নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

“নিষ্ফল প্রয়াস”

০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৮

যে দেশে স্বপ্নদর্শীর অকালমৃত্যু হয়, যে দেশে প্রতিভার কোন মূল্য নেই সে দেশে প্রভাবশালী পাওয়া যায়, পরিণামদর্শী পাওয়া যায় না।



সে দেশে স্বপ্নদর্শীরা নিষ্প্রতিভ হয়, হয় ক্লীবের নিষ্পুণ্য প্রত্যাখ্যান। অবশেষে নিষ্পিষ্ট হয় স্বপ্নরা।



আমি এক স্বপ্নদর্শী, প্রতিভান্বিত হতে চেয়েছিলাম, হতে পারিনি আমি নিষ্প্রতিভ হয়েছি।



অশ্রান্ত অধ্যবসায়ে অভীষ্টলাভে সফল হয় যায় কিন্তু বিফল চেষ্টা অথবা অসৎ চেষ্টায় গাছ ফলপাকান্ত হলে নিষ্ফলের গল্প কেউ শুনে না।



আমাকে প্রশ্ন করো না আমি উত্তর দিতে জানি না।

আমি উত্তর দিলে তোমরা বিপাকে পড়বে।

প্রতিউত্তর দিতে পারবে না কারণ আমার উত্তরে শত প্রশ্ন থাকে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

প্রামানিক বলেছেন: ভাইজান বালা আছুইন?

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালাছি আপনে ভালানি?

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!


তোমার জন্য নান্না বান্না কলেছি!!!!!!!!!!:)

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শায়মা!!!

কেমন আছ?

কী কী রান্না করেছ?
আজ আমার ছুটি, খাওয়ার জন্য কখন আসব :P

৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: Click This Link


এখুনি আসো ভাইয়ামনি!!!!!!!!!:)

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওকে এক কাজ করো, বাহিরে তাকিয়ে দেখো নিশ্চয় আমার মত কাউকে দেখতে পাবে যে সকাল থেকে কিছুই খায়নি?

তাকে দিতে পারবে আমার ভাগ? :)

৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫

শায়মা বলেছেন: ওকে তাইলে তাকেই দিতে যাচ্ছি ভাইয়া!:)

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ সব সময় তোমাকে হাসিখুশি রাখবে। আমিন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.