নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

amazon থেকে FREE বই প্রকাশ

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

amazon থেকে বই প্রকাশ করা আসলে খুবই সহজ হয়েছে এখন। যা করতে হবে তা হল, amazon এবং http://www.createspace.com এ আপনাকে একটা একাউন্ট খুলতে হবে। তারপর Word, indesign অথবা quarkxpress ফাইল সেটিং করে PDF বানিয়ে মেম্বার ডেসবউড থেকে ফাইল আপলউড করতে হবে। তারপর সব ঠিকঠাক থাকলে ওরা আপনাকে জানাবে এবং ফ্রুপ পাঠাবে। সব অনলাইন হবে। বাংলা ফন্টের সমস্যা আছ, font embed না হলে হবে না। এডবির সাথে আমি অনেক ঝামেলা এবং কাজিয়া করেছি এখন indesign এ ইনিডকোড দিয়ে লে‌খা যায়। আমি ৪ টা উপন্যাস প্রকাশ করেছি। তিনটা আমাজন থেকে এবং অন্যটা আরেক প্রিন্টার থেকে। ওরাও ইংলিস।



আর কী লেখব জানি না। কিছু জানতে হলে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।



আমার বইর ছবি দেখতে হলে আমার ফেইসবুক পেইজে যেতে হবে। ছবি আপলউড হচ্ছে না।



ফেইসবুক

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

প্রামানিক বলেছেন: আব্দুল হাক ভাই কেমুন আছেন?

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি প্রামানিকভাই, আপনি কেমন?

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫০

বিদ্রোহী বাঙালি বলেছেন: এতো সহজেই যদি বই প্রকাশ করা যায়, তাহলে আর এতো কষ্ট করে প্রকাশকদের কাছে ধর্না দেয়ার দরকার কী আমার মাথায় ধরে না। অনেক অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
আমি যেহেতু কোন বই ছাপাচ্ছি না। তাই আমার কোন প্রশ্ন নাই। যারা আগ্রহী অবশ্যই তাদের কোন প্রশ্ন থালে নিশ্চয়ই তারা করবেন। ধন্যবাদ হাক ভাই।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

আরো ৪টা প্রকাশ করব। এক বইয়ে আমার ৫০ হাজার খাস্তা গিয়েছিল। এই বছর বইমেলায় আসার কথা ছিল, প্রায় ৪ লাখ টাকার বাজেট করেছিলাম। এখন মাত্র ৫ হাজার টাকায় ৪ টা উপন্যাস প্রকাশ করেছি। তিনটা ইংলেণ্ডে ছাপা হয়েছি একটা আমেরিকা থাকে ছাপা হয়ে এসেছে। ৩ লাখ ৯৫ হাজার টাকা সঞ্চয় হয়েছে।

অনেক টাকা, তাই না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.