![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোটার বিহীন গণতন্ত্রে
পিঁয়াজ বিহীন তরকারি,
ক্রিকেট মাঠে প্রমান হলো
ভন্ড আদেশ- সরকারি।
রসুন রঙের শাড়ির ঝলক
পিঁয়াজ রঙের বল তারি
চোখের জলে লবন ধারা
মড়ক ছিল দরকারী।
দশ মিথ্যার পিপীলিকা
ইঁদুর ছিল খুব ধাড়ি
থলের বিড়াল বেড়িয়ে এলো
এমন করুণ ফল তারি।
গোলাপি আভার সর্বনাশে
কাঁপছে শরীর খেলায়- ভয়
ক্রিকেট বলের চোখ রাঙানো
পিঁয়াজ দানব মনে হয়!!
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১
কিরমানী লিটন বলেছেন: সালাম প্রিয় শ্রদ্ধাভাজন গাজী ভাই। ভারত কেন, পেঁয়াজ সংকটের জন্য আমরা নিজেরাই দায়ী। আর ম্যানেজমেন্টের দায়িত্বে থেকে অব্যবস্থাপনার জন্য সরকার। ভারততো আমাদের মতো দেশপ্রেম বিবর্জিত জাতি না....
তবে যাই বলেন না কেন পিঁয়াজ রঙের বল- আমাদের ক্রিকেটারদের নিয়ে ইঁদুর - বিড়াল খেলায় মেতেছে তা দেখে আফসোসে পুঁড়লেও- মজাও কম পাচ্ছি না.....
শুভকামনা জানবেন, শ্রদ্ধায়- ভালোবাসায়.....
২| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
jacchetaiweb বলেছেন: কবি হয়তো সমকালীন সমালোচিত কিছু বিষয় তুলে ধরতে চেয়েছিলেন। বিষয়গুলোর সংযোগটা কবিতায় খুজছি, পাচ্ছি না।
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
কিরমানী লিটন বলেছেন: পিঁয়াজ ছাড়া তরকারি খেয়ে পিঁয়াজ রঙের বল দেখে আমাদের ক্রিকেটারদের করুণ আত্নসমর্পণের অবস্থার রম্য চিত্র আঁকতে চেষ্টা করেছি কবিতায়....
সআমার জীর্ণ ব্লগ কুটিরে আপনাকে স্বাগতম প্রিয় jacchetaiweb. পাশে চাই- এভাবেই.....
৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
জগতারন বলেছেন:
ঘ্যানর-ঘ্যাগন
প্যানর প্যান
এক তাপ্পরে
মাছি শেষ।
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
কিরমানী লিটন বলেছেন: দৌড়ের উপর আছি
আমজনতা- মাছি৷
স্নিগ্ধ শুভকামনা প্রিয় জাগতারন ভাই.....
৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
জগতারন বলেছেন:
প্যানর প্যান = প্যানর প্যানর
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২
কিরমানী লিটন বলেছেন: পিঁয়াজ খেয়ে প্যানর প্যানর
ক্রিকেট নামে ঘ্যানর ঘ্যানর
ভালোবাসা জানবেন - আবারও.....
৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২
বাকপ্রবাস বলেছেন:
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
কিরমানী লিটন বলেছেন:
শুভ সন্ধ্যায় শুভকামনা সুপ্রিয় বাকপ্রবাস - ভাই আমার.....
৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
নুরহোসেন নুর বলেছেন: আমাগো ক্রিকেটাররা বলের পরিবর্তে খালি পেঁয়াজ দেখছিলো তাই ভালো খেলবার পারে নাই
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন ভাই। এটা পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়ার ফল। পিঁয়াজী রঙের বলকে পিঁয়াজ মনে করে খেলতে গেলে এমনই হয়।
অনেক ভালোবাসা সুপ্রিয় নুরহোসেন নুর ভাই। শুভকামনা জানবেন।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৯
নার্গিস জামান বলেছেন:
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৪
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা নার্গিস জামান আপু। শুভরাত্রি....
৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: এই দেশে জন্ম নেওয়াটাই পাপ হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে শুধু দুষ্টলোক।
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৬
কিরমানী লিটন বলেছেন: আমাদের ভবিষ্যত আমাদেরই গড়ার অপেক্ষায়....
স্নিগ্ধ শুভকামনা আর ভালোবাসা জানবেন সুপ্রিয় রাজীব নুর ভাই। শুভরাত্রি.....
৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৮
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা অশেষ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভকাুয় শুভরাত্রি.....
১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২২
কিরমানী লিটন বলেছেন: কাঁধে হাত রেখে এগিয়ে চলার এই ইচ্ছা বেঁচে থাকুক সুস্থ সবল নীরোগ দেহে। ভালোবাসা প্রিয় রাজীব নুর ভা। শুভকামনা অশেষ.....
১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ হয়েছে।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা সতত সুপ্রিয় মোঃ মাইদুল সরকার ভাই। শুভকামনা অশেষ.....
১২| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫
তারেক ফাহিম বলেছেন: ভালো লাগছে।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা অনেক প্রিয় তারেক ফাহিম ভাই। শুভেচ্ছা সতত....
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬
নীল আকাশ বলেছেন: চাঁদগাজ মন্তব্যের সাথে সহমত তবে আমরাও কিছুটা দায়ী।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৮
কিরমানী লিটন বলেছেন: চাঁদ গাজী ভাইয়ের মতামতকে আমিও শ্রদ্ধায় সহমত জানিয়েছি। আমরাই বেশী দায়ী আমাদের উপায়হীনতার জন্য।
সতত ভালোবাসা আর শুভকামনা সুপ্রিয় নীল আকাশ.....
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
আমিই মিসির আলী বলেছেন: সমসাময়িক কবিতা ভালো লাগলো।
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
কিরমানী লিটন বলেছেন: আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম প্রিয় মিসির আলী। ভালোবাসা আর শুভকামনা রইলো।
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাঘে করে আদর
নাচে বোকা বাদর
যখন করবে হা
মারা যাবি? যা!
@
নাকানি চুবানি
দিয়ে হাসে মোদি'জি
দিদি ভাবে যাহ্, এ কিছুনা
সাতারতো শিখছি
@
ক্রিকেট বোর্ডে চেয়ারম্যান
করে প্রধানমন্ত্রীর রিসেপশন
কিসের আবার প্রটোকল
চোখে শুধু গোলাপী বল!!!
@
চেতনারে চেতনা
পাকি পেয়াজো ছাড়েনা
বন্ধু দিল বাঁশ
হায়! পাকি পিয়াজ খাস?
@
ছি: ছি: ছি:
লজ্জ্বায় মরি
চেতনার সব্বোনাশ
বাঁচে পাকিদের ধরি!
@
পাকিদের ভাগিয়েছি
তুই শ্লা কোন ছাড়
পেয়াজ গরুতে বাঁধা
পাঠাব পগাড় পাড়!
@
স্ব-দেশী চেতনা, প্রাণে
স্ব-দেশী ভাবনা; ভোলো অবসাদ
জাগিয়ে প্রানে তুড়িয় নাদ
বলো: বাংলাদেশ জিন্দাবাদ।
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯
কিরমানী লিটন বলেছেন:
আমাদের সবিতা
লেখে নাই কবিতা,
হাসি দেখে মনে হয়-
সিনেমার ববিতা।
সবিতার নাটকে ঘটছেও বিস্তার,
আর নেই নিস্তার!
প্রেম-পানি উছলায় গঙ্গা কি তিস্তার।
আজগুবি বাক্যের
বক্তৃতা ছাইপাশ,
রবি-দাশ হার মেনে
পথ ধরে বাইপাস।
সবিতার বসবাস ক্ষমতার খনিতে,
দাদা বাবু ভারতীয় নয়নের মণিতে।
অসাধারণ বলেছেন, প্রিয় বিদ্রোহী। দারুন ছান্দসিক কাব্যে বিনম্র শ্রদ্ধা। ভালোবাসা নিরন্তর।
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩১
হাবিব বলেছেন: সব কথা সব জায়গায় বলতে নাই
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৬
কিরমানী লিটন বলেছেন: সত্য যে কঠিন - কঠিনেরে ভালোবাসিলাম।
স্নিগ্ধ ভালোবাসা আর শুভকামনা জানবেন সুপ্রিয় হাবিব স্যার.....
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
পেঁয়াজ দেশে উৎপন্ন হওয়ার কথা; চাষীর ছেলেরা মরুভুমিতে উট চরাচ্ছে, কবিরা কবিতা লিখছেন, সেক্রটারীরা নিজেদের বাড়ী তুলছে, ব্যবসায়ীরা মানুষের পকেট কাটছে, ব্লগারেরা ব্লগিং করছেন; শেষে পেঁয়াজের জন্য ভারত দায়ী হচ্ছে!