নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বানানের সাড়ে বারোটা বাজাতে চাই!!:D

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০১

সমস্যা হলো বানানে আমার বারোটা বাজিয়েছে।

বানান নিয়ে কে কে বিপদে আছেন আওয়াজ দিলে ভালো হবে।

ো ু দেখলে আমার মাথার ভিতর কেমন করে :((

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪০

শায়মা বলেছেন: আমি বানান নিয়ে বিপদে নাই ভাইয়া।


এত বিপদের কথা ভাবলে চলবে???:)

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিতো মহাবিপদে পড়েছি :(

২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫০

শায়মা বলেছেন: বিপদ ছাড়ো ।


ভাইয়া তোমার জন্য একটা পারফেক্ট গান খুঁজে পেয়েছি।


তুমি এইটা গাও !!!!!!!!!!!!:) :) :)


একদম তোমার জন্যই পারফেক্টো!!!!!!!!!



https://www.youtube.com/watch?v=-ZzRqZvLQ4c

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সারেগামা পারি জেনেও তুমিও খিলখিল করে হাসলে! :((

এই গান গাওয়া কতো কঠিন তুমি কি জানো?

এমন শুনলে মনে হয় এটা একটা গান হইলো!
কিন্তু গাইতে শুরু করলে মুখ দিয়ে ফেনা বার হয়! :P

মাত্রা ঠিক রাখা মুখের কথা নয় =p~

৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫১

সুমন কর বলেছেন: ;)

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: B:-)

৪| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫১

শায়মা বলেছেন: ভাইয়া তুমি তবলার সাথে প্রাকটিস করবা।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খালি ঝামেলা! এতো ঝামেলা নিয়ে চলো কেমনে? :D

তবলা হারমুনি দুতারা গিটার বাজিয়ে গান গাইলে আমার জীবন বিফল হয়ে যাবে। আমিতো রংঢং করার জন্য ভে ভে করি। গায়ক হতে চাই না।

কবিতা আবৃত্তি করার জন্য স্টুডিয়র কাজ শিখেছিলাম। ফটোশপেরও কাজ পারি কিন্তু টাকা রুজি করতে পারি না। এখন আমি বুড়ামানুষ তবলার সাথে তাল মিলালে গলার বারোটা বাজবে!

গান পেয়েছ?

৫| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৭

শায়মা বলেছেন: হা হা হা


ভাইয়া শেখার কোনো বয়স নেই জানোনা!!!!!!!!:)


গান পেয়েছি!!!!!!!!!!!!!:)

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তুমি আমার ভুল বানান ঠিক করে উপন্যাস সম্পাদনা করলে আমি এইসব কয়েক দিনে শিখে ফেলব।

উপন্যাস সম্পাদনা করবে? =p~

৬| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৯

শায়মা বলেছেন: গেছি !!!!!!!!!!

আমি করবো বানান ঠিক!!!!!!!!!!!!!


তাইলেই হয়েছে ভাইয়া পরকালে দেখা হবে।:(

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহাহাহাহায় =p~

৭| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


ড: শহীদউল্ল্যার বই পড়লে বানান ঠিক হয়ে যাবে।

৮| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: ভাইয়া কোথায় ছিলে !!!!!!

কত ছড়ার যুদ্ধ হয়ে গেলো আর তুমি সেই যে পালালে আর খবরই নাই।:(

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার অবস্থা কাহিল! কাজ আর কাজ! সিডি একটা বার করছি কাজের লোকের অভাব। আমি তোমাদের লড়াই দেখেছি।

তুমি হয়তো জাননা, আমি কিন্তু ছড়া ডরাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.