছে, সন্ধ্যার ভিজে বাতাসে-
দিতে পারি তাদের নদী ভরা গান, আর সমুদ্রের উচ্ছ্বাস
চলে এসো বন্ধু , তুমি চলে এসো ...

শুভ নববর্ষ- নতুন বছরের শুভেচ্ছা প্রিয় ভ্রমরের ডানা ...।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

নিমগ্ন বলেছেন: ভাই,
হ্যাপি নিউ ইয়ার ২০১৬!!!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২

কিরমানী লিটন বলেছেন:

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

নিমগ্ন বলেছেন: ভাই,
হ্যাপি নিউ ইয়ার ২০১৬!!!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

কিরমানী লিটন বলেছেন: অনেক আনন্দ আর সমৃদ্ধ তৃপ্তিতে ভরে উঠুক আগামীর প্রতিটা প্রান্তর , শুভ নববর্ষ প্রিয় নিমগ্ন ভাইয়, অনেক শুভকামনা...।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

সুমন কর বলেছেন: দারুণ। শুরু থেকে শেষ পর্যন্ত। শেষে এসে সামুর জন্য কিছু সুন্দর কথা উপহার দিয়েছেন। যা সবার জন্য গ্রহণযোগ্য।

ভালো লাগা রইলো। আশা করি, রাতে সামুতে কথা হবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০

কিরমানী লিটন বলেছেন: Happy New Year and welcome to 2016 ! That is the start of a new year. Start again from scratch ...................Dearest Sumon kor,Dada-vi....

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: নতুন বছরের স্নিগ্ধ ভোরের কাছে, এই হোক সামু পরিবারের- সকলের, কাংখিত প্রার্থনা। সব পংকিলতা তাড়িয়ে, ঝেটিয়ে- বিদায়, হে পুরাতন!! স্বাগতম ২০১৬, সামুর স্পর্ধিত আঙিনায়- ভ্রাতৃত্বের নব-বন্ধনের প্রত্যাশায়!!

নতুন বছরে সবাই মিলে ভালো থাকি।

নতুন বছরের শুভেচ্ছা

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

কিরমানী লিটন বলেছেন:

আগামীর আকাশ সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার আমার সকলের...

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভ নববর্ষ ।

শুভেচ্ছা রইল :) :) :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

কিরমানী লিটন বলেছেন: শুভ নববর্ষ ...

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

কিরমানী লিটন বলেছেন: Happy New Year ...



১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

জুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানবেন ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা, প্রিয় জুন আপুমনি ...

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।


আপনার লেখনী চমৎকার।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা প্রিয় রাজপুত্র ...

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

দীপংকর চন্দ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

কিরমানী লিটন বলেছেন: নতুন বছর অনাবিল আনন্দে কাটুক- স্নিগ্ধ শুভকামনায় ...

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নতুন বছরের জন্য একটি কাব্যময় আহ্বান।


হ্যাপি নিউ ইয়ার.... কবি কিরমানী লিটন :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

কিরমানী লিটন বলেছেন: Happy New Year-Dearest, মাঈনউদ্দিন মইনুল ভাই ...

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

বৃতি বলেছেন: সুন্দর ইচ্ছেগুলো সব বাস্তবে রুপ পাক- নতুন বছরের শুভেচ্ছা :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

কিরমানী লিটন বলেছেন: তখনও আশার তরী- বর হাতে দাঁড়িয়ে
দেবতার দেখা নাই- বেলা গেলো গড়িয়ে ...।

ম্লান হোক ব্যর্থতা আর অপ্রাপ্তির ছায়াঘেরা দিন, সফলতার মুদ্রনে সমৃদ্ধ হোক আসছে আগামী, শুভ নববর্ষ প্রিয় বৃতি...
নতুন বছরের শুভেচ্ছা ...।

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

জনম দাসী বলেছেন: এমনই তো হওয়া চাই জীবনের কথা। এক দুবার নয় ৭ বার পড়িলাম, আর ছবিটা... বলার ভাষা জানা নাই;;; ভাল থাকুন আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গেলাম...। ভাল থাকুন ভাই সব সময়।

দাসীর মাথা নত করে দিলাম পাখীর ছানার সাথে এই লেখক ছানাটির কাছে।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:১২

কিরমানী লিটন বলেছেন: : হ্যাটস অফ ইউ, ডিয়ার জনম প্রিয় দাসী- রাজকন্যা মা, বোন আমার...

নিবিড় রাতের শান্ত আকাশের বুনো জোছনারা সুখ আর সমৃদ্ধি নিয়ে হাজির হোক আপনার নিকানো আঙিনায়- শুভ নববর্ষ ইংরেজি ২০১৬ ...


