নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

স্বত্ব-স্বামিত্ব "

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১


লোকে বলে আমি নাকি বড়লোক হয়েছি, লোকে বলে আমি নাকি সবাইকে ভুলেছি।
আমি বলি আমিতো আগের লোক আছি, আমি বলি ভুলিনি আমি শুধু ভিড়ে পড়েছি।
স্বত্ব আছে।

শান্তিলাভের জন্য শয়নে শান্তিস্বস্ত্যয়ন হয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

নিলু বলেছেন: তা নয় যে কোনও ভাবে মিশলেই হয়

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার সাথে মিশা যায় না, তাই না বোন?

আপনার জন্য শুভ কামনা।

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

নিলু বলেছেন: যে মন নিয়ে মিশবেন তাই হয় বা হতে পারে

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সমস্যা তো এখানেই, মন তো সবসময় একরকম থাকে না :(

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: নিজকে বৃত্তের বাইরে থেকে দেখতে হবে। হয়তো উপলব্ধি আরও পরিষ্কার হবে।

হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা অবশ্য ঠিক। কিন্তু বৃত্ত থেকে বাহির হওয়া যায় না। চক্রে চক্কর খাই। :(

শুভ নববর্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.