নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বাস্তবিক হতে চাই

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩



আমাদেরকে বাঁচতে শিখতে হবে। শিখতে হবে কেমনে অধিকার আদায় করতে হয়। ভাষণ আর মিঠা কথায় পাতে ভাত পড়ে না। আগুন দিয়ে চাউল রান্না করে হাত দিয়ে মুখে ভাত দিতে হয়। অধিকার আদায় করতে হয়। ধনীরা ধন দিতে চায় না। স্বেচ্ছায় ধনীরা ধন দিলে যাকাত ফর্জ করা হত না।

আমার সাথে একমত হতে হবে না, তবে এটাই তিক্ত সত্য। বাস্তবিক হলে সুখ সস্তা হয়। স্বত্ব মো.আ.হা.

ছবি নিজে তুলছি।
স্থান Hackney Haggerston Park

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২

নাগরিক কবি বলেছেন: ভাল লিখেছেন। তবে ছবির সাথে লেখার মিল কোথায়!! আর বুড়ো বয়সে আপনেরে ক্যামেরা ওয়ালা মোবাইল কে কিনে দিছে ;)। জান নাকি?? :) ;)

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফেইসবুকে শেয়ার দিয়েছি আজ, লিখেছিলাম 27 April 2013 ·
ছবির নাম দিয়েছি This is life এবং নিচে লিখেছি
আমার সাথে একমত হতে হবে না, তবে এটাই তিক্ত সত্য। বাস্তবিক হলে সুখ সস্তা হয়। স্বত্ব মো.আ.হা.

জানের জানে ডর আছে গো।

আমি প্রথম সেলফি তুলেছিলাম সেই ৮ বছর আছে। এখন ৭ এস, আমার মোবাইলের বসয় ৩ বছর।

আজি লাইভ ভিডিও প্রচার করব :P

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৭

চিন্তিত নিরন্তর বলেছেন: আপনাকে অনেক দিন পরে পেলাম

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চাইলে গপসপ করতে পারবেন। আমি ঝগড়া ডরাই। :((


আপনি কেমন আছেন?

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০

সিনবাদ জাহাজি বলেছেন: সহমত।
:)

সুন্দর ছবি।

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফুলের দিকে খেয়াল করেছেন?

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কি সুন্দর। এই ফুলটা আমার চাই গাছটাসহ

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফুলটা কোথায় দেখেছেন? পরখ করে দেখলে তাজ্জব হবেন।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৩

সিনবাদ জাহাজি বলেছেন: রহস্য টা একটু খোলাসা করুন তো ফুলের ব্যাপারে

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফুলটা কিন্তু দেয়ালে, মাটি থেকে প্রায় ১০ ফুট উপরে।

আজ আরেকটা ফুট তুলে আনব। ওটা একটা গাছের মত হয়েছে।

ফেইসবুকে নাম দিয়েছি This is life

৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেকেই আপনাকে চিনে আপনি পপুলার ব্লগার । আমি আপনারে তেমন চিনিনা । তবে একন থেকে চিনপরিচয় হবে।

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বিশ্বাস করি, আমরা ভাই বান্ধব।
আমরা মনে মনে এক অন্যের সাথে কথা বলি। মনের মানুষ মনে থাকে এবং মন সবসময় মনের মানুষের মঙ্গল কামনা করে।

আমরা নিশ্চয় ভাই অথবা বান্ধব?

৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


লন্ডনে কয়টি বাংগালী পত্রিকা আছে? লন্ডনের বাংগালীদের নিয়ে লিখুন।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ৮/৯ হবে।

জাতে বাংলাদেশি

দেশে যা হয় সব এখানে হয়। হর্তা কর্তা হওয়ার জন্য রেঞ্জরভার দিয়েছিল কিনে।
আমাদেরকে নিয়ে কিচ্ছু লেখার নেই। আমার মতে আমি হয়তো একটু আলাদা কিছু করেছি, নইলে অন্যরা এক ধান্ধায় ব্যস্ত।
এখন আমি সত্যি পস্তায় হায় কী করলাম?

৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সালমান মাহফুজ বলেছেন: বাস্তবতা সব সময় সুন্দর না । তাই বোধোহয় কেউ বাস্তবিক হতে চায় না ।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, সত্য বলেছেন, সবাই আমাকে পছন্দ করে না। অনেকে আমার মুখের দিকে তাকাতে চায় না :(

৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
একটু মেডিটেশন করে নেই : কি যে কই ?



# কথাগুলোর গভীরতা আছে কিন্তু কিচ্ছু করার নাই ।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এটা একটা বিরাট সমস্য। আমিও বোকা কাকের মত কোকিলের দিকে তাকিয়ে থাকি, কিচ্ছু করার নেই।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি এখনো যুবক, অনেক কিছু করা সম্ভব; বুঝার চেস্টা করেন কিভাবে অনেকে মিলে কি করতে পারেন।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে একট গোপন কথা বলি, সবাই এমনি ডাক্তারেও বিশ্বাস করে আমার আব্বা স্মৃতিশক্তি হারিয়েছেন। শুধু আমি বিশ্বাস করি আমার আব্বু সুস্থ এবং বার বার তা প্রমাণিত হয়। আমার আব্বা আমাকে মাসখানেক আগে বলেছেন, তুমি পারবেনা পারলে তোমার হাতে দিতাম। কম হলেও দেড় দুই কোটি টাকা হবে।
আমার সমস্যা হলো, আমি ঝামেলা পছন্দ করি না। আপনি নিজে দেখেছেন, পলাশমিঞা শুধু বলেছিল আর হয়তো ব্লগিং করতে পারব না, ব্যাস তাকে জেনারেল ফেনারেল বানিয়ে রেখেছে।
আব্বার কড়া নিষেধ আমি যনে রাজনীতি থেকে দূরে থাকি।

