নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

মিথ্যা এবং হত্যা ইসলামে হারাম।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:০২

নবী জী (সঃ) বলেছিলেন সংখ্যায় আমরা অনেক হব কিন্তু একতা থাকবে না।

হাসর অনেক দূর। হাহাকার শুরু হলে মক্তমনারা কোথায় যাবে?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৪

মাসূদ রানা বলেছেন: নবী জী (সঃ) বলেছিলেন সংখ্যায় আমরা অনেক হব কিন্তু একতা থাকবে না।

মুসলমানদের জন্য এটা আজ কঠিন সত্য, অথচ কেউই উপলব্ধি করছে না ! সবাই নিজেদের মধ্যে কোপাকোপতে ব্যস্ত

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাই। নতুন খবর শুনেছেন, আরব এখন আমেরিকার মত রাজা হতে চায়। আফরিকার সব দেশ এখন তাদের দাস হতে হবে!

২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৮

মাসূদ রানা বলেছেন: তাইতো দেখছি ভাই, কি আর বলব ভাই,আল্লাহ পাকওদের হেদায়াত দিন।
আপনার পোস্টটা সম্ভবত প্রথম পাতা থেকে সরিয়ে নেয়া হয়েছে,পর্যাপ্ত বর্ননা না থাকায় @মোহাম্মাদ আব্দুলহাক ভাই

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা!

হ্যাঁ ওরা সরিয়েছে। এই পোস্টের আগে আমি আরেকটা পোস্ট করেছি। আস্তেধীরে তা বাস্তব হবে। আমি যখন সত্য বলতে শুরু করি তখন আমার পোস্ট হাওয়া হতে শুরু করে।

আমার পোস্টে যথেষ্ট তথ্য আছে, তা ওরাও জানে। :P

৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৩

মুখোশের অন্তরালে বলেছেন:
বর্তমান সময়ের মুসলমানদের পরস্পরের মাঝে কলহ বিবাদ এর বিষয়ে নবীজী (সা.) এর ভবিষ্যৎবাণী:-

মু'আজ ইবনু জাবাল (রা.) থেকে বর্ণিত । তিনি বলেন,
"রাসূল (সা.) একদিন দীর্ঘ সালাত আদায় করলেন, সালাত শেষ হলে আমরা বললাম, ইয়া রাসূল (সা.)! আজকে এত দীর্ঘ সালাত আদায় করলেন?
তিনি বললেন, আমি উৎসাহ ও ভীতির সালাত আদায় করেছি এবং আমার উম্মাতের জন্য তিনটি জিনিসের প্রার্থনা করেছি । অতঃপর (আল্লাহ) আমাকে দু'টি জিনিস দিয়েছেন এবং একটিকে প্রত্যাখান করেছেন ।
আমি প্রার্থনা করেছিলাম, তাদের সকলের উপর যেন বিজাতীয় কোন শত্রুকে ক্ষমতা প্রদান করা না হয় (যে তাদেরকে সমূলে ধ্বংস করবে) অতঃপর আমাকে তা প্রদান করা হয়েছে ।
আমি তাঁর (আল্লাহর) নিকট প্রার্থনা করেছিলাম যে, তাদের সকলকে যেন একসঙ্গে ডুবিয়ে মারা না হয় । সুতরাং আমাকে তাও প্রদান করা হয়েছে ।
(তৃতীয়ত) আমি প্রার্থনা করেছিলাম যে, তাদের পরস্পরের মাঝে যেন কলহ বিবাদ না হয় । অতঃপর তা কবূল করা হয় নি ।
-ইবনু মাজাহ: ৩৯৫১; ইবনু খুজাইমাহ: ১২১৮; মুসনাদে আহমাদ: ৫/২৪০; সহীহা: ১৭২৪

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.