নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বাসে আগুন ধরালে কত টাকা দেয়?

০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

একটা বাস কিনতে হলে কত টাকা লাগে?



এক হাজার টাকায় হয়তো এক সপ্তার হাড়ি খরচ চলবে,

গুলি গিলে মরলে কাপনের টাকার জন্য টানাটানি শুরু হয়।



হায়, হায়!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: ৩৩. ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭ ০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্বপ্ন সত্য হলে খুব ভালো লাগে তাই না আপা।


(আপনে আমার লগে খালি গোসা করইন :( )
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩২ ০
লেখক বলেছেন: Click This Link



এইটা পড়ো ভাইয়া।


৫নং পড়ো আর আমার কবিতা লেখার প্রথম উৎসাহদাতা তুমি!!!!! :)
১৩৪. ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪২ ০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা, আমি কিন্তু আমার মন্তব্য দেখতে পাচ্ছি না,

২ নোটিফিকেশন -- কিন্তু এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না।


ভুল করে থাকলে ক্ষমা করবেন।
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৬ ০
লেখক বলেছেন: দেখতে পাচ্ছোনা!!!!!!!!! :-B B:-) B:-) B:-)


আমি তো পাচ্ছি!!!!!!!!!!!!!!!!!!!:) :) :)

২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: ভাইয়া তুমি আমার ব্লগে তোমার কমেন্ট দেখতে পাচ্ছোনা তাই সব কপি করে দিলাম!:)

৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫১

শায়মা বলেছেন: Click This Link


এটা পড়ো ভাইয়া।


অবশ্য অবশ্য পড়ো!!!!!

৪| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সত্যি অবাক হচ্ছি, আমার একটা মন্তব্যও আমি দেখতে পাচ্ছি ছবি দিতে চেয়েছিলাম তাও পারনি। দুইটা ভ্রাইজার দিয়ে চেষ্টা করেছি।

কপিপেস্ট করার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি সত্যি চিন্তিত হয়েছিলাম :(

৫নং পড়ো আর আমার কবিতা লেখার প্রথম উৎসাহদাতা তুমি!!!!!

ও সোনা মাইগ্গো!
এই সব কবে হয়েছিল গো আপা ।

যাক আজ আমি খুশি, অন্তত আপনি গোসা করেননি জেনে।

৫| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই মন্তব্য করেছি ---

৫.পলাশমিয়া-নিজের মনে গান গেয়ে চলা একজন সুখী মানুষের মত এক কবি ছিলেন এই পলাশমিয়া। যার অনুপ্রেরনায় আমি কবিতা লেখার সাহস পেয়েছিলাম। সত্যি বলতে পলাশমিয়া বা কবি আবদুল হাকের অনুপ্রেরনা ছাড়া আমি কখনও জানতামও না অং বং হলেও আমি যে কবিতা নামক কিছু একটা লিখতে পারি। এই ভাইয়াকে অপ্সরাবেলায় পেয়েছিলাম আমি। আজও দু এক সময় উঁকি ঝুকি মারতে দেখি এই ব্লগে কিন্তু সেই আগের মত আর নেই তিনি। কোথাও যেন সুতো ছিড়ে গেছে।


ইয়া মাবুদ! পলাশমিঞারেও আপনে চিনেন! জানে মারিলিছে!

আপনি আসলে সত্যি সৃজনীশক্তিবিশিষ্ট ব্লগার যা শুরুতে সবাই বুঝেছিল।

এই ব্লগে আমি এসেছিলাম বাংলার টানে। এখন কেমন যেন সব হয়ে গিয়েছে। আপনি আমাকে মনে রেখেছে এতে আমি সত্যি কৃতজ্ঞ এবং খুশি।

দোয়া করি আপনার সব স্বপ্ন সত্য হোক।

৬| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: আরে আমি গোসা করবো কেনো???



তুমি কি গোসা কোরার মত কোনো কাজ করেছো নাকি!!!!!!!!!!!!

ইউ আর অলওয়েজ মাই কলিজা টুকরা ভাইয়া।:)

৭| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বোন শায়মা, আমার মন আজ ভালো হয়েছে। এতদিন বেজার ছিল।

তোমার কারণে আমি হয়তো আবার সা ইনে সময় দেব।

দোয়া করি তোমার সব স্বপ্ন সত্য হোক। আমিন।

৮| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: আরে বেজার থাকার কারণ কি শুনি?


সামুর উপরে বেজার থাকতে পারো তাই বলে আমার উপরে কেনো?????? আমি কি সামু নাকি সামু আমার সম্পত্তি!!!!!!!!! B:-)

৯| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সামুর সাথে সমস্যা আছে। তা নিয়ে কথা বলে লাভ হবে না।

তবে তোমার সাথে গল্প করার জন্য আসব। দোয়া করবে বোন। এখন কাজে চলে যাব।

১০| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: আব্দুল হাক ভাই কেমুন আছেন?

১১| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!


:) :) :)

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বইনগো কেমন আছো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.