![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেত্রী আমার ধাত্রী মাতা
যাত্রী আমি নায়ের,
এবার না হয় মাঝিই হবো
শক্তি আছে গায়ের।
তেলে কি আর রুচি আছে
মাখবো এবার ঘি,
নোবেল জয়ী চামচা হবো
বলুক লোকে- ছিঃ!
দুষ্ট লোকে রুষ্ট হয়ে
স্পষ্ট করুক- ছিঃ ছিঃ,
ওসব ভেবে নষ্ট সময়
আমি কিন্তু- ভিসি!
ছাত্র মেরে গাত্র জুড়াই
দূর্নীতিতে পাকা,
আমার বুঝি সাধ জাগে না
চেয়ার ধরে থাকা?
হুন্ডাওয়ালা গুন্ডা দিয়ে
পান্ডা পুষে রাখি,
নিয়ম করে রাণীর পায়ে
তেলও আমি মাখি।
কিবা আসে লোকের কথা
যতই বলুক দলকানা,
আমি ভিসি ছাত্রলীগের
নামটি আমার - ফারজানা !!!
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৩
কিরমানী লিটন বলেছেন:
২| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৭
করুণাধারা বলেছেন: ++++++++++++++++++++++++++++..............
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৫
কিরমানী লিটন বলেছেন: ভিসি নামের কলঙ্ক সে
দূর্নীতিবাজ দলকানা,
বলুন সবাই চিনেন তাক
দল দাসী এক ফারজানা!
ভালোবাসা প্রিয় করুণাধারা। শুভরাত্রি.....
৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উফ! কি এক ছন্দ লিখেছেন মাইরি!
প্রতিটা লাইনে রস যেন গড়িয়ে পড়ছে।
দুর্নীতিতে আজকাল প্রমীলারাও পিছিয়ে নেই।
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪১
কিরমানী লিটন বলেছেন: ভিসি দিদি ভিসি দিদি
করছো তুমি কি
এই দেখনা তোমায় নিয়ে
কাব্য লিখেছি .....
কাব্য লিখি তোমার গুণের
ভাগের টাকা তেল বা নুনের
তোমার খেলা উপভোগে
কষ্ট মাঝেও হাসি.....
প্রীতি ও শুভেচ্ছা জানবেন সুপ্রিয় পাঠকের প্রতিক্রিয়া। শুভরাত্রি.....
৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ২:১২
ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: ''ফারাজানা'' টাইপো শুদ্ধ করে নেবেন। নাকি ছন্দেরই কোনো মাত্রা?
মহিলার চেহারায় একটা চান্দাবাজ ভাব আছে।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০১
কিরমানী লিটন বলেছেন: ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা ভাই, আপনাকে স্বাগতম আমার ব্লগ বাড়ীর জীর্ণ আঙিনায়। ফারাজানা- টাইপ মিসটেক ছিল। ঠিক করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেয়ার জন্য।
উনি মহাপরাক্রমশালী। তার লুটপাটের ভাগ চাইতে গিয়ে শোভন রব্বানীকে কোরবান হতে হয়েছে। ঈদ বোনাসের নামে দুই কোটি টাকার চাঁদা দেওয়া প্রমান পাওয়া গেলেও কিছুই হয়নি তার। নিজের স্বামীকে বিশ্ববিদ্যালয় লেডিস ক্লাবের সহসভাপতি বানিয়েছেন। লুটপাট দূর্নীতেতে আকন্ঠ নিমজ্জিত তিনি। তার বিরুদ্ধে ছাত্র শিক্ষক যে-ই কথা বলে তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে তার উপর ফারজানার পালিত ছাত্রলীগ নামক পিশাচ লেলিয়ে দিয়ে সাইজ করে। তবু তার কিছুই হয় না। তিনি নাকি পিএমের বান্ধবী। হায় পিএম- হায় বান্দরবী, আফসোস....!!!!!
৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৪
নীল আকাশ বলেছেন: এই মহিলা নির্ঘাত ছাত্রী অবস্থা সেইরম ক্যাডার ছিল রে মাইরি!!!
ছড়া ভালো লেগেছে।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৪
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন ভাই, নীল আকাশ।
চেহারার ভূগোল দেখে মনে হয়- তিনি তার স্বামীকেও মারপিট করেন। এই না হলে পিএমের বান্দরবী.....
৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩১
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসায় জীবন ভরে উঠুক কানায়- কানায়। অনেক শুভকামনা প্রিয় রাজীব নুর ভাই। শুভ সকাল।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭
মা.হাসান বলেছেন: উনি মমতাময়ী মা, ঈদের আগে নিজের ছেলেদের বাসায় বা রুমে রুমে ঈদ সালামী পাঠিয়ে দিয়েছেন। এমন মা কে অবরুদ্ধ দেখলে সোনার ছেলেরা কি 'হাতে চুড়ি পরে' বসে থাকবে?
উনি কেন পদত্যাগ করবেন? ওনার পা তো দুইটা না, ছয়টা -- নিজের দুটা, লীগের দুটা আর বান্ধবীর দুটা, কাজেই ওনার জন্য পদত্যাগ করা কঠিন।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬
কিরমানী লিটন বলেছেন: একদম ঠিক বলেছেন।
দেশটা উনার বাবা
ইচ্ছা হাড়- মাংস
কামড়ে ছিড়ে খাবার.....
এ কোন সকাল, রাতের চেয়েও- অন্ধকার....?
ভালোবাসা প্রিয় মা. হাসান, ভাই আমার।
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২২
কিরমানী লিটন বলেছেন: ভাই,
মুখ দেখে বুঝেন না- উনি নিজেই ল্যাট্রিনের হাই কমোড। সারাক্ষন হা করে থাকে গু খাওয়ার জন্য। জাবিকে ওর বাপের তৈরি করা পায়খানা ভেবে নিজে সব গু খাওয়ার লোভে সন্ত্রাসের অভ্যুখান ঘটিয়েছে পাগলা কুকুর ছাত্রলীগ দিয়ে। এই হলো একজন প্রধানমন্ত্রীর বান্ধবীর চরিত্র!! ওয়াক থু....!!!
৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এতো শক্তিশালী আর প্রতিবাদী ছন্দ অনেকদিন পাইনি।
ভালো থাকুন কবি। ভালো লাগা জেনে নিন।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫
কিরমানী লিটন বলেছেন: আমাদের ভবিষ্যত আমাদেরই গড়ার অপেক্ষায়......
প্রাণীত হলাম প্রিয় স্বপ্নবাজ। একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়লো কাব্যের আঙিনায়। ভালোবাসা নিরন্তর।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯
সাইন বোর্ড বলেছেন: লে হালুয়া !
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১১
কিরমানী লিটন বলেছেন:
১০| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ছড়াটাও উনার বিরুদ্ধে অপপ্রচার...
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭
কিরমানী লিটন বলেছেন: উনি নিজেই অপ- মানে অপশক্তি, অপরাধী, অপসংস্কৃতির ধরক, অপরানীতির বাহক। এতগুলো অপ যার দখলে তার বিরুদ্ধেতো প্রচার হবেই....
ভালোবাসা আর শুভকামনা প্রিয় বিচার মানি তাল গাছ আমার।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৫
ঢাবিয়ান বলেছেন: আপনাকে এখনও শিবির ডাকা হয়নি? যেসব ছাত্রছাত্রী ও শিক্ষক এই ভিসির বিরুদ্ধে আন্দোলন করছে, তাদেরকে গনহারে শিবির কর্মী ট্যাগ করে ধোলাই দেয়া হচ্ছে। পত্রিকায় মার খাওয়া শিক্ষকের ছবিও এসেছে। তারপরেও ভিসি , ছাত্রলীগ বহাল তবিয়তে আছে!!!
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫১
কিরমানী লিটন বলেছেন: ইয়াহিয়ার পালিত গুন্ডা এনএসএফ যেমন তখনকার মুক্তিকামি সাধারন ছাত্র- শিক্ষক জনতার উপর ঝাঁপিয়ে পড়তো হায়েনার উল্লাসে। ঠিক তেমনি এখনকার ছাত্রলীগ নামক হায়নাগুলোও তেমন স্বৈরাচারী নেত্রীর নির্দেশে প্রতিনিয়ত এদেশের সুন্দরের পক্ষ্যের সব মানুষের হাড়- মাংস চিবিয়ে খাচ্ছে। আর শিবির আছে নাকি এখন দেশে- ছাত্রলীগইতো এখন শিবির এনএসএফ, জেএমবি, আইএস, জঙ্গি খুনী লুটেরা ডাকাত চাঁদাবাজ সব রঙ একাই ধারন করেছে।
ভালোবাসা প্রিয় ঢাবিয়ান, ভাই আমার।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছন্দ সুন্দর হয়েছে
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি কাজী ফাতেমা ছবি। সতত শুভেচ্ছা আর শুভকামনা জানবে।
১৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮
ল বলেছেন: লও ঠ্যালা -- মাইরি।।।
বিচি বিদ্যমান আছে কি না???
