![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেয়া কষ্ট তোমার
ফেসবুকের দেয়ালে,
আর রেখোনা ঝুুলিয়ে সেসব
অবহেলার- খেয়ালে।
তার চে বরং পাঠিয়ে দিও
এই লিঙ্কের- ট্রেনে,
ভাড়া না হয় আমি দিবো
সবটা নিবো কিনে।
প্রতিদিনের নতুন কষ্ট
পাঠিয়ে দিও ভাইবারে,
নেট স্লো হলে, চলে এসো
কাছের কোন সাইবারে।
নাতীদীর্ঘ কষ্ট গুলো
এসএমএসে ভরে,
সময় করে পাঠিয়ে দিও
আমার বসত ঘরে।
অতিদীর্ঘ কষ্ট না হোক
মেইলে দিতে পারো,
মেসেন্জার ইমু হতে
বাদবাকী সব সেরো।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৫
কিরমানী লিটন বলেছেন: মুগ্দ কৃতজ্ঞততা আর ভালোবাসা প্রিয় মনিরা'পুর জন্য।
২| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২০
আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর ডিজিটাল কাব্য ।
তুমি যদি না পাড় লিখতে কিছু
তবে যেন লিখে দেয় তোমার সই রানু।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৫
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা, শুভকামনা জানবেন।
রানু দি নামটা
সব কিছু কেড়ে নিয়ে
নাচ করে খ্যামটা।
তার কাছে বন্ধক
রেখেছি এ মনটা
জানটা প্রানটা
পেপসি ও ফানটা...
৩| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
বাহ!
পুরাই ডিজিটাল ছড়া
+++
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১০
কিরমানী লিটন বলেছেন: ডিজিটাল গলা বাঁধা
বিড়ালের ঘন্টা,
তার তালে নাচে গায়
অভাগার মনটা।
হাহা- তাই সারাকক্ষন ডিজিটাল ঘুনপোকার আবর্তে ঘুরপাক খায় ভাবনার চেলাপোলা। ভালোবাসা নিরন্তর প্রিয় বিদ্রোহী ভাইয়া। অনেক কৃতগজ্ঞতা আর শুভাশীষ
৪| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১২
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিকবি শাহরিয়ার কবীর ভাইয়া
৫| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: আসলেই পুরো ডিজিয়াল কাব্যই হয়েছে।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৭
কিরমানী লিটন বলেছেন: আমি কবি মতি লাল
পুরোটাই ডিজিটাল,
কষ্টের ছড়া আঁকি ব্লগেতে
তালগোল পাঁকে তাই
অন্ত্য-মিলও নাই
ছন্দের ধার নাই
অকবির প্রার্থনা ছবিতে।
অনেক ভালোবাসা প্রিয় কবির জন্য
৬| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৩
শায়মা বলেছেন: ১. ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১১ ১
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!!
একদম ডিজিটাল হয়েছে।
ছড়ায় ভালো লাগা।
এক্কেবারে ....
৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১১
কিরমানী লিটন বলেছেন: লোকটা....
ডিজিটাল ভাত খাই
বউ বেটি জাত খাই
ডাল খাই ঝাল খাই
সরকারি খাল খাই।
ডিজিটাল চাঁদা খাই
চা'র সাথে আদা খাই
কালো টাকা সাদা খাই
ভাই বাবা দাদা খাই।
ডিজিটাল ভোট খাই
বাদাম আখরোট খাই
রাজনীতি জোট খাই
কড়কড়ে নোট খাই।
ডিজিটাল ঋন খাই
রাতসহ দিন খাই
ঘোড়া গাড়ি জিন খাই
ঘরবাড়ি টিন খাই।
ডিজিটাল কোল খাই
ক্ষমতায় দোল খাই
নেতাদের বোল খাই
মাস্টার রোল খাই।
ডিজিটাল চোট খাই
ফাঁদে পড়ে ঠোঁট খাই
মাঝরাতে মাল খাই
তারপর টাল খাই।
অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা প্রিয় শায়মা'পুর জন্য।
৭| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
সত্যি বললাম চা খাচ্ছিলাম একটু কড়া
হ্দয় মন কেড়ে নিলো আপানার এই ছড়া।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। ভালোবাসা জানবেন।
৮| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৮
সুমন কর বলেছেন: হাহাহাহা.......ভালো লিখেছেন।
+।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় সুমন দা
শুভকামনা রইলো
৯| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭
মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমৎকার
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২
কিরমানী লিটন বলেছেন: স্বাগতম আমাট ব্লগবাড়ীর জীর্ণ কুটিরে। ভালোবাসা নিরন্তর। পাশে চাই- এভাবেই
১০| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৭
হাসান রাজু বলেছেন: দারুন দারুন । পোস্টে কিংবা মন্তব্যে "ডিজিটাল" ভাইজ্জা খাইয়া ফেলছেন । ভালো লাগলো অনেক ।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৮
কিরমানী লিটন বলেছেন: ডিজিটাল ধইন্চ্যা
বাঁশ রেখে হাতে নেয় কইন্চ্যা,
ন্যায়বোধ কম,
শক্তির পুজারী দুর্বলে যম।
ভালোবাসা জানবেন। নিরন্তর শুভকামনা।
১১| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮
হাসান রাজু বলেছেন: কিচ্ছু কওয়ার নাই। শুধু একটাই " অসাধারণ " । আইজ আপনার দিন ভালো যাইতেছে, পুরা ফর্মে আছেন, বুঝা যায় । ভালো থাকবেন প্রতিদিন ।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১
কিরমানী লিটন বলেছেন:
তেঁতুল খাওয়ার লোভ দেখিয়ে
পাটের ক্ষেতে ডাকে
হরণ করে সার্বভৌম
কালীর তীলক- এঁকে।
সেদিন থেকে এই পতাকা
প্রভুর চরন সন্ধি,
রক্তে কেনা স্বাধীনতা
খাঁচায় পোষা- বন্দী!!
আবারও ভালোবাসা- অনেক...
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা্............. সুপার ডুপার ডিজিটাল ছড়া।+++++++
ফলো করলাম আরো কিছু ছড়া পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১১
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!!
একদম ডিজিটাল হয়েছে।
ছড়ায় ভালো লাগা।