![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।
একখান বই কিনেছিলাম। বইর নাম হল অভিধান।
অভিধান শব্দের অভিধা জেনে অভিজ্ঞা হয়েছে। অভিজ্ঞ অবশ্য হতে পারিনি।
(হায় হায়! এই পোস্টাও হাপিশ হবে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালাছি, আপনে ভালানি?
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
আজমান আন্দালিব বলেছেন: অভিধান শব্দের অভিধা কী?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অভিধা [ abhidhā ] বি. 1 নাম, সংজ্ঞা; উপাধি; 2 শব্দের যে শক্তির দ্বারা তার মূল অর্থ বোঝা যায়। [সং. অভি + ধা + অ]।
অভি-ধান [ abhi-dhāna ] বি. 1 শব্দকোষ, শব্দার্থকোষ, dictionary; 2 নাম, পরিচয়; 3 উক্তি। [সং. অভি + ধা + অন]। কার বি. অভিধান রচনাকারী। .তত্ব বি. অভিধানসম্পর্কিত কিংবা অভিধানের রচনাসম্পর্কিত ভাবনাচিন্তা।
অভি-ধেয় [ abhi-dhēẏa ] বিণ. দ্যোতক, বোধক। বি. শব্দ উচ্চারণ করলে যে বস্তুকে বোঝায়, প্রতিপাদ্য বা উদ্দিষ্ট অর্থ; নাম, সংজ্ঞা। [সং. অভি + ধা + য]।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
প্রামানিক বলেছেন: বাইজান, বালা আছুইন নি?