০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
কিরমানী লিটন বলেছেন:
কাউকে আমি কেয়ার করি
বলুক লোকে দলকানা,
আমি ভিসি- ছাত্রলীগের
দলের দাসী- ফারজানা।
কুমির বদন মুখটা তাহার
দূর্নীতিবাজ একখানা,
ভাগাভাগির দোকান খুলে
ধান্ধা ফিকির সব জানা।
ছাত্র মেরে গাত্র জুড়ান
ডুবে থাকেন লুটপাটে,
পিএম যদি বান্ধবী হন
তখন তাকে কে ঘাটে?
চান্দা দিয়ে ধান্ধা করেন
পান্ডা পুষেন নিজ হাতে,
শিক্ষা ভুলে ডাকাত পোষেন
পাগলা কুকুর তার সাথে।
এই যদি হয় র্কীর্তি তোমার
শিক্ষিকা নয় সে - মুচি,
একদলা থু- তোমার মুখে
ভিসি তোমায়, ছিঃ ছিঃ.....!!!
ভালোবাসা প্রিয় ল, ভাই আমার।
১৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
এস সুলতানা বলেছেন: ঠিক বলেছেন
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫০
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর ভালোবাসাজানবেন সুপ্রিয় এস সুলতানা আপু। শুভকামনা রইলো।
১৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
আমার গল্প বলেছেন: অসাধারণ প্রকাশ ছন্দে ছন্দে
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫২
কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবে প্রিয় আমার গল্প। শুভকামনা জানবেন।
১৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭
ল বলেছেন: একশততে একশো মার্ক দিলাম ---
আমি কি দলীয় লোক??? হা হা
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৭
কিরমানী লিটন বলেছেন: বিবেকবান লোক দলীয় হলেও সমস্যা নেই। কিন্তু বিবেকহীন বিকারগ্রস্থরা দলীয় না হলেও সমস্যা সৃষ্টি করে। দলীয় - নির্দলীয় আপনি যেই হোন না কেন- আপনাকে বিবেকবান হিসাবেই জানি। আর এই জানাতেই থাকতে চাই সব সময়।
ভালোবাসা আর শুভকামনা সুপ্রিয় ল। শুভরাত্রি।
১৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
তিনি মহিলা টারজান তাঁকে নিয়ে বাংলা চলচিত্র হোক।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০১
কিরমানী লিটন বলেছেন: ফারজানা টারজানা
মহিলা কি- নাই জানা
হরমোন টেষ্ট
হানা হবে বেষ্ট.....
শুনলাম তিনি মাঝে মাঝেই তার স্বামী নামের ভৃত্যকে মারধোর করেন।
১৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৮
ইসিয়াক বলেছেন: এই সব নির্লজ্জ বেহায়া মানুষগুলো দেশটাকে কুরেকুরে খাচ্ছে।
ঘুণপোকা
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৮
কিরমানী লিটন বলেছেন: একি দেখলাম, মায়ের আঁচলে
মানুষের আদলে এক পাল শূয়র!
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২১
কিরমানী লিটন বলেছেন: ভিসি তুমি খারাপ লোক
তোমার মাথায় উকুন হোক
১৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: ভিসি তুমি খারাপ লোক
তোমার মাথায় উকুন হোক
উকুনগুলো তোমায় খাবলে খাক ,
তোমার বংশ নিপাত যাক ।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮
কিরমানী লিটন বলেছেন: ভিসি মানে লুটেরা
দলবাজ অন্ধ
বন্ধকি বিবেকের
নোংরার গন্ধ......
২০| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মারহাবা জোরছে তালি হবে
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৪
কিরমানী লিটন বলেছেন: ফারজানা দি'র ভেলকিবাজি
আমারা আবাল সব হাবা,
হাসু মামা চেচিয়ে উঠে
জোরসে বলে- মারহাবা
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর শুভকামনা অশেষ প্রিয় হাসু মামা- ভাই!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৭
তারেক ফাহিম বলেছেন:
