![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম ছিল কি প্রসব ব্যাথা
গর্ভকালীন- প্রহর,
নরম কি তার নাড়ীর বাঁধন
মায়ের দুধের জোর ?
সায় ছিলনা তোমার চাওয়া
বাঁধার পাহাড়- শক্ত,
মানতো না সে তোমায় নেতা-
অন্য নেতার ভক্ত!!
এটাই ছিল মৃত্য কসুর
হরণ করার- সত্বা,
এর মূল্যে আদায় করো
হাজার মিলন হত্যা।
কোথায় একুশ- স্বাধীনতা
কোথায় বিবেক মানবতা
বধির- কেন বেওয়ারিশ?
আমিও মালিক এই পতাকার
মানচিত্র এই সীমানার,
আমিও পিতার ওয়ারিশ!!
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১০
কিরমানী লিটন বলেছেন: কসুর মানে অপরাধ। অর্থাৎ এই অপরাধের শাস্তি হিসাবে তার মৃত্যুদন্ড। আশাকরি বলতে পেরেছি। শুভকামনা রইলো। অনেক ভালোবাসা।
২| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও বুঝেছি।
ধন্যবাদ
২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন। কৃতজ্ঞ শুভকামনা।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন:
আপনার জন্য।
২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন।
৪| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
কিরমানী লিটন বলেছেন: প্রিয়কবির পছন্দের নাগাল ছুয়ায়- ধন্য হলাম। ভালোবাসা জানবেন। কৃতজ্ঞ শুভকামনায়
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটাই ছিল মৃত্য কসুর
এর অর্থ কী?