![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(-কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীঃ
বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানিয়ে বাজানোর হুমকি দিয়ে বলেছিলেন, "শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো"।
-তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুঃ
বঙ্গবন্ধুর মৃত্যুর পর ট্যাংকে উঠে নেচেছিলেন।
-রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামঃ
খন্দকার মোশতাকের শপথ অনুষ্ঠানের আয়োজক।
-তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীঃ
গোলাম আজমের নাগিরকত্বের জন্যে গণস্বাক্ষর পরিচালনা করেছিলেন।
...হ্যা ভাই উনারাই সব মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী; আর যৌক্তিক অধিকার আদায়ে আন্দোলন করা বাংলাদেশের সকল সাধারন শিক্ষার্থীরা রাজাকারের বাচ্চা।
আচ্ছা ঠিক আছে।
ওহ হ্যা, দেশের সকল সধারন শিক্ষার্থীদের যিনি রাজাকার বললেন উনিই কিন্তু বঙ্গবন্ধুকে "বঙ্গশত্রু" উপাধি দিয়েছিলেন।
ন্যাপের তৎকালীন নেত্রী এই মতিয়া চৌধুরীই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিবাদ সভায় আমাদের জাতির পিতার প্রতি ধিক্কার জানিয়ে বলেছিলেন,
"তুমি আর বঙ্গবন্ধু নও, আজ থেকে তুমি বঙ্গশত্রু"।
...এবং আমি যদি ভুল না জেনে থাকি উনি জাতির পিতাকে ব্যাঙ্গ করে "জুতার ফিতা" বলেছিলেন এবং বলেছিলেন, "শেখ মুজিবের চামড়া দিয়ে জুতা সেলাই করা উচিত"!
কয়লা ধুইলে ময়লা যায় না। তাই সে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের 'রাজাকারের বাচ্চা' বলেন! ইতিহাসের আবর্জনা এইসব উমিচাঁদ, শেঠজি, ঘষেটিদের আসুন প্রতিহত করি, যেখানে পাই ধরে গণ-ধোলাই দিয়ে- পাঁপ মোচন করি।
মতিয়ার উদ্ধত বাঁদরামির প্রতি ধিক্কার জানিয়ে আমার এই কবিতা)
কন্যা সে অগ্নি
নানী খালা ভগ্নি
রাজপথে শাড়ী খান তুলিয়া
ডুগডুগি বৈরাগী
মাখে সদা তেল- ঘি
কামড়িয়ে কান নেয়- তুলিয়া।
আজ সেই মতিয়া
কি যে বলি- চুতিয়া
কান্নার আগে দেয় মুতিয়া...
পেটখালি হবে যে
বেড়ে যাবে খরচে
করে ননাই মল ত্যাগ- কুতিয়া...
বিড়ি টানা ঠোঁটটা
থু থু দুই কোনটা
নাগিনীর বিষ দেয় ঢালিয়া
মন্ত্রী সে কৃষিতে
ধ্যান জ্ঞান- ঋষিতে
অতীতের পাঁপ গেছে ভুলিয়া....
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫
কিরমানী লিটন বলেছেন: প্রথম প্লাস- প্রথম ভালোবাসার মতোই অট্ট থাকুক। স্নিগ্ধ শুভকামনা প্রিয় করুণাধারা। ভালোবাসা জানবেন।
২| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: রাজনীতি মানেই নোংরামি। মিথ্যা আর মিথ্যা।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২
কিরমানী লিটন বলেছেন: এই নোংরা আবর্জনার পথ ধরেই আমাদের পতাকা- মানচিত্র এসেছে। তাই রাজনীতিকে পাশ কাটানো মানে নিজের সত্বাকেই পাশ কাটানো। ভালোকে ভালো আর মন্দকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই শিল্পের দায়বদ্ধতা। নইলে কবি কবিতা আর কাব্য আবেদনহীন হয়ে পড়ে। যা আপনার আমার কারোরই কাম্য নয় প্রিয় কবি।
বুঝছি- আপনার তত্ত্বাবধায়ক সরকার হওয়ার ইচ্ছা.।
ভালোবাসা সতত।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫
রোকনুজ্জামান খান বলেছেন: মিনি বিড়াল
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪
কিরমানী লিটন বলেছেন: ধানী ইদুরও বটে।।।।
ভালোবাসা রইলো- শুভাশীষসহ..
৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫
তার ছিড়া আমি বলেছেন: অসাধারণ কবিতা। ধন্যবাদ।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞজ্ঞ ভালোবাসা প্রিয় সুহৃদ।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
আলোর_পথিক বলেছেন: পুরোনো ক্ষত সামনে আনায়টাই রাজনীতিবীদদের কাজ, তাহলে আপনার লেখাটা রাজনীতিবীদদের থেকে আলাদা কিছু হলো কই? লেখকদের আরও রেসপন্সবল হওযা উচিৎ! আপনার জন্য শুভ কামনা রইলো!
