নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

" বই প্রকাশ"

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০১



কোনো এক কালে বই প্রকাশ করা জল্পনা কল্পনা হলেও এখন অনুপলে হয়ে যায়। বই লিখতে সময় লাগে কিন্তু বই প্রকাশ করতে সময় লাগে না।

আমি ঢং করছি না।

amazon এ আমি তিনটা উপন্যাস প্রকাশ করেছি। একটা ইংলিস দুইটা বাংলা। চাইলে আপনারা amazon এ গিয়ে Mohammed abdulhaque লিখে সার্চ করলে বাস্তবতা দেখতে পারবেন। এখন হলো খরচ, খরচ নেই তবে বই কিনতে হয়। আমি তিন বইর তিন কপি এনেছি বাস্তবতা দেখার জন্য। বই হাতে পেয়ে থ হয়েছিলাম। খুবই সুন্দর ছাপা। যেমন আর্টওয়র্াক দিয়েছিলাম ঠিক তেমন ওরা ছাপিয়েছে।


ছবি আপলউড হচ্ছে না।

আপনারা চাইলে আমাজন থেকে বই প্রকাশ করতে পারবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

সকাল রয় বলেছেন:
কিভাবে লেখা সেখানে পাঠাতে হয়

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০১

প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন।


আর একটু বিস্তারিত লিখলে হয়ত বুঝতে পারতাম, কিভাবে লেখা পাঠাতে হবে।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ই বুক?


শুভেচ্ছা ও অভিনন্দন।।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি না, পেপারবেক।
এটা নিয়ে একটা পোস্ট দেব আজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.