![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল তোমাকে খুন করবো বলে
সারারাত শান দিয়েছি- গোলাপ,
স্নিগ্ধতা ডুবে থাকা- বেঁহুশে মন
তার যত অবাধ্য- প্রলাপঃ
" খুব ভেবেছ আবেগ এটা-
হৃদয় থেকে দূরে?
মধ্যরাতে উথলে উঠেই-
ফুড়িয়ে যাবে ভোরে?"
"এই ভুল অনুবাদ
মিথ্যরা যত
সত্যে চুমে- পদতলে,
হবে- অবনত।
সেই দিন ভোর হবে
আলোর সকাল,
স্বপ্নের- পাড়াপারে
সাথী- মহাকাল....।"
তোমাকে খুন করার নেশায়-
রাতভর ছুটেছি- গতকাল,
রোদ্দুর ছুঁয়ে দিলে- চোখ মেলে তাকাই
তখন দশটা তিরিশ- সকাল....!!!
পুনঃ ছবিতে -আমার ছেলে "যায়াদুল কিরমানী বিত্ত"। আল্লাচাহে আগামী ২ ফেব্রুয়ারী-২০১৯, সে- এস এস সি দিবে। সকলের দোয়া চাই- ওর জন্য.....।
বিশেষ দ্রষ্টব্যঃ
ব্যক্তিগত আবেদনে- ভুল হলে-ক্ষমা করবেন- আশাকরি।
২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় স্বপ্নবাজ
ভালোবাসা বর শুভকামনা রইলো- সব সময়.....
২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই- শুভকামনা জানবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কাব্য কবি
কবি আর স্বাপ্নিকেরা মহাকালের হিসেবেই রচে আপনা ভুবন!
ছেলে জণ্য শুভকামনা
বাপের জন্যে তো বটেই
হা হাহা
++++++
২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২
কিরমানী লিটন বলেছেন: সত্যিই আজ দেখি কবিতায়
প্রাণের আকাল
কবি তাই ছুটে চলা
এক টুকরো- মহাকাল...
ভালোবাসায় অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু - ভাই আমার।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪
মাহমুদুর রহমান বলেছেন: আপনার কবিতা আমার ভালো লাগে।
২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭
কিরমানী লিটন বলেছেন: আপনাদের এই ভালো লাগার হাতে- হাত রেখেই, কাব্যেরা একদিন পেড়িয়ে যাবে- মহাকাল...
ভালোবাসা জানবেন সুপ্রিয় মাহমুদুর রহমান ভাই। ভালো থাকবেন- সব সময়...
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে ++
যায়াদুলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। বিত্ত একজন বড় মানুষ হোক - কামনা করি।
২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮
কিরমানী লিটন বলেছেন: আপনাদের আশীর্বাদ ওর পাথেয় হয়ে সমৃদ্ধ করুক ওর সমস্ত পথচলা। ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয় পদাতিক চৌধুরি ভাই। অনেক শুভকামনা- শ্রদ্ধায় ...।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬
হাবিব বলেছেন: কবিতায়+++
২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা আর শুভাশিস জানবেন সুপ্রিয় হাবিব স্যার। ভালো থাকবেন- সব সময় ...।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ লেখা।
ছেলের জন্য শুভ কামনা।