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০০
কিরমানী লিটন বলেছেন: হে অতীত তুমি ভুবনে ভুবনে
কাজ করে যাও গোপনে গোপনে..।
অতীতে গর্ভেই বর্তমানের জন্ম, তাই অতীত অস্বিকার করা মানে নিজের জন্মকেই অস্বিকার করা নয় কি?
ভালোবাসা জানবেন। অনেক শুভকামনা।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭
শাহ আজিজ বলেছেন: তাকে পেয়েছিলাম ৬৯/৭০ সালে খুলনাতে , অগ্নি কন্যা , হ্যা গর্জন করে ভাষণ দিতেন আর আমরা হা করে শুনতাম । তারা রাজনীতিটাকে টেনে ড্রেনে নামিয়েছে । ব্যাকগ্রাউনডের কোন নেতাই সুস্থ আচরন করেননি ৪৭ বছরে যার ফলাফল একটি সংঘাতপূর্ণ পরিস্থিতি ।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪
কিরমানী লিটন বলেছেন: কোনটা সত্য, তার অতীত নাকি বর্তমান? তার অতীত আর বর্তমান দুটোটর একটা আবশ্যই ভুল। হয় অতীত নয় বর্তমান।
ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা।
৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫
বনসাই বলেছেন: তাহলে মতিয়ার সরকার 'রাজাকারের বাচ্চা'দের দাবীর কাছে নতি স্বীকার করলো।
সাধারণ মানুষের হৃদয়ে বংগবন্ধু ছিলেন বলেই ১৯৯৬ সালে লীগ ক্ষমতায় আসতে পেরেছিল। খুব ভালো লাগলো তাদের আসল রূপ বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরাতে।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০
কিরমানী লিটন বলেছেন: কাকে বলবেন শু- বাচ্চা, যে কয় সে নিজেও শু..বাচ্চা। আর এখন এসব শু...বাচ্চায় ভরে গেছে বাংলাদেশ। তাদের হাতেই এখন আমাদের ভবিষ্যত। এ অচলায়তন ভাঙ্গতে হবে- আমাদেরই....
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা রইলো। শুভকামনা।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৮
করুণাধারা বলেছেন: পাপের উপর চন্দ্রবিন্দু থাকায় কেমন পাঁপড় পাঁপড় লাগছে। চন্দ্রবিন্দুটাকে মোচন করে দিলে ভালো হতো।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪
কিরমানী লিটন বলেছেন: চন্দ্রবিন্দুর এ অপপ্রয়োগ আমার আজন্ম আলুর দোষে দুষ্ট। তাই ইচ্ছা অনিচ্ছায় এসে যায়- অবলীলায়..।
কৃতগজ্ঞতা রইলো ভুলটাকে দেখিয়ে দেওয়ার জন্য। ভালোবাসা নিরন্তর।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
মতিয়া চৌধুরী ছাত্র রাজনীতির ফসল, শেখ সাহেব বিরোধী বক্তৃতা করেছে স্বাধীনতার পর। এখন কেন আওয়ামী লীগে? শেখ সাহেবের মৃত্যু এই দেশের রাজনীতিকে বদলিয়ে দিয়েছে। মতিয়া ভালো করছে না, কিন্তু কোন না কোন কারণে সে আওয়ামী লীগে, সেটা বুঝার চেষ্টা করেন।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫
কিরমানী লিটন বলেছেন: শেখ সাহেবের হাড্ডি দিয়ে ডুগডুগি বাজানো এ চীয়ার্স লিডারের আর কি অবদান তার রাজনীতিতে? দয়া করে বলবেন কি? তাই সে শেখ সাহেবের বেটীর পাঁ চেটে,, পুলিশের কান কামড়িয়ে আর কথায় কথায় খিস্তি খেওড়ি বাঁদরামো।।।।।
ভোটার বিহীন বিরল নির্বাচনেও তাকে ভোট চুরি করে এমপি হতে হয়েছে। সেটা আবার তারই সাবেক একান্ত ব্যক্তিগত সচিবের সাথে প্রতিদন্দীতা করতে গিয়ে। আর দুঃখটা কি জানেন প্রিয় গাজী ভাই, আমরা শুধু মীর জাফরকেই মনে রেখেছি- উমিচাঁদ জগৎশেঠ ঘসেটীদের ভুলে..
