![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞানের পিপাসার্ত কিশোর, জীবনের জটিল পথের পথিক
>>>বাংলাদেশ আমার মাতৃভূমি হলেও খেলার দিক থেকে পাকিস্তানের ই সাপোর্টার। (শিরোনাম মাত্র)
>> আমি যতদূর জানি ইসলামিক মাইন্ড এর দিক থেকে পাকিস্তান সৌদি আরব থেকেও ভালো, বাহিরের দেশে বাঙালীদের চেয়ে পাকিস্তানি শ্রমিকদের অগ্রাধিকার বেশী কারণ তারা পরিশ্রমী একটি জাতি, আমার মনে হয় আমরা পাকিস্তানের একটি অংশ ছিলাম বলেই আমরা পরিশ্রমী একটি জাতি ছিলাম, আমরা অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস ও সুযোগ ছিলো আমাদের। যেই ভাষা শহীদদের নিয়ে আজ আমরা গর্ব করি তাদের সংখ্যা সর্বোচ্চ ৩০ হবে....... সর্বোচ্চ ৩০ জনের মৃত্যুতেই পাকিস্তান সরকার আমাদের দাবী মেনে নিতে বাধ্য হয়েছিলো কিন্তু আজ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে চোখের সামনেই, বিচার বিভাগ প্রশ্নসম্মুখীন। আমাদের স্বাধীনতা আমাদের কি দিয়েছে..... বাংলাদেশী জাতীয়তা আমাদের কি দিয়েছে!... অলসতা? কাপুরুষতা? জানমালের ভয় নিয়ে, জেলে যাওয়ার ভয় নিয়ে প্রতিনিয়তই ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে, আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করার ও অধিকারটুকু পাচ্ছি না...... আমাদের এই স্বাধীনতা হার মানিয়ে দিচ্ছে সেই পাকিস্তানি সরকার এর ক্ষমতার অপব্যবহার এর স্কেল কে ও........ দলীয়ভাবে হত্যা করা হচ্ছে মানুষ এমন সংবাদ পত্রিকাতেও দেখা যাচ্ছে... এক দল আরেক দলকে সহ্য করতে পারছে না, এই দল এক ব্রিফিং করলে অন্য দলের এর জবাব না দিলে যেন পেটের ভাত হজম হয় না, দলীয়রা ব্যতীয় চাকুরীর সুবিধা পাচ্ছে না এমন সংবাদ ও পত্রিকায় দেখা যায়....... তখনকার পূর্ব-পশ্চিম আর এখনকার আওয়ামী- নন আওয়ামী এমন টাই মনে হচ্ছে!!!..... কিন্তু খেলার সাথে এইসব রাজনৈতিক বিষয়ের কোন সম্পৃক্ততা নাই জানি, আমার দেশ-আমার স্বাধীনতা-আমার নিজস্বতা নিয়ে আমার যথেষ্ট গর্ববোধ আছে কিন্তু উপরোক্ত কথাগুলো শুধু মাত্রই আক্ষেপ। আমি আমার দেশকে ভালোবাসি বলেই আক্ষেপগুলো পুষে না রেখে স্বাধীনভাবে প্রকাশ করলাম। নিয়মতান্ত্রিক ও নৈতিক ভাবে রাষ্ট্রসাশন চাই..... আমাদের স্বার্বভৌমত্বই আমার গর্ব, নিজেদের মধ্যে কোন্দল থাকলে অন্য কেউ দাদা হয়ে বিচার বসাবে, আমাদের স্বার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে এমনটা চাই না।
>>এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, ফ্রেন্ড লিস্টে যারা আছেন ৯৯.৮% ই বাংলাদেশী... দেশপ্রেম এর কারণে আপনাদের মেজাজটা অনেক খারাপ হতেই পারে, তাই বলে কি বাজে কমেন্ট করে নিজের পরিচয় টা প্রকাশ করবেন!!!!
২| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
কিশোর পথিক বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ.... জ্বি, অবশ্যই খেয়াল রাখবো। লেখাটা খেলা নিয়ে নয়........ এটা একটা শিরোনাম মাত্র বলা ই আছে।
৩| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
খোলা মনের কথা বলেছেন: নতুন ব্লগে আগমনে স্বাগতম। সুন্দর লিখেছেন।
৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০
কিশোর পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকেও....। facebook এ আছি (কিশোর পথিক): Click This Link
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: আপনি যে কোন দেশ সাপোর্ট করুন কোন সমস্যা নেই, শুধু খেয়াল রাখতে হবে আপনার জন্য যেন অন্যের কোন ক্ষতি না হয়।
ব্লগে স্বাগতম।
ভাল থাকুন, শুভব্লগিং।