নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

মাথা নষ্টের মন্ত্র ২

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৬




লাল আভা। শোণিমা বি. রক্তিমা, শোচনীয়, অনুশোচনা রঞ্জিত, শোণিতাক্ত বিণ. রক্তাক্ত, রক্তমাখা শোচ্য বিণ. দুঃখজনক, রক্ত শুষে নেওয়া; অন্যায় দাবি আদায়পূর্বক শক্তিহীন বা নির্জীব করা। শোকের যোগ্য বা বিষয়ীভূত। সম্যক দান; যন্ত্রণা, জ্বালা, টাটানি উদ্ভাসিত, প্রকাশিত জ্বলন্ত অবস্থা। সাংখ্যদর্শন বিশ্বসৃষ্টির আদিকারণ, ত্রিগুণাত্মিকা প্রখর উজ্জ্বলতা প্রধূমিত স্ত্রী. প্রধুমিতা। প্রবণ [ prabaṇa ] বিণ. 1 ঝোঁকবিশিষ্ট, প্রবৃত্তিযুক্ত (ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ); 2 নত, ঢালু, ক্রমনিম্ন (প্রবণভূমি); 3 আসক্ত, রত (মদ্যপ্রবণ, নেশাপ্রবণ); 4 উন্মুখ; 5 অনুকূল; 6 নিপুণ। [সং. প্র + বণ্ + অ]। বি. তা (ভাবপ্রবণতা, জমির প্রবণতা)।

প্রতীক্ষমাণ [ pratīkṣamāṇa ] দ্র প্রতীক্ষা।
প্রতীক্ষা [ pratīkṣā ] বি. 1 অপেক্ষা, সরুর (আর কতদিন তার প্রতীক্ষা করব?); 2 আশা, প্রত্যাশা; 3 সম্ভাবিত বিষয়ের জন্য অপেক্ষা (পরীক্ষার ফলপ্রকাশের প্রতীক্ষা)। ক্রি. (কাব্যে) প্রতীক্ষা করা (প্রতীক্ষির, প্রতীক্ষিয়া)। প্রতীক্ষ-মাণ বিণ. অপেক্ষাকারী; আশা বা প্রত্যাশা করছে এমন। স্ত্রী. প্রতীক্ষ-মাণ। প্রতীক্ষিত বিণ. (যার জন্য) প্রতীক্ষা করা হয়েছে এমন, অপেক্ষিত (দীর্ঘ প্রতীক্ষিত ঘটনা)। প্রতীক্ষ্য বিণ. 1 প্রতীক্ষার যোগ্য; 2 পূজ্য, আরাধ্য। প্রতীক্ষ্য-মাণ বিণ. (যার জন্য) অপেক্ষা করা হচ্ছে এমন। স্ত্রী. প্রতীক্ষ্য-মাণা।

১২. ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮ ০
হাতুড়ে লেখক বলেছেন: আপনি কবি না হোলে আমাদের তৈল নিঃসৃত হওয়ার একটি যন্ত্র কমে যাবে। অতএব আপনি কবি হয়ে উঠুন (এত দিনে হওয়ার কথা!)। আমরা তৈল দেব। সৌদি আরবে তৈলের দাম কম ।


১৮. ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৩ ০
ওমেরা বলেছেন: শ্রদ্বেয় নানাজান যদিও কবিতা আমি বুঝি না পছন্দ ও করিনা তবু আমার মনে হচ্ছে এটা কোন কবিতাই হয়নাই ।

অদ্য আমি কী করি তা শুধু আপনাদের সাথে শেয়ার করি। আমি কবিতা লেখি না, ছেড়ে দিয়েছি প্রায় এক হায়ন আগে। কবিতার মত আমি যা লিখেছি তা মাথা নষ্টের মন্ত্র ছাড়া আর কিছু নয়। উপরে যা আছে তা দিয়ে আমি পরে কবিতা লিখব। গতকাল কিছু সংলাপ দিয়েছিলাম। তা কবিতা ছিল না।


মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ডিকশনারী একাংশ নিয়ে, সেটাকে সিনথেসাইজ করে, কবিতা উৎপন্ন করেন?

