নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

"গত দশ বছরে জিনিস পত্রের দাম বাড়েনি" মাননীয় অর্থ মন্ত্রী একটা নোবেল পেতেই পারেন!!!

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০



একদম হক কথা। আসলে আমরাই চিনতে পারিনি- জনাব অথর্ব মন্ত্রীর মনের অতলান্তিক গহীনে লুকিয়ে থাকা কথার অন্তর্নিহিত তাৎপর্য। আর জিনিসপত্র বলতে তিনি কি বলেছেন- তা না বুঝেই, খামাখা চিল্লাচিল্লি করছি। উনি ঠিকই বলেছেন। আমরা ফরমালিনযুক্ত আম- কাঁঠাল বাঙ্গি জনতা তার তলানীতে উঁকি না দিয়ে অজথাই হুজুগে মাতলামি করি- যত সব রাবিস....!!! তাই আসুন, এক নজরে দেখে নেই- উনার কথার অন্দরে তালাস করে। দেখে নিই- জিনিসপত্র বলতে উনি আসলে কি বুঝিয়েছেনঃ

১. মানুষের জীবনের দামঃ
গত দশ বছর আগেও ক্রসফায়ারে মানুষ মারা গেলে কোন টাকা পাওয়া যেত না, এখনও পাওয়া যায় না। মানে মানুষের জীবনের দাম এক টাকাও বাড়েনি !

২. বকাবাজিঃ
দশ বছর আগেও মানুষ ফ্রী-তে গালাগালি, বকাবাজি করতো- এখনও ফ্রী। তার মানে দাম বাড়েনি !

৩. সত্যঃ
দশ বছর আগেও সত্য কথার দাম ছিল না, এখনও নাই- দাম বাড়েনি- সত্যের !

৪.সততাঃ
দশ বছর আগেও সততার দাম ছিল না। এখনও নেই। এক পয়সাও দাম বাড়েনি !

৫. টাকাঃ
দশ বছর আগেও একশ টাকা ভাঙ্গতি করলে একশ টাকা পাওয়া যেতো এখনও তাই পাওয়া যায়। এক টাকাও বেশী পাওয়া যায় না।
তার মানে দাম বাড়েনি- কানাকড়িও !

৬.যোগ্যতাঃ
আগেও যোগ্যের দাম ছিল না, এখনও নাই। মানে দাম বাড়েনি- এক পয়সাও !

৭. মেধাঃ
আগেও মেধাবীর দাম ছিল না, এখন তাই-ই... দাম বাড়েনি !

৮. সরকার প্রধানের প্রতিশ্রুতিঃ
আগেও সরকার প্রধানের প্রতিশ্রুতি বা কথার দাম ছিল না, এখনও নাই- দাম বাড়েনি !

৯. বিশ্বাসঃ
দশ বছর আগেও দাম ছিল না বিশ্বাসের, এখনও নেই- দাম বাড়েনি !

১০. ফেসবুকে ও ব্লগে লিখা- লিখিঃ
দশ বছর আগেও ফেসবুক বা ব্লগে লিখলে কানা- কড়ি পাওয়া যেতোনা, এখনও পাওয়া যায় না। তার মানে- দাম বাড়ে নি এক পয়সাও.... !


কে বলে তিনি- আবুল ? আসল আবুল- জনগন ! তিনি আসলেই একটা মাল- আমরা সব জামাল, তাই এখন উনাদের কাছে- খাগোসী হয়ে নির্মমতায় শিকার হচ্ছি নিয়ত...। জিনিসপত্র বলতে উনি কি বুঝিয়েছেন তা না বুঝেই, আফসোস- হুজুগে বাঙাল !! " বরং আসুন, এই মালটাকে আমরা সবাই মিলে একটা নোবেল দেয়ার আওয়াজ তুলি বজ্রকন্ঠে...!! এই নিন- নোবেল !!!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬

হাবিব বলেছেন: ছবিটা ভালো লেগেছে। পড়ে দেখছি একটু পরে। পড়া শেষে কেমন হলো বলবো ।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯

কিরমানী লিটন বলেছেন: :) :D B-) :P :-P =p~ =p~ =p~

২| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭

সিগন্যাস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

কিরমানী লিটন বলেছেন: :-P :-P =p~ =p~ X(( X((

৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হেতে মনে হয় আসহাবে কাহাব, দশ বছর ঘুমে আছিল =p~

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

কিরমানী লিটন বলেছেন: ইয়া কা বধু- ওয়া কানা...। হেতে দিন কানা ... =p~ =p~ =p~

৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: অর্থ মন্ত্রী তো আর বাজারের যান না, তাই তিনি বাজারের অবস্থা জানেন না।
উনি যদি মন্ত্রী না হতেন তাহলে বুঝতে জিনিস্পত্রের দাম বেড়েছে কিনা !

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন- বাজারে গেলে আর এমন উদ্ভট মন্তব্য করার আগে- হাজার বার ভাবতেন। তখন আমাদের মতো নিম্ন মধবিত্তের কপালে আর এ ধরনের উপহাস শুনতে হত- না। ".... এদের জ্ঞান দাও প্রভু- এদের ক্ষমা করো..."।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১

কথাকথিকেথিকথন বলেছেন:





উনি রূপকথার বই পড়েন বেশি। হয়তো তাই বাস্তব জীবন সম্পর্কে ধারণা কম রাখেন!!

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

কিরমানী লিটন বলেছেন: একদম সত্যি ...
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে। তাই এই উপহাস- এই অবজ্ঞা। সত্যিই বড় বেদনা জাগায় স্বপ্নাতুর মিথ্যার তির্যক উপেক্ষা...
ভালোবাসা জানবেন, প্রিয় কথাকথিকেথিকথন ।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪

মাহমুদুর রহমান বলেছেন: শেষ কথাগুলো অত্যন্ত যৌক্তিক।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

কিরমানী লিটন বলেছেন: উপহাসে ক্ষত- বিক্ষত নিম্নবিত্তের নিম্নগামী উপায়হিনতার মুখে কষে- চপেটাঘাত জনাব অর্থমন্ত্রীর কথাগুলো ...।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: উনি রাবিশ ছাড়া আর কিছু বলতে পারেন কি না সন্দেহ।

এইসব ফাউল লোকগুলা আমাদের দেশটা চালাচ্ছে!!

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০

কিরমানী লিটন বলেছেন: জাতি হিসাবে এটা দুর্ভাগ্য আমাদের।
আমার আর কোথাও যাবার নেই- কিচ্ছু বলার নেই...।
শুভকামনা জানবেন- প্রিয় জুনায়েদ বি রাহমান ভাই।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

কালীদাস বলেছেন: হা হা হা হা =p~ =p~ এই নোবেল বেচারা কোন দোষে এই শাস্তি পেল আপনার কাছে?

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

কিরমানী লিটন বলেছেন: :) B-) :-P
শাস্তি নয়- সম্মসন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.