নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭



অবশেষে আমি ভালোমানুষ হতে পেরেছি।
কিভাবে বুঝলেন??
ভালো মানুষের মাথায় বাড়ি মারতে পারলে বুঝতে পারবেন আপনি ভালোমানুষ হতে পেরেছেন।
সর্বনাশ!!! আমার একজন ভালোমানুষের মাথা দরকার...একটা লাঠিও দরকার বারি দেওয়ার জন্য...
আমি আন্তরিক ভাবে দুঃখিত, আমার মাথায় বাড়ি মারতে পারবেন না। আমি মামলা করব।
তাই নাকি?
হুররে! আমি সত্যি ভালোমানুষ হতে পেরেছি।

এই গল্প আমরা দুইজন মিলে লিখেছি ...
স্বত্ব
মোহাম্মাদ আব্দুলহাক এবং নাসিম খান।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


পলাশ মিয়া কি এই ধরণের পোস্ট দিতেন?

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞাকে আমি ডরাই। লোকটার নাট বলটু একটাও ঠিক নেই। :(

২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২

ধ্রুবক আলো বলেছেন: মাথায় কিছু ঢুকলনা

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাথায় ঢুকাতে চাইলে যথেষ্ট তথ্য আছে।

পড়ার জন্য ধন্যবাদ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: আমার মাথায় বাড়ি দিতে পারেন কারন আমি "ভালমানুষ"।। প্রেম বিলিয়ে বেড়াই।।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাত নিশায় আপনার কাননে যেতাম।

সালাম জানবেন।

ভালো মানুষ এবং ভালোমানুষ দুই বিষয় :P
ভালোমানুষের মাথায় বাড়ি মারার আগে নিজের মাথায় বাড়ি পড়ে :((

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরু ভালমানুষ হইতে মন চায়।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালোমানুষ হতে হলে বুক ভরে শ্বাস টেনে বলতে হয়, আমি বিশ্বাস করলাম আমার জন্ম হয়েছে অন্যের উপকার করার জন্য।

ভালোমানুষ হতে হলে যথেষ্ট ত্যাগ করতে হয়। সত্যকে প্রতিষ্টিত করার জন্য মিথ্যাকে ব্যবহার করতে হয়।

৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪

নাগরিক কবি বলেছেন: :) ;)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি নিশ্চয় সুখে আছেন?

৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ। আপনার অনুগল্প পড়ে মুগ্ধ হয়েছি ;)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে আপনাকে ঘিভাত এবং ভাজা ইলিশ দেব।

৭| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৮

সচেতনহ্যাপী বলেছেন: আপনিও সালাম নিবেন।।
পঠিতের পারদ তরতর করে উঠতে দেখে বুঝতাম, কিছু শুভ্যাধুনায়ী নীরবে ঘুরে গেছেন।।
ব্যাখ্যাটা মনে ধরেছে।।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের সংস্পর্শে আমি সুখি হয়েছি।

৮| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: অনেক খুশী।। শুভরাত্রি।। ( না হলে, আবার অভিযোগ "সর্বাধিক পঠিত/মন্ত্ব্যবের, অভিযোগে :-P )।।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বে‌শি বাড়াবাড়ি করলে আবার গলায় দা লাগবে।

শুভরাত্রি।

৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


পলাশ মিয়ার প্রত্যাবর্তন!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না, ওকে দূরে রাখতে হবে :(

আপনার সাহায্য চাই।

১০| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
ভালো মানুষও পাবো না, তার মাথায় বারিও দিতে পারবো না। হলো না আর আমার ভালো মানুষ হয়ে ওঠা!!

হাসি তামাসায় অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্য তুলে ধরলেন। ভালো লাগলো।

শুভকামনা সবসময়।

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই গল্প আমরা দুই বন্ধু মিলে লিখেছি।

পড়ার জন্য ধন্যবাদ।

১১| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
গুরু, এতোদিন কই ছিলেন ! B-)

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নাতনি এবং তাদের নানির বগলে!

ভাই গো, টোনটুনি আমি ডরাই। এখন তিনটা হয়েছে। আমার মাথার কাম শেষ!

আপনার গুরুর গলায় দা লাগিয়েছ, উনি এখনও জেলহাজতে আছেন।
আপনাকে হাসতে দেখে সত্যি মন ভালো হয়েছে। দোয়া করি সবসময় হাসি খুশি থাকুন। আমিন।

১২| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম..... সবসময় হ্যাপী যেন না হই ......... একটু সুখী হতে পারি ! =p~

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুখে থাকতে হলে অন্যের সুখের দিকে খেয়াল রাখতে হয়।
যে অন্যের সুখের দিকে খেয়াল রাখে আল্লাহ তার সুখের দিকে খেয়াল রাখেন।

১৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

অবনি মণি বলেছেন: হাহাহা !!! আমি পলাশ মিয়া ভাইরে মিস করি !!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আইচ্ছা, ঠিকাছে।
তার গলাত দা লাগাইয়া রাখছে!

১৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫

অবনি মণি বলেছেন: অসুবিধা কিতা, দা হরাইবার লাগিত হক সাব আছইন !

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি না, আমি আর তাইনর লগে নায়। আফরে ছুটিযায়!

১৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

ওমেরা বলেছেন: ও ----- এই তাইলে ঘটনা ।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি অবশেষে আপনিও বুঝতে পেরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.