নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠোঁটকাটার কাটাকুটি

পথের মানুষ একলা মানুষ , কোন কিছুতেই আমার কিছু যায় আসে না ..

ঠোট কাটা

কিছু জানি না ...

ঠোট কাটা › বিস্তারিত পোস্টঃ

নচিকেতার গানের লিরিক্স চাই , দয়া করে হেল্প করেন

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৬

আমার নচিকেতার " তুমি কি আমায় ভালবাসো" এই গান টার লিরিক্স খুব দরকার । কেউ হেল্প করবেন প্লিজ ?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৮

সায়েন্স জোন বলেছেন: আমরা ম্যাঙ্গো জনতা আমরা অত কিছু বুঝিনা সুতরাং একটাই কথা-
বিস্কুট খাও এগিয়ে যাও
-
ঘুতা মারতে ভুইলেন না
অবিলম্বে বিস্কুট কে বাংলাদেশের জাতীয় নাস্তা ঘোষনা করা হোক

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ২:১২

ঠোট কাটা বলেছেন: দেখলাম ...

২| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ২:০৮

অ্যামাটার বলেছেন: হেই
তুমি কি আমায় ভালোবাসো?
যদি না বাসো, তবে পরোয়া করি না।।
আমি সুর্য্যের থেকে ভালোবাসা নিয়ে
রাঙাবো হৃদয় তার রং দিয়ে
পোষাকী প্রেমের প্রয়োজন বোধ করি না।


আমি তোমার জন্য
সস্তা প্রেমের নাটুকে নায়ক পারবোনা হতে পারবো না।
আমি তোমার জন্য কোনো কুমারের
ধার করা গান গেয়ে গায়ক পারবোনা হতে পারবো না।


যখন আমার ঘরেতে আঁধার
নেই একফোঁটা কেরোসিন।।
পাওনাদারের অভিশাপ শুনে জেরবার হয় বুড়ো বাপ
আমিতো তখন পারবোনা খেতে চাইনিজ বারে চাওমিন, হে।


হেই
তুমি কি আমায় ঘৃনা করো?
যদি ঘৃনা করো, তবে পরোয়া করি না।।
আহা বয়ে গ্যাছে সেই ভালোবাসা ধরে
বহুকে হারানো স্বপ্নকে ছেড়ে
সবাইতো আর নিজেকে বেঁচতে পারেনা!


হেই, তুমি কি আমায় ভালোবাসো?


আমি তোমার দু'পায়ে আমার চেতনা-
স্বাধীনতা সঁপে দিতে পারবো না দিতে পারবো না।
আমি তোমার জন্যে,
আমি তোমার জন্য সবকিছু ছেড়ে
তোমার আঁচলে মুখ ঢাকা দিতে পারবো না।


আমার চলার পথের বাঁকেতে পড়ে জীবনের দাম।।
যেসব মানুষ সেই দাম খোঁজে
সবকিছু জেনে সবকিছু বুঝে
মুছে দাও যদি আঁচলেতে সেইসব মানুষের ঘাম -
হেই, তবেই আমায় পেতে পারো।


যদি তাই পারো, তবে পরোয়া করি না।।
জেনো তোমার জন্য ধুলোমাখা পথ
অপলকে চেয়ে জীবনের রথা -
সবকিছু ছেড়ে তুমি কি আসতে পারোনা?

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ২:১২

ঠোট কাটা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ...

৩| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ২:১২

না বি ল বলেছেন: Click This Link =p~ :P

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ২:১৭

ঠোট কাটা বলেছেন: ভাই গুগল মামার সাথে ১ ঘন্টা ধরে গুতাগুতি করে না পেরে শেষে সামুতে পোস্ট দিয়েছি । নেটে নচিকেতার অন্য অনেক গানের লিরিক্স পেলেও এই গানটার লিরিক্স পাচ্ছিলাম না কোথাও ।

৪| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৮

মাজহারুল ইসলাম মাসুম বলেছেন: নচিকেতার সকল গান ও লিরিক্স পেতে ভিজিট করুন www.Nachiketa.Net

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.