![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেথায় রাতে চাঁদের আড়ি, দিনের সাথে সূর্যটা
হৃদয় থাকে অনেক দুরে- একটা হতে আরেকটা,
অন্দরে তার বিভেধ কালো, মাথার উপর আকাশটা
সদাই সেথা ঠেলছ কেন, আমার প্রাণের স্বদেশটা ?
হিংসা ক্রোধের আবাদ করো, বছর জুড়ে-সারাটা
ডাকছ কেন সে আঁধারে, বিষাদ কাজল সন্ধ্যাটা ?
তোমার সাথে মিটাওনা কেন, নিজের ভাইয়ের দ্বন্দ্বটা
তোমরা-তবে মিথ্যে প্রেমিক, বিকার বিবেক- মন্দটা ?
আমরা সকল দেশ- জনতা, উজাড় করে হৃদয়টা,
কোন বিপদে দেইনি সারা, বলো দেখি- দু’য়েকটা ?
তার প্রতিদান কি দিয়েছো, কে দিয়েছো- হিসেবটা,
বলো শুনি নতুন রাজা, পুরাণ রাজা- পরেরটা??
রক্ত দিয়ে একুশ পেলাম- দুঃখ বলার ভাষাটা
পাইনি সুযোগ বলার ভাষা- জীবন জয়ের গল্পটা
সে পিপাসা মিটলো লোনায়, রক্তে ভাসে এদেশটা
প্রাণের দরে ছিনিয়ে নিলাম- মায়ের আঁচল- জমিনটা।
সে জমিনে ফলবে আশা, জীবন জয়ের গল্পটা
ফুঁটাও স্বপন ছড়িয়ে সুবাস, পুরো না হোক- অল্পটা।
সবার দাবীর মূল্য সমান- গড়তে ন্যায়ে সঠিকটা
সেই প্রেরণায় উড়িয়ে ছিলাম, প্রাণের স্বাধীন- নিশানটা।
আজকে দেখি হিংস্র রাবন, মুখোশ তাদের- বাহিরটা
সত্ত্বা জুড়ে বনের আঁধার, জুলুম তাদের বিচারটা।
আইনরা সব জনম কানা, নেইকো তাদের চোখটা,
রাজার চোখে আইন দেখে, জজের আদেশ কলমটা।
অসির চেয়ে মসি বড় সুদূর অতীত- হিসেবটা
বোধের কলম অঘোর ঘুমে, শাসন চলে ছুরিরটা,
এমন মলিন নিকষ কালো- দেখতে মায়ের মুখটা
লক্ষ কোটি প্রাণের স্রোতে, রক্ত প্লাবন- সাগরটা ?
সইছি বলে সুযোগ ছুঁয়াও, রাজার চেয়ার- পাওয়ারটা,
এখন তোমায় দিতেই হবে, সকল জবাব- হিসেবটা?
স্বাদটা দুধের নাইবা পেলাম, দাওনা তবু- ঘোলেরটা
চাওয়ার শরীর একাই তোমার, প্রান্ত থেকে- শীর্ষটা?
রাজা, উজির, নেতা মশাই, তাকান ফিরে শিকড়টা
ভাঙ্গন ভুলে মৈত্রী গড়ুন, হৃদয় তারে- হৃদয়টা।
নইলে দেশের ঘুম-জনতা, ডাকবে ভোরের- সূর্যটা
দ্রোহের বারুদ জ্বালিয়ে প্রাসাদ, পুড়বে মোহের-চেয়ারটা।।
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা আর নতুন বছরের শুভেচ্ছা প্রিয় হাবিব স্যার। বরাবরই আপনার আন্তরিক মতামত উজ্জীবিত করে আমায়- আমার কবিতার প্রতিটি শব্দমালা...।
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫
বাকপ্রবাস বলেছেন: সুন্দর বাস্তবতার চিত্রটা
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মতামতে- অনুপ্রেরণার উচ্ছ্বাসে ভাসলো- আমার হৃদয়টা । শুভ নববর্ষ ...
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১
সাইন বোর্ড বলেছেন: নিয়তি এ জাতিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় - সেটাই এখন দেখার ।
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১
কিরমানী লিটন বলেছেন: কোথাও কেউ নেই, শুনার- বলার..
জেনে শুনে চুপ করে রই, আমরা এখন বধির।
ভালোবাসা প্রিয় সাইন বোর্ড । শুভ নববর্ষ....।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬
রাকু হাসান বলেছেন:
ছন্দে মুগ্ধ । শুভকামনা ।
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা সুপ্রিয় রাকু হাসান ভাই। নতুন বছরের শুভেচ্ছা ..।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: ঋণ খেলাপী রা
দেশ ও জনগনের
শত্রু।।
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭
কিরমানী লিটন বলেছেন: সব শকুনি দখল করে- ভাগার অধিকার
মিথ্যা কলা মুলার ছলে সাঁজে স্বৈরাচার ।
অনেক ধন্যবাদ আর নতুন বছরের অনেক শুভেচ্ছা প্রিয় রাজীব নুর ...।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫
হাবিব বলেছেন:
অসাধারণ পোস্ট ++++
এবং লাইক