এখন আপনি বলুন আমি কিছু করলে কেমন সমস্যা হবে?
ক্রসফায়ারে আমি মরতে চাই না :((

১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ফুলটি ছবিটি ও তুলেছেন দারুণ। আপনি ফটোগ্রাফিতেও ১০০। ভালো সব গুনে গুনান্বিত ব্যাক্তিদেরকে অলরাউন্ডার বলে হয়তো আপনার বাসরত দেশে আমার এখানে কামেল।

তবে গুরু কেমন আছেন?
আমি কিন্তু একদম ঝাক্কাস।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একমাত্র দক্ষদৃষ্টে তাকালে হীরা এবং ক্রিস্টালের পার্থক্য বুঝা যায়।

আমি ভালো আছি, আপনিতো ঝাক্কাস!

সমস্যা নেই দেশে আসলে সুরমায় সাঁতরাব।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সেই বার গিয়েছিলাম বরাক ছুতে, কি সুন্দর সুরমা আর কুশিয়ার জন্ম দিয়ে পাহাড়িকা পাহাড়ে বহে গেল। মহনা সেতো ঠেড় দাড়িয়ে অপরূপ সেই স্রোতস্বেনী সুমরা জলে ছিল টউটম্বুর। অপরূপ দৃশ্য অবলোকনে ফিরেছিলাম। আবারো হয়তো কোন দিন আফ ঠেলি ব্রিজে দাড়িয়ে সুরমার বদলে যাওয়া দেখবো।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আশায় বিশ্বাস থাকলে তা বস্তব হয়।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবি ও গল্পে মিতালী করেছে


শুভেচ্ছা জানবেন

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তাদের মাঝে মিল আছে।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ আজকে যে অবস্হায় আছে, রাজনীতি করার মত পরিবেশ হয়েছে; তবে, যারা রাজনীতি করে না, জমিদারী করে, তারা ভয়ংকর। এখন দুরে থাকুন।

লন্ডনে ইতালীর মতো "পেনসিওনাত" আছে?

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লন্ডন আসলে ভালো শহর। এখানে ভালো মানুষ বসবাস করে। সমস্যা হলো কিছু চোর ডাকাত ঢুকে পড়েছে, এদের যন্ত্রণায় আমাদের ঘুমখানি হারাম। :((

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৯

উম্মে সায়মা বলেছেন: ভালো বলেছেন। তবে সবাই পারেনা অধিকার আদায় করে নিতে। ইন ফ্যাক্ট খুব কঠিন ব্যাপার B:-)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও পারিনি, উল্টা সব দিয়ে ফতুর হয়েছি।
আমি শান্তি চাই, স্বস্তি চাই।
আল্লাহ আমাকে শান্তি এবং স্বস্তি দিয়েছেন। তার প্রমাণ আপনারা।
হয়তো আমি গরিব হয়েছি, এতে আমার কোনো আক্ষেপ নেই।

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫

মাহিরাহি বলেছেন: আপনার নামে আমাদের আখাউড়ার একজন লেখক ছিলেন।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বাড়ি লাউতলা, জগন্নাথপুর।

আমার লেখা পড়তে চাইলে এখানে আছে

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৫

ওমেরা বলেছেন: বাস্তবিক হলে সুখ সস্তা হয় ১০০% সত্য কথা ।

নানাজান ফুলটা আমায় এনে দেন না প্লীজ !

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নানাভাই, ছবি ফুলটা আসলে ঘাসফুল। পার্কে হাঁটতে পাওয়ার কথা।
তবে ছবির ফুল তা একটু আলদা এই ফুলটা দেয়ালে ফুটেছে। আমি যা বুঝাতে চেয়েছি তা হলো আল্লাহর কৃপা। সর্ববিষয়ে আল্লাহ সর্বশক্তিমান।

তুমি কেমন আছ?

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪

হাতুড়ে লেখক বলেছেন: ছবি নিজে তুলেছেন জেনে ভালো লাগলো। কজনেই বা নিজের কাজ নিজে করে? অসাধারণ ছবি। মনমুগ্ধকর ছবি। B-)

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বু‌ঝতে পেরেছি, দাদা আছে গো :P

ছবিতে কী আছে তা না খেয়াল করে খুঁজলাতে শুরু করছন, সমস্যা নেই।

আরও কিছু ছবি পোস্ট করব।
নিজের কাজ এবং বাড়ির কাজ আমি একলা করি ;)

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪

হাতুড়ে লেখক বলেছেন: বাঙ্গালী কবিদের এই এক সমস্যা। প্রশংসা করলেও ভাবে বাঁশ দিচ্ছি। কই যাইতাম? :||

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাথে কথা বলতে চাই, এখানে না আপনার ওখান যাব।

আমরা একে অন্যকে এখনও বুঝতে পারছিন না।
গতকাল আপনি বুঝিয়েছিলেন এক বিষয় আমি বুঝেছিলাম আরেক বিষয়।

দয়াকরে আরকেটা কথা বুঝারে চেষ্টা করবেন, আমি কবি টবি নিয়। :D

২০| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৫

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! আমি ভাল আছি নানাজান ।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবসময় ভালো থেকো এই দোয়া করি।

২১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১১

ধ্রুবক আলো বলেছেন: কথা খাঁটি বলেছেন

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.