নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

গরীব বাদশা....

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৯



আজ একটা গল্প বলি- নয় মোটে তা হাসির,
দিল্লীর এক বাদশা ছিলেন, নামটি ছিলো নাসির!

একদিন তাঁর বেগম নিজেই রাঁধতে গিয়ে ভাত,
বে-খেয়ালে হঠাৎ করে পুড়িয়ে ফেলেন হাত !
দরবারেতে এসে তিনি বলেন_'হুজুর শুনুন-
ভাত রাঁধতে হাত পুড়েছে ক্যামনে জ্বালি উনুন?
একটা দাসী দিন না রেখে একটু দয়া করে-
সাহায্য সে করবে আমায় শুধুই পাকের ঘরে!’

বাদশা বলেন- ‘বেগম এটা কী রকম আবদার?
দাসী রেখে কোথায় থেকে মায়না দিবো তার?
কোষাগারে অর্থ-কড়ি অনেক আছে মানি-
কিন্তু ওসব প্রজাগণের; আমার তো নাই জানি!
কেমনে করি এই দু’হাতে পরের ধনের ক্ষয়?
খোদার কাছে ‘পাপীষ্ঠ’ হয় আমার পরিচয় !
আমি হলেম প্রজার চাকর, বাদশা শুধু নামে,
আমার মতো গরীব কে আর আছেন ধরাধামে?
তারচে বরং আপনি চলুন, যাচ্ছি আমি সাথে,
এখন থেকে রান্না দু’জন করবো হাতে হাতে!’

মন্তব্য ২৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:০২

মাআইপা বলেছেন: অসাধারণ লাগলো। +++

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৩

কিরমানী লিটন বলেছেন: সুপ্রিয় মাআইপা ভালোবাসা জানবেন। স্নিগ্ধ শুভকামনায় শুভ সকাল।

২| ০৭ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৭

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।
সুপ্রভাত ভাইয়া।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০০

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ সকালের সজীব শুভেচ্ছা আর ভালোবাসা জানবেন প্রিয় ইসিয়াক ভাই....। শুভ সকাল....

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৪

কিরমানী লিটন বলেছেন: আসাদুর রহমান ভাইয়ের মন্তব্যটি লাইক দিতে গিয়ে ডিলিট হয়ে গেছে। সরি ভাই।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৮

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই। শুভ সকাল।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৬

খাঁজা বাবা বলেছেন: চমৎকার হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২০

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ শুভকামনা আর ধন্যবাদ অশেষ। ভালোবাসা জানবেন সুপ্রিয় খাঁজা বাবা.....

৬| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর সতত শুভকামনা জানবেন সুপ্রিয় স্বপ্নবাজ। ভালো থাকবেন সব সময়....

৭| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

ছোট সাহেব বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয়।
.
অসাধারন।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ শুভকামনায় সজীব হোক জীবন। নিরন্তর ভালোবাসা আর কৃতজ্ঞতা অশেষ। সমৃদ্ধ আগামীর প্রত্যাশা....

৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫০

করুণাধারা বলেছেন: এ আবার কেমন বাদশা, খুবই কৃপণ মনে হচ্ছে।

নিজের বউয়ের সাথে যে এমন কৃপণতা করেন, দেশের শিল্পী-সাহিত্যিকরা চিকিৎসার জন্য এসে টাকা চাইলে এই বাদশা মনে হয় এক টাকাও দিতেন না।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩

কিরমানী লিটন বলেছেন: দেশটা যে তার বাবার না
লুটেপুটে খাবার না
তাই সে কৃপণ উদার না
সব বিলিয়ে দিবার না....

একরাশ মুগ্ধতা ছড়ালো কবিতার আঙিনা। আন্তরিক মতামতের জন্য শুধুই কৃতজ্ঞতা। শুভকামনা রইলো প্রিয় করুণাধারা।......

৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

পদ্মপুকুর বলেছেন: আপনার লেখা এটা? অসাধারণ
সাম্প্রতিক দেশের পরিস্থিতি বিবেচনায় খুবই উপযুক্ত হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন ভাই। এখনকার রজা- উজির- সিপাহি চামচাদের এই কবিতা থেকে শেখার আছে অনেক কিছু। ক্ষমতা মানেই সব কিছু লুটপাটের লাইসেন্স না।

অনেক ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা সুপ্রিয় পদ্ম পুকুর.....

