নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

বেপরোয়া - পাপন....!!!

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৯



খেলায় তাহার আগ্রহ নেই- চেয়ারটাতেই ঝোঁক,
তিনিই তবু সভাপতি- ছিন্নি খাওয়া লোক।
পকেট ভরা পয়সা পাতি- নিত্য বিদেশ যাওয়া
বদ্ধ কুয়ায় সাতার কাঁটে- থাকুক না স্রোত হাওয়া।

বুবুর দয়ায় ক্রিকেট পতি- পুত্র জিল্লু কাকার
তাই সেটাকে বাবার ভাবেন- আঁকড়ে ধরে থাকার।
সাকিব তাহার পা চাটেনি ক্ষোভটা তাহার প্রতি,
তাই তাহাকে থামিয়ে আঁকেন- এগিয়ে চলার যতি!

সবাই জানে এই জুয়াড়ির- সকল জারিজুরি,
হিংসা ক্রোধের দাবানলে- আমরা এখন পুড়ি।
কোথায় তাহার জোরের খুঁটি, কাহার প্রিয়- আপন,
কাদের দয়ায় মুর্তি পাথর- বেপরোয়া পাপন !!!

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪

ইসিয়াক বলেছেন: দারুণ লিখেছেন ভাইয়া ।বাংলাদেশের ক্রিকেটের সামনে ঘোর অমানিশা ।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০১

কিরমানী লিটন বলেছেন: পাপন নামক ক্যাসিনো দানবকে সরিয়ে ক্রিকেটকে পরিশুদ্ধ করতে হবে। নইলে এই অমানিশার ঘোর আঁধার আরো গাঢ়তর হবে।
অনেক ভালোবাসা আর শুভাশীষ সুপ্রিয় ইসিয়াক ভাই।

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৯

ঢাবিয়ান বলেছেন: সাকিব নিজেকে মাশরাফি হতে দেয়নি এইখানেই তার সবচেয়ে বড় প্রাপ্তি। এই দেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান কিংবদন্তী হয়ে চির অমর হয়ে থাকবে। হাজার বছর পরেও এই দেশের মানুষ সাকিবকে চিনবে। কীর্তিমানের কখনও মৃত্যূ হয় না, মানুষ হতে দেয় না।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৮

কিরমানী লিটন বলেছেন: মাশরাফির মতো আওয়ামী দরে বিক্রি না হওয়ার জন্যই তার এই কাফ্ফারা। আওয়ামী দানব তাকে ছুঁতে না পেরে পিছন থেকে ছুড়িকাঘাত করেছে। এর ফল তাদের জন্য আখেরে গুণতেই হবে এবং তার মূল্য হবে অনেক চড়া। এক মাঘে শীত যায় না। মানুষের আবেগ অনুভুতির হত্যার দায়ে একদিন না একদিন তাদের - কাঠগড়ায় দাঁড় করাবেই। সেদিন খুব নিকটেই.....

ভালো থাকবেন সুপ্রিয় ঢাবিয়ান ভাই। সতত শুভেচ্ছা রইলো....

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

নাহার জেনি বলেছেন: বেপরোয়া পাপন... সত্যিই তাই।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা আমার ব্লগ বাড়ীতে আপনার আগমনে। শুভকামনা জানবেন।

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি তো জোয়া খেলিনি কখনো। এসব এডিটিং করা যায়। সব ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে।

আপনি না জেনে কিনা কি লিখেছেন, কবিতায়!

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

কিরমানী লিটন বলেছেন: সেন্স অব হিউমার
জুয়া নয় রিউমার
ক্রিকেটের ক্যান্সার
ফোড়া নয় - টিউমার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.