২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, কয় বছর ধরে আমি সংলাপ এবং কবিতার জন্য তাই করি। এতে অত্যন্ত আধুনিক কিছু হয়।

২| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫

সচেতনহ্যাপী বলেছেন: ভাই, ডানহাতের লিগ্যামেন্ট ছিড়ে যাওয়াতে সাতরানোও ভুলে গেছি।। একটু দয়া করুন।।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজকাল সাঁতরাতে হয় না, জলে ডুবলেই হয়, সব রসাতলে চলে যায়।

(অনেকে অনেক কথা বলে তাই একটু এই আর্কি)

আপনি কেমন আছেন?

৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৭

নাগরিক কবি বলেছেন: অভিধান তুলে ধরে অনেক উপকার করলেন। অনেক গুলো শব্দ শিখতে পারলাম।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাথে বরাবর কথা হয় এবং অনেক সময় অনেক নতুন কাজ আপনার সাথে শেয়ার করি বিধায় আপনার আন্দাজ আছে।

অনেকে বেআন্দাজের মত কথা বলে।
হে, অভিধান তুমি আমাকে ধন্য করেছ!

৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে মাথাটা ডুবিয়েই দিলাম।। কিন্তু খালি বলে যে ভেসে উঠছে।।
বরাবরের মতই ভাল।। খাই দাই আর ব্লগে ঘুরে বেড়াই।।
আপনি কেমন।।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ আমি একটু বেশি ব্যস্ত। নাতনিরা এসেছে, তাদের সাথে চিল্লাচিল্লা মারামারি করছি।

লেখার কাজে মন বসে না। কেমন কাজ করি আপনি নিশ্চয় আন্দাজ পেয়েছেন? এই পোস্টে যা দিয়েছি এমন সব দিয়ে সংলাপ বানাতে হয়। ২০ বছর আগে কী লিখে রেখেছিলাম তা টাইপ করতে হবে।

আমার জন্য দোয়া করবেন।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: সবকিছু ভুলিয়ে দেয়ার আশ্চর্য ক্ষমতা আছে এদের!!
শুভরাত্রি।।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার দিন রাত্রি শুভ হোক।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৪

উম্মে সায়মা বলেছেন: আপনার মাথা নষ্টের মন্ত্র কাজ করেছে। মাথা নষ্ট হবার উপক্রম :||

২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাত্র ‌শুরু করেছি।

৭ শো পৃষ্টা থেকে স-পার দুইটা উপন্যাস লিখেছি, আরেকটাতে কাজ করছি, সাথে হাতে লেখা ডায়েরি টাইপ করছি।

৭ মাস আগে আমি মারাত্মক অসুস্থ হয়েছিলাম। তখন মহোপন্যাস শেষ করেছিলাম।

আপনাদের সাথে আড্ডা দিয়ে যা শুরু করেছি তা শেষ করতে চাই নাইলে এসব ধ্বং করতে হবে।

পরে কয়েক পৃষ্টা দেব, তা থেকে কিছু বানাতে হবে।

(এই মন্তব্য পড়েই মাথায় সমস্যা হবে।)

৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৭

হাতুড়ে লেখক বলেছেন: নিজেকে পত্রিকার শিরোনামে দেখতে পেয়ে আমার কি ধন্য হওয়া উচিত? :||

২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকেও কয়েক ফোঁটা তেল দিলাম, সব তো আর আমি একলা হজম করতে পারব না :P

৮| ২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

হাতুড়ে লেখক বলেছেন: আপনি সমঝদার। কথা কি, এই তেল দিয়ে পটল ভাজি করে গলায় চালান করা যাবে? তাইলে আর দুইসের বাড়িয়ে দেন।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি যা চান তা করতে পারবেন, কারণ আপনিইতো তেলের খবর চালু করেছে।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: নাতি-পুতিদের জ্বালায় আপনার মাথা ঠিক আছেতো!!

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আলহামদুলিল্লাহ, ওদের সাথে মারামারি কিলাকিলি করলে আমার মাথা ঠিক হয়।

আপনার খবর কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.