ভালোবাসা জানবেন। নিরন্তন শুভকামনায়।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬
মুরাদ পাভেল বলেছেন: যাকে তাকে আজকাল রাজাকার ট্যাগ দেওয়াটা সহজ হয়ে গেছে।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩
কিরমানী লিটন বলেছেন: নিজেদের দৈন্যতা ঢাকতেই তাদের এ নোংড়ার মাখাামাখি। সব ব্যাংক লুট হয়ে গেলো, কে লুট করেছে তা সবাই জানে। কিন্তু ধরছে না। বরং জনগনের রক্ত ঘামের টাকায় তার শ্রাদ্ধ করছে। আমরা বুঝি না! সব বুঝি। তিন বছরে পাঁচলক্ষ কোটি টাকা পাঁচার! কারা করেছে? কাদের চৌদ্দ গোষ্ঠি এসব লুটের টাকায় বিদেশে আয়েশী জীবন ভোগ করছে। হিসাব দিতে হবেই- সে সময় আসবেই..।
ভালোবাসা রইলো প্রিয় সুহৃদ- অনেক শুভকামনা।
১১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা মনে হয় ব্ল্যাকমেইল করে পা চাটানোর জন্য এসব নেতা/নেত্রীকে রেখেছেন। নাহলে মতিয়া, ইনুর মত চিহ্নিত মুজিব বিরোধীদের কীভাবে নিজের ছায়ায় রাখেন?
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১
কিরমানী লিটন বলেছেন: এমন বিকৃত রুচী তার আছে। রাজাকারের সন্তানের সাথে মেয়ে বিয়ে দিয়ে কি চাটাচ্ছে..?
শুভকামনা রইলো সব সময়।
১২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: "বাম যখন পচে, চরম দুর্গন্ধ ছড়ায়" শিরোনামে একটা লেখা তৈরিতে হাত দিয়েছিলাম। তার আর দরকার হলো না, আমার ভাবনার অনেকটাই আপনি লিখে দিয়েছেন। পড়ে ভাল লাগলো।
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৯
কিরমানী লিটন বলেছেন: ডাব পেঁকে নারকেল
বাম পেকে আম,
চোরের হাতে স্বাধীনতা
ভুতের রাম নাম।
নববর্ষের শুভেচ্ছা
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা!
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা, প্রিয় গাজী ভাই
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩০
সোহানী বলেছেন: হাঁ রাজাকার আর তার বাচ্চা-কাচ্চাদের নতুন সংজ্ঞা পেলাম। ভালোতো ভালো না..........
আর যেভাবে হাটে হাড়ি ভাঙ্গলেন ..................
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
কিরমানী লিটন বলেছেন: হাটে হাড়ি ভাঙ্গছি বলে
হৃদয়হীনা বলো,
তোমরা যে ভাই হৃদয় ভেঙ্গে
টুকরো টুকরো করো.....
শুভ নববর্ষ প্রিয় সুহৃদ
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতি তো শুধুই রাজনীতি, এখানে ভালো কিছু আশা করার অবকাশ থাকে কই?
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৮
কিরমানী লিটন বলেছেন: তাহলে রাজনীতিক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী কয় ক্যামনে......
ভালোবাসা আর নববর্ষের শুভেচ্ছা
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!
লেজকাটা শৈয়ালের হুক্কা হুয়া মনে হয় তাদের রাজাকারী ট্যাগিং~
সবচে বেশী রাজাকারের সাথে আত্মীয়তা আওয়ামীলিগের ভিতরে- সেই দোষ কাটাতেই যারে তারে রাজাকার ট্যাগিংবাজি করে!
সত্য প্রতিষ্ঠিত হোক। মিথ্যা ভেসে যাক।
+++
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫
কিরমানী লিটন বলেছেন: আর লেজকাটা শেয়ালের সমাবেশ ঘটিয়েছে এখনকার আম্লীগ, তাদের অনুসারিরা এমনকি নেত্রীও এইসব শেয়ালরুপী হায়েনার দলকে মদিনা সনদের অনুসারি বলে কি অবলিলায় চালিয়ে দিচ্ছে। আমরাও তা গিলছি একটার পর একটা। আহারে হালের মদিনা সনদ....
নববর্ষের শুভেচ্ছা প্রিয় বিদ্রোহী, ভালোবাসা জানবেন
১৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪
শাহিন বিন রফিক বলেছেন:
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর ভালোবাসা।
শুভ নববর্ষ......
১৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৭
জুজুগাগা বলেছেন: রাজাকারের নাতিপুতিরাই এখন চেতনায় বিশ্বাসি
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ২:২৭
কিরমানী লিটন বলেছেন: ওরাই নাকি তৃতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা- সেলুকাস!!!
ভালোবাসা রইলো- অনেক শুভাশীষ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২
করুণাধারা বলেছেন: প্রথম প্লাস !