১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:১৩

ধমনী বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইলো।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

কিরমানী লিটন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা- আপনাকেও প্রিয় ধমনী ভাইয়া - অনেক শুভকামনা ...

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০২

মানসী বলেছেন: কাজের চাপে ব্লগে আসা খুব কম হয়। তবু যখন আসি নিশ্চিন্তে সামুর মনবিছানায় দেহ এলিয়ে দিই।


পথে সাবধানে চলি। দেখে দেখে পা ফেলি। কোথায় কোন কাঁটা আছে। ফুঁটে যাবে পায়ে। তাই।
ঘরে যখন ফিরি, খালি পায়ে নিশ্চিন্তে বিছানায় যাই। বিছানায় কাঁটা আছে ভুলেও ভাবি না সেকথা। ভাবার প্রশ্নও নেই।

সামুর মতো নির্ভরতার জায়গায় যদি কাঁটা খুঁজতে হয় তবে ঘরের প্রয়োজন থাকে কি ?

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

কিরমানী লিটন বলেছেন: কাঁটা হেরি ক্ষান্ত কেন- কমল তুলিতে
দুঃখ বিনা সুখ, হয় কি মোহিতে ...

নতুন বছরের বিনাশি কণ্টকের পতন হোক, প্রসস্থ হোক স্পর্ধিত প্রান্তর- সৃষ্টি সুখের উল্লাসে ...
অনেক শুভকামনা প্রিয় মানসী ...

২০| ০১ লা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১০

মহান অতন্দ্র বলেছেন: নিউ ইয়ারের শুভ কামনা।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও নিউ ইয়ারের শুভেচ্ছা...

২১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

অগ্নি সারথি বলেছেন: সব পংকিলতা তাড়িয়ে, ঝেটিয়ে- বিদায়, হে পুরাতন!! স্বাগতম ২০১৬, সামুর স্পর্ধিত আঙিনায়- ভ্রাতৃত্বের নব-বন্ধনের প্রত্যাশায়!! - শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

কিরমানী লিটন বলেছেন: প্রিয় অগ্নি সারথি , অনাবিল শুভেচ্ছা নতুন বছরের ...

২২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

প্রামানিক বলেছেন: লেখার শুরু এবং শেষ পুরোটাই ভাল লাগল। সুন্দর লেখনী। নতন বছরের শুভেচছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

কিরমানী লিটন বলেছেন: প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য নতুন বছরের অনাবিল শুভেচ্ছা ...

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩

রুদ্র জাহেদ বলেছেন:
নতুন বছরের স্নিগ্ধ ভোরের কাছে, এই হোক সামু পরিবারের- সকলের, কাংখিত
প্রার্থনা। সব পংকিলতা তাড়িয়ে, ঝেটিয়ে- বিদায়, হে পুরাতন!! স্বাগতম ২০১৬,
সামুর স্পর্ধিত আঙিনায়- ভ্রাতৃত্বের নব-বন্ধনের প্রত্যাশায়!!

নতুন বছরের শুভেচ্ছা
আগামীতে আমাদের আরো ভালো থাকা হোক...

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

কিরমানী লিটন বলেছেন: রুদ্র জাহেদ বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা
আগামীতে আমাদের আরো ভালো থাকা হোক...

আপনাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা, সতত শান্তির সমৃদ্ধিতে- নিরাপদ আর সুস্থতায় ...

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

লেখোয়াড়. বলেছেন:
শিরোণামটি আপনার নিজের দেয়া কোনকিছু হলে বেশি ভাল লাগত।

মাতৃভূমির জন্য যেকোন সময় জীবন দিতে প্রস্তুত আছি।

নতুন বৎসরের শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

কিরমানী লিটন বলেছেন: আসলে আবেগে লিখেছি- জাতীয় সঙ্গীতের ঐ লাইনটার মাধ্যমে তাই সবার আবেগে খোঁচা দিয়ে, সবার বিবেকের দরজাতেই কড়া নাড়ার চেষ্টা করেছি, বিশেষত সহ-ব্লগারদের...। এরপর থেকে আপনার পরামর্শ শ্রদ্ধার সাথে মনে রাখবো - প্রতিটি লিখার শিরোনাম লিখার আগে। আপনার স্বদেশপ্রেমকে বিনম্র স্যালুট আর অভিবাদন... নিরন্তর ভালোবাসায়।
কৃতজ্ঞ শুভাশিস আর নতুন বছরের শুভকামনা জানবেন প্রিয় লেখোয়াড়. ভাইয়া...।

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

রিকি বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

কিরমানী লিটন বলেছেন: অভিবাদন আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় রিকি আপু'নিকে, নতুন বছরের অনেক শুভেচ্ছা আর শুভাশিস ...

