নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

"তুমি উত্তম এবং আমি অধম"

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

আজকাল একটা কথা প্রায় সব সুশীলরা মুখস্থ করেছে এবং ঘনঘন ব্যবহার করে, আরব এবং ইসলাম ধর্ম খুব খারাপ। আরবের লোকরা বর্বর, ইসলাম ধর্ম খুনি ধর্ম।

বাস্তবিক চিন্তা করলে এবং বাস্তবে কী হচ্ছে দেখলে বিবেক বোকা হয়ে বলে, আমি ভাবতে পারি না।

বাস্তবতা দেখে আমি বিত্রস্ত হয়েছি। আমি একজন মোসলমান। হজ করেছি। আরবের লোকজন আমাকে খুব সম্মান করেছেন।

বাংলাদেশে চুরি করলে কী হয় তা আমরা জানি বা দেখিছি।
কিছু দিন আগে ভারতে এবং মোসলমান ভাইকে হত্যা করা হয়েছে , কয়কে শো মানুষ মিলে মেরেছিল। আপরাধের আরোপ ছিল ধর্ষণ। ডাক্তরা বলেছে তা মিথ্যা।

চিন্তার সাগরে কূল কিনার পাই না।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

শায়মা বলেছেন: এত কঠিন কথা ভেবে তো কুল কিনারা পাবেনা ভাইয়া!!!!!!!:(


তার থেকে আনন্দময়ীকে নিয়ে কাব্য লেখো!:)

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বইন গো, আমি দোয়া করেছি, আরবের মাটিতে যেন আমার করব হয়। ইসলাম আমার ধর্ম।

বাস্তবে কী হচ্ছে তা সবাই জানে কিন্তু বোকা বকের মতো বকবক করে।

এইতো কিছুদিন আগে লন্ডন থেকে তিনটা মোসলমান মেয়ে সিরিয়াতে গিয়েছে। স্কুলটা আমার ঘরের পাশে। আমার দুই মেয়ে এই স্কুলে পড়েছে।

সত্য কী জানো, সিক্রেট এজেন্টরা ওদেরকে ওখানে পৌঁছে দিয়েছে।

২| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মার পিছু নিয়েছি । =p~ =p~ =p~
আপনার সাথে পরিচিত হতে এলাম ।

এই পোস্টটায় মনে হয় আপনি নিজেই তৃপ্ত নন ।
শুভ কামনা জানবেন ।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি জানি পরিতৃপ্ত।



কোন বিষয়ে তৃপ্ত নয়?

৩| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সরি ! আমার মনে হচ্ছে আপনার মনের কথা গুলি লিখায় ঠিক গুছিয়ে উঠে আসেনি । অবশ্য স্বীয় জ্ঞ্যনের সীমাবদ্ধতা হেতু , আমার ধারনা ভুলও হতে পারে ।

৪| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাই, আমার জ্ঞান কমে। বেশি বুঝি না। তয় পেটে ভুল লাগলে ভাত চাই। খামোখা বকাবকি করলে বিরক্ত হই।

মাথায় যে ঘিলু নেই।

৫| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


আরবেরা শিয়া, সুন্নী, কার্দ, ওহাহাবীতে বিভক্ত হয়ে সিভিল-ওয়ার শুরু করেছে আরব দেশসমুহে

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসল বিষয়টা কেউ খেয়াল করছেন না।

একতা নেই। ক্ষমতার জন্য মরিয়া। ওদের কথা বাদ দিলাম, বাংলাদেশে কী হচ্ছে। আয়নার আড়ালে কে?

৬| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৭

শায়মা বলেছেন: গিয়াসভাইয়া আবদুলহাক ভাইয়ার মেয়ে অনেক সুন্দর গ্লাস পেইন্টিং করে।:)

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শায়মা, ও এখন অনেক বড় সংসারী। দুই বছর হয় বিয়ে দিয়েছি।

৭| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবদুলহাক ভাইয়ার মেয়ের জন্য শুভ কামনা ।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মঙ্গল হোক!

৮| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৭

শায়মা বলেছেন: লেখক বলেছেন: শায়মা, ও এখন অনেক বড় সংসারী। দুই বছর হয় বিয়ে দিয়েছি।


হায় হায় !!!!!!!!!

বিয়েও দিয়েছো!!!!!!!!!!!!


কবে দিলে!!!!!!!!!!!!!!!!!!!!!

আমাদেরকে দাওয়াৎ দিলে নাতো!!!!!!!!!!:(

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দুই বছর হয়েছে। আমি তখন ব্লগে আসতাম না। আমার পোস্ট ওরা ডিলিট করেছিলা। আরো কত সমস্যা ছিল।

তোমাদেরকে দাওয়াত না দিয়ে আমি অনেক টাকা সঞ্চয় করিয়াছি :P

৯| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: এখন দাওয়াৎ দাও সাথে টিকেটও পাঠাও!

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: টাকা নিয়ে টানাটানিতে আছি, নাতি নাতনীরা পাঠাবে। আমি পারবনা।

১০| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১১

জাফরুল মবীন বলেছেন: অল্প কথায় খুব গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছেন।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.