![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার শ্রদ্ধাপূর্ণ সালাম গ্রহণ করুন । একটু আগেই Skrill এ অল্প কিছু টাকা জমা দিলাম ।আমার ব্যাংক Statement নেই ।আমার পরিচিত একজন Freelance পেশায় আছেন । উনি বললেন উনার Skrill আকাউন্ট এ আমার এই টাকাটা পাঠিয়ে দিতে।উনি আমাকে নগদ টাকা দিয়ে দিবেন।এই অবস্থায় আমার মনে দুটি প্রশ্ন । উনার মাধ্যমে নেয়াটা কি নিরাপদ হবে ? ২য় প্রশ্ন - আমার ব্যাংক Statement ছাড়া তোলার সহজ উপায় আছে কি না , থাকলে কিভাবে?
জেনে থাকলে অনুগ্রহ করে জানাবেন।আমি অনলাইনে টাকা কখনোও তুলি নাই।
অপেক্ষায় আছি ভাই ।
ধন্যবাদ।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪০
কেকে বলেছেন: অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।এরকম কিছু জানতে চাছছিলাম।
২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৪
রুমি চৌধুরী বলেছেন: দুটি ল্যাপটপ নিয়ে সামনা সামনি টাকা আদান প্রদান করলে মনে হয় সমস্যা নেই । ধন্যবাদ
২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৪
কেকে বলেছেন: ্তিনি আমার কাছাকাছিই থাকেন । সামনা সামনি লেনদেন হবে। এখন ভাবছি মানি লন্দারিং জাতীয় কোন কিছু হয়ে যাবে কিনা । দেখি কি করা যায়।ধ্ন্যবাদ সাহাজ্য করার জন্য ।
৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৩
একাকী সমুদ্রে বলেছেন: আপনি মানি ট্রান্সফারের সময় এমনভাবে title,description দিবেন যে আপনি যাকে টাকা দিচ্চেন তার কাছ থেকে কোন সেবা যেমন software development,SEO,graphics design নিচ্ছেন। তারপর যে টাকা গ্রহণ করবে সে যদি মার্চেন্ট একাউন্ট ছাড়া পারসনাল একাউন্ট থেকে বেশি টাকা গ্রহণ করে তাইলে তার একাউন্ট ইনভেস্টিগেশন করে ব্লক করে দিতে পারে এই কারনে। তিনি যদি আগে নরমাল একাউন্ট থেকে খুব বেশি টাকা গ্রহণ না করেন তাহলে কোন প্রবলেম নাই। আমি এত কিছু জানার কারন বিভিন্ন কারনে ওদের কাস্টমার কেয়ারে এত বেশি মেসেজ দিছি যে সব নিয়ম জানা হয়ে গেছে। ওরা খুব বদ। আমার একাঊন্টের ট্রানজেকশন ভলিউম বেড়ে যাওয়ার পর আমার একাঊন্টকে পারসনাল একাউন্ট থেকে মার্চেন্ট একাউন্ট করে দিছে। এখন প্রতি ট্রানজেকশনের জন্য আমার ৩.৯% করে কাটে
আমার মত দুর্ভাগা বাংলাদেশে মনে হয় আরেক জন নাই। তবে মানিবুকারস এ আমার মত এত এক্সপেরিয়েন্সযুক্ত বাংলাদেশে আরেকজন আছে কিনা সন্দেহ।
৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭
দি সুফি বলেছেন: একাকী সমুদ্রে বলেছেন: এখন প্রতি ট্রানজেকশনের জন্য আমার ৩.৯% করে কাটে (
(
( আমার মত দুর্ভাগা বাংলাদেশে মনে হয় আরেক জন নাই।
@একাকী সমুদ্রে আপনার মত এরকম অনেকেই আছে আমার মার্চেন্ট অ্যাকাউন্টে প্রতি ট্রানজেকশনের জন্য ১.৯% ফী কাটে!
@লেখকঃ পরিচিত ফ্রিল্যান্সারের কাছ থেকেই ক্যাশ নিয়ে নেন। সামনা-সামনি লেনদেন করুন! ব্যাংকে প্রথমবার টাকা উঠানো বেশ ঝামেলা!
৫| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০০
অডি বলেছেন: আমার কাছ মাসিক মার্চেন্ট গেটওয়ে ফীও নিত।
আমার লেখা- মানিবুর্কাস = মানিজোকার্স
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৩
একাকী সমুদ্রে বলেছেন: ব্যাঙ্ক একাউন্ট ছাড়া Skrill এ একমাত্র ক্রেডিট কার্ডে টাকা তুলা যায় কিন্তু সেটাও অনেক ঝামেলার ব্যাপার। আপনাকে যে টাকা দিতে চাচ্ছে সে কি আপনার অনেক বেশি পরিচিত? তাকে বিশ্বাস করা যায় কিনা এটা আপনি ভাল জানেন। এরকম টাকা ট্রান্সফারের ক্ষেত্রে অনেক সময় মানুষ প্রতারিত হয় সুতরাং স্বল্প পরিচিত কাউকে বিশ্বাস না করাই ভাল। আর Skrill এরকম টাকা ট্রান্সফার সাপোর্ট করে না। এটাকে ওরা মানি লন্ডারিং এর মত মনে করে। আপনি চিন্তা করে সিদ্ধান্ত নেন কি করবেন