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

সুলতানা রহমান বলেছেন: শুভ নববর্ষ।
আমাকে গাছ পাখির শুভেচ্ছা দিয়েন, যেটা জুন আপুকে দিয়েছেন। :D

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

কিরমানী লিটন বলেছেন: প্রিয় আপুমনি সুলতানা রহমান, অনাবিল শুভেচ্ছা নতুন বছরের ...

এই নেন গাছ পাখি, সাথে গাছ মানুষ শুভেচ্ছা বোনাস ... =p~ =p~



২৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



আপনার কাঙ্খিত আশাটুকু নিয়ে ব্লগ পাড়ি দিক নতুন বছরের সাগরসম দিনগুলি । বিশুদ্ধ হোক এর বাতায়ন ।

নতুন বছরে অম্লান হোক মুখের হাসিটুকু ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

কিরমানী লিটন বলেছেন: প্রিয় আহমেদ জী এস ভাই,
বিনম্র সালাম।
যে পথ দেখায়, সে থাকে সব থেকে এগিয়ে...
আপনাদের আলোয় পথ দেখুক আমার মতো অগুন্তি আলোর যাত্রী, সামুর উদ্ভাসিত আঙিনায়। সতত সুন্দরের সাথী হয়েই ... !!!
নতুন বছরের অ নে ক শুভাশিস, সশ্রদ্ধ ভালোবাসায়। অনেক শুভকামনা রইলো ...।

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

নিমগ্ন বলেছেন: শুভ ২০১৬ প্রিয় কিরমানী ভাই :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

কিরমানী লিটন বলেছেন: শুভ ২০১৬ প্রিয় নিমগ্ন ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে শাণিত হোক সামুর আলোকিত পথ, অনেক শুভিকামনা ... :) =p~ =p~

২৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যথার্থ বলেছেন, ''মা- মাটি- মাতৃভূমি। এই তিনের প্রশ্নে, বাঙালী কখনও ছাড় দেয় নি- কোন কালেই।''
নতুন বছরের শুভেচ্ছা নিন ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

কিরমানী লিটন বলেছেন: প্রিয় মিতার জন্য ভালোবাসা অনেক, নতুন বছর আপনার আলোকিত পথ চলায় স্নিগ্ধতা ছড়াক- সামুর অনাদি প্রান্তর, স্নিগ্ধ সত্যের বিশুদ্ধতায়, আমাদের প্রত্যাশা পুরন করুন- প্রজ্ঞার মুগ্ধতায়... !!!
শুভ নববর্ষ, সুহৃদ গিয়াস উদ্দিন লিটন, গর্বিত মিতা আমার...

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:




নতুন বছরের শুভেচ্ছা ভ্রাতা।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

কিরমানী লিটন বলেছেন: বিনম্র ভালোবাসা, শ্রদ্ধায় কৃতজ্ঞতায়। নতুন বছরেও সামুর, সকলের প্রিয় কাণ্ডারি হয়েই স্নিগ্ধ আলো ছড়াক আপনার প্রজ্ঞার পথ দেখানো। তার বিশুদ্ধ আলোয় আমরাও পথ চলি পরম স্বস্তিতে , শুভ নববর্ষ প্রিয় কান্ডারি ভাইয়া...।

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

বনমহুয়া বলেছেন: হ্যাপী নিউ ইয়ার!!!!!!!!!!

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

কিরমানী লিটন বলেছেন: হ্যাপী নিউ ইয়ার টু ডিয়ার বনমহুয়া আপু, অনেক শুভেচ্ছা নতুন বছরের...

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা নান্দনিক ভাবনার বিশূদ্ধ কবি।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

কিরমানী লিটন বলেছেন: নতুন বছরে বিশুদ্ধ প্রেরণায় উদ্ভাসিত হোক, আপনার পথচলার প্রতিটি প্রান্তর, আমাদের সৃষ্টি সুখের উল্লাস। নতুন বছরের শুভেচ্ছা প্রিয় হাসান মাহবুব, শুভ নববর্ষ ...

৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

মনিরা সুলতানা বলেছেন: নতুন বছরের স্নিগ্ধ ভোরের কাছে, এই হোক সামু পরিবারের- সকলের, কাংখিত প্রার্থনা। সব পংকিলতা তাড়িয়ে, ঝেটিয়ে- বিদায়, হে পুরাতন!! স্বাগতম ২০১৬, সামুর স্পর্ধিত আঙিনায়- ভ্রাতৃত্বের নব-বন্ধনের প্রত্যাশায়!!

শুভ কামনা নতুন বছরের :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহে আপ্লুত হলাম আপনার আন্তরিক প্রেরণায়, কৃতজ্ঞ ভালোবাসায় সতত শুভাশিস জানবেন প্রিয় মনিরা সুলতানা আপু, নতুন বছরে এই হোক কাংখিত চাওয়া- শুভ নববর্ষ ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.