![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় পেঁয়াজ,
তোমার মসলিন শাড়ীর গোলাপী রঙের আড়াল। তার গভীরে লুকিয়ে রাখা লাবন্য। যার প্রতি দূর্ভাগা বাংলাদেশীদের, আবেগী দূর্বলতা- তুমি জানো। এও জানো, তোমাকে বিসর্জনের আয়োজন- এখনও জোয়ার আনে- রেল লাইন সমান্তরাল বয়ে যাওয়া বাঙালির- দু'চোখের নদীতে। সেই চির আপনের আপন হয়ে তুমিও কিনা- ডিজিটাল তেলেসমাতীর আছরে রূপবানে নাচো- কোমড় দুলাইয়া....। নৌকার পালে তহবিলের জ্বালানি হয়ে।ওদিকে তোমার অঙ্গ সংগঠন কাঁচা মরিচের- চোর পুলিশ দৌড়ানী দেখে মনে হচ্ছে, ওকেও ডিবামগুনিয়া( ডিজিটাল বাকশালী ম্যাজিক= ডিবাম) আছর করছে। চালতো কবেই চুতিয়া সেঁজে আমাদের নাগাল থেকে উধাও। চল্লিশ টাকা সের ঘাসকে শাঁক বলে খাচ্ছি। বিশুদ্ধতা এখন বনবাসী মন, মগজ, চিন্তা-চেতনায়। তাই বুঝি তোমার এই মধ্য আয় ডিঙিয়ে এক লাফে উচ্চ আয়ে পৌছে যাওয়ার বাসনায় আজ এ পিঁয়াজমাতি খেল। বাহ! বেশ মানিয়েছে তোমায় 'বাল-ই' অবয়বে। চাল, ডাল, নুন, তেল, গরুর, মাংশের মতো তোমাকেও আজ থেকে 'বাল-ই' খাচার আদরে পোষা সোহাগী সহচর মনে করবো । ইচ্ছে হলেই যারা সাধ্য হতে দূরে চলে যায়, শাস্তি দেয়। ভোগায়- উপোষের ভয় দেখায়, ক্রসফায়ারের মতো এ দূর্ভাগা বাংলাদেশীদের।
সুখে থেকো তুমি- আমাদের নাগালের অনেক দূরে থেকেও..
ইতি
উল্লাসী- উফশী বাঙালী নই, দূর্ভাগা হলেও খাঁটী বাংলাদেশী
তোমার ভক্তকুল!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯
কিরমানী লিটন বলেছেন: " ফলের দরে জলের রস,
এর নাম ডিজিটাল
উফশী আবাদ- নাম যশ"
ভাই আর কইয়েন না আমরা আম জনতা ডিজিটাল মাইনক্যা চিপায় আঁটকে গেছি। এর শুরু আছে- শেষ নাই।
শুভকামনা রইলো প্রিয়, তারেক মাহমু৩২৮ ভাই।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমার ভক্তকুল!! এইখানে আমিও আছি !!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩
কিরমানী লিটন বলেছেন: কেউ কেউ শিষ্ট
কেউ ভারী মিষ্ট,
আমজনতার ভাগ
তারা অবশিষ্ট"
তাই আমরা অবশিষ্টের দলে। যাদের কোথাও কেউ নেই। ভালোবাসা প্রিশ মিতা। শুভকামনা রইলো।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুন! ডিবামগুনিয়া, পিয়াজমাতি; অচিরেই ডিকশনারীতে স্থান পাবে মনে হচ্ছে
বাঙাযলী এখন গান্ধীজির মন্ত্রে দিক্ষীত বুরা মাত দেখো, বুরা মাত শোন, বুরা মাত বলো!
তাইতো মিডিয়া সুশীলরা স্পিকটি নট হয়ে তৈলাক্ত বাঁশে বানরের উঠা-নামার অংকে মশগুল!!
আমজনতা রাজনীতির বাজারে বারবনিতার চে'ও অসহায়!!!
১০ সের চাল খাইয়া সগ্গে যাবগো - গাওয়ার লোক বাস্তবতায় বোবা হয়ে গেছে!!!!
++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৯
কিরমানী লিটন বলেছেন: স্বপ্ন ভাঙ্গার জ্বলোচ্ছাসে- ভাসবে না ঢেউ
ভুলের জলে ফুলের ছাঁয়া- আসুক না কেউ
তবু যাদের ঠাঁই পেয়েছি- হাজার ভুলের পরে
সুযোগ পেলে তাদের ঘরে- আসবো নতুন করে।
মুগ্ধ শুভাশীষ প্রিয় বিদ্রোহী ভৃগু ভাইয়া, নান্দনিক ভালোবাসা রইলো।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: পেয়াজের সাথে মানূষের জীবনের অনেক মিল আছে। পেয়াজে অনেক গুলো লেয়ার থাকে। একটা পর একটা। ঠিক মানূষের জীবনও এই রকম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২
কিরমানী লিটন বলেছেন: এত অন্ত্যমিলের পরও- পিঁয়াজের- পিঁয়াজমতি। সব কিছুতেই তেলেসমাতির ভাগ বাটোয়ারা।
ভালোবাসা নিরন্তর প্রিয় রাজীব নুর ভাই। নিরন্তর ভালোবাসা জানবেন
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,
দাঁত কিরমির করা গাত্রদাহ বিষয়ক লিটল পোস্ট ।
বিদ্রোহী ভৃগুর এই কথাটিই সত্য - আমজনতা রাজনীতির বাজারে বারবনিতার চে'ও অসহায়!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮
কিরমানী লিটন বলেছেন: এখনকার বাস্তবতায়- সত্যটা এমনই, দাঁত কিরমির করা। আর এই নিষ্ঠুর বাস্তবতার নির্মম শিকার আমাদের মতো আম জনতার ত্রাহি ত্রাহি সত্যটা একবার ভাবুন! কত দহনে ওমন বরন!!!
ভালোবাসা নিয়ত- নান্দনিক শুভকামনায় প্রিয় আহমেদ জী এস ভাইয়া।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯
করুণাধারা বলেছেন: পিঁয়াজ রচনা - ভালই লিখেছেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০
কিরমানী লিটন বলেছেন: একে পিঁয়াজ রচনা না বলে পাঁজর ভাঙ্গা রচনাও বলতে পারেন।
শুভকামনা নিরন্তর- অনেক কৃতজ্ঞতায়।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
অয়ি বলেছেন: এদেশে সব দলই নিজ স্বার্থের জন্য গড়া । ভালোবাসা দেখানোর মত কোন দল নেই ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
কিরমানী লিটন বলেছেন: দেশকে ভালোবাসলেই হবে, কোন দলকে ভালোবাসার প্রয়োজন নেই। শুভাশীষ জানবেন সুপ্রিয় অয়ি, নিরন্তন কৃতগজ্ঞতা।।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯
তারেক_মাহমুদ বলেছেন: গত কয়েক মাস পিয়াজ আর চালই টক অফ দ্যা টাউন ।