নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

গল্পটা খুব- সত্য...।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫




এক ছিল দুয়োরাণী, রাণী নয়- দৈত্য,
জানে সবে কাহিনীটা, গল্পটা- সত্য!
পিপাসায় পান করে, প্রজাদের রক্ত,
রোগ রোগী সব খায়, ওসুধ আর পথ্য।

তার ছিল এক দেশ, এক আকাশ- সূর্য
চাঁদ তারা বায়ু জল, যত- ঐশ্বর্য,
কেউ নেয় হাত ভরে কেউ রয় নিঃস্ব,
কেউ শুধু চাষ করে- কেউ খায় শষ্য।

ক্লাইভের দরবারে দল বেঁধে শেঠজী,
ভরসার তীর খোঁজে- ক্ষমতার মর্জি।
পতাকার দামে পায় চেয়ারের চঙ্গ,
স্বদেশের সতীচ্ছেদে- মাতে মোজ রঙ্গ।

জাফরেরা মীর ছেড়ে মাতে রোজ- বিলাসে,
ঘসেটীরা সেজদায় হেরেমের- তালাশে।
উমিচাঁদ উন্মাদ বাঁধভাঙ্গা ধৈর্যে
দুর্লভ বল্লভ মাতামতি চৌর্যে।

সিরাজেরা বিড়ি বেঁচে, ঈশা খা'রা দর্জি,
শহরের বাপ- ভাই, উমিচাঁদ- শেঠজী।
আলাদীন আলু বেঁচে, কাওরান বাজারে,
আলীবাবা বল্লভ ঠিকাদার শহরে।

খয়রাতে পেট চলে, পিতা- বীরশ্রেষ্ঠ
প্রগতির জন্জাল, বাঁচে- উচ্ছ্বিষ্ট।
বৈরাগী বিবেকেরা, তেলে খুব দাম,
প্রজা জপে পালা করে- দৈত্যের নাম।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,




" এক যে ছিলো দেশ.." এর গল্প ।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

কিরমানী লিটন বলেছেন: ....বিদেশ- এদেশ নয় নিশ্চয়ই !!!

ভালোবাসা জানবেন সব ভাবেই পাশে পেয়েছি, সাহস পেয়েছি, উদ্দীপ্ত হয়েছি প্রতিটি মতামতে। ভালোবাসা আর শুভকামনা নিরন্তর।

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ! অসাধারণ সংকেতে কবিতাটা সাজিয়েছেন এবং ভেতরে একটা সমকালীন ভয়ংকর রূপ লুকানো আছে।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৬

কিরমানী লিটন বলেছেন: সত্যিই- ভীষন উজ্জিবিত হলাম আপনার আন্তরিকতায় মেশানো মনন মতামতের প্রতিটি শব্দমালায়। ভালোবাসা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

ইমরান আল হাদী বলেছেন: গল্প হলেও মিথ্যে নয়।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৯

কিরমানী লিটন বলেছেন: মিথ্য বেসাতিতে
ভন্ডের দাপটে
প্রজ্ঞায় নাড়া দেয়
চড় মারে সপাটে...


ভালোবাসা আর অনন্ত শুভকামনা।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫

কাওসার চৌধুরী বলেছেন: কবিতাটি দুর্দান্ত। তার চেয়েও দুর্দান্ত ছবিগুলো।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৩

কিরমানী লিটন বলেছেন: আপনার মননের প্রজ্ঞায় মাখা আন্তরিক মন্তব্য সত্যি- উজ্জিবিত হলাম, মুগ্ধ ডানায় পাখা মেললো আমার ডানাভাঙ্গা কবিতা প্রতিটি শব্দমালা। কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

ওমেরা বলেছেন: নাম ও যেমন কবিতাও তেমন । খারাপ বলিনি কিন্ত।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬

কিরমানী লিটন বলেছেন: প্রিয় ওমেরা,
আপনার আন্তরিক উপস্থিতি সত্যিই উজ্জিবিত করে আমাকে- আমার অকবিতার গুলো কবিতা হওয়ার স্বপ্ন দেখে সৃষ্টিসুখের উল্লাসে।

পাশে চাই- এভাবেই। ভালোবাসা রইলো- অনেক শুভকামনায়......

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: বেশ লিখেছেন।
সব মিলিয়ে দশে আট দিলাম।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

কিরমানী লিটন বলেছেন: সাব্বাশ ভাই, এ প্লাস মাইরা দিছি...।

আমি কিন্তু টেনেটুনে পাশ করলেই মহাখুশী। ভালোবাসা রইলো দশে দশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.