১০| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

সোনালী ডানার চিল বলেছেন: দারুন লিখেছেন-
শুভকামনা রইল!

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

কিরমানী লিটন বলেছেন: একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানবেন সুপ্রিয় সোনালী ডানার চিল। মুগ্ধ কৃতজ্ঞতা আর অন্তহীন ভালোবাসা রইলো- ভাই আমার।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার গরীব বাদশা সমাচার। ++
শুভকামনা জানবেন।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগার নাগাল ছুঁয়ার আনন্দে পরিতৃপ্ত হলাম- খু উ ব। প্রণতি জানবেন সুহৃদ প্রিয় পদাতিক চৌধুরী। সতত শুভাশিস রইলো।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ বেশ সরেশ হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মতামতে মুগ্ধ হলাম। প্রীতি ও শুভেচ্ছা জানবেন সুপ্রিয় মোঃ মাইদুল সরকার ভাই .....

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: উল্টো দেশের উল্টো রাণী
শুনবে কেন মহত বাণী
প্রতিশোধের জন্য আসা
ভুলে গেছেন সেই কাহিনী?

এখন সবই উল্টো চলে
উল্টো করে উল্টো বলে
যা কিছু সব লুটে পুটে
খেয়ে ফেলার ফিকির চলে।

নাই জীবনের কোন দর্শন
ভোগ লিপ্সা আর নাফস ধর্ষন
টিকি দাড়ি সবই বেহাল
ছুটছে ভোগের পিছে সকল।

নীতি কথা কিতাবে রয়
বাস্তবে সব উল্টাতে হয়
সব খানেই ভন্ডামী
হায়! যাব কোথা এ আমি?

শিক্ষকেরই চরণ ধোয়ার
শিক্ষা গেল জলে
শিক্ষকেরে ধাক্কা মেরে
পুকুরে দেয় ফেলে!

চেতনার্ এই অধ:পতন
জয় বাংলার এ কোন বোধন
ছি: ছি: লজ্জ্বা ! কোথা' মুখ লুকাই
ইতিহাস ফিরে আসে কর্মফলেতেই।

০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

কিরমানী লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন প্রিয় বিদ্রোহী, ভাই আমার। আপনার বিনীত অবগতির বিপন্ন বর্তমানের দু'ছত্র বাস্তবতা তুলে ধরা.....


ভাত পঁচে মদ হয়
মদ পঁচে বদ,
বদ পঁচে লীগ হয়
খুনের সনদ।

ঘাম পঁচে বাম পায়
ডিজিটাল ছোঁয়া,
মুখোশের উম পায়
প্রগতির ধোঁয়া।

বাম পঁচে লীগ হয়
বাকশালি ধ্যানে,
জীবানুর আশ্রয়
নৌকার পানে।

রাজাকার পঁচে হয়
চেতনার গুড়,
নৌকার মাঝি হয়
পাল্টায় সুর।

জুয়াচোর পঁচে গেলে
খুলে ক্যাসিনো,
তাকে বলি যুবলীগ
কথা পুরনো।

ভন্ডেরা পঁচে গেলে
ভান্ডারী হয়,
তাহেরীকে ধর্মের
কান্ডারী কয়।

হাঁচি পঁচে কাশি হয়
মাছি পঁচে ভিসি,
বিবেক পঁচারা তাই
মাসী আর পিসি।

বখাটেরা পঁচে হয়
বুয়েটের নেতা,
প্রশ্ন ফাঁসের গুণে
নকল মেধা।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৮

সোহানী বলেছেন: এ কবিতা পড়ে মনের দু:খ কয়েকগুন বাড়ায়ে দিলেন কবি।............

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

কিরমানী লিটন বলেছেন: এটাই একজন প্রকৃত শাসকের স্বরুপ। আর আমাদের দশ হাতওয়ালা মহারাণী? আফসোস......

স্নিগ্ধ সুন্দরে ভরুক জীবন। সবার ভালোবাসায় সমৃদ্ধ হোক আপনার কাঙ্খিত আগামী। অনেক শুভকামনা প্রিশ সোহানী আপু। কৃতজ্ঞ ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.