নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

আমি কেন ব্লগিং করি ( ০১)

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯




সজনি, তোমার হাতের শিমফুলের মালা দিলে বলেছিলাম, জানি না আমি তোমাকে ভালোবাসি কি না তবে আমি বিশ্বাস করি, সংসারি হলে আমি তোমার সাথে বিবাহবদ্ধ হব। তুমি হেসেছিলে। আমি তখন বলেছিলাম, অন্যরা আসে পাশে থাকে, আমি না হয় সবার মনেই থাকলাম। মনের মানুষ তো মনেই থাকে।’ তুমি বলেছিলে, দোয়া করি সবার মন সুখে ভরে যাক, আত্মা হোক প্রশান্ত।’
তা শুনে আমি বলেছিলাম, ‘মতামতে উপকৃত হয়ে কৃতজ্ঞ হয়েছি।’
তুমি তখন গম্ভীরকণ্ঠে বলেছিলে, ‘আমি বিশ্বাস করি, আত্মা প্রশান্ত না হলে আমাদের মৃত্যু হবে না। আমাদের আত্ম শুধুমাত্র তখন প্রশান্ত হবে যখন আমরা আল্লাহকে খুশি করতে পারব। আমরা নিজেন অমঙ্গল করি। আল্লাহ আমাদের মঙ্গল করেন। আমি বিশ্বাস করি, আমাদের পাপের কারণ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, কারণ আমরা আল্লাহকে সেজদা করি।’
এমন সময় বাতাসে গানের সুর ভেসেছিল, ‘সই লো, সোনা বন্ধে কলিজায় দাগা দিছে লো! জলের ছলে নদে গেলে চোখে জল ছলছল করে, সই লো।’
তোমাকে মনের কথা বলার জন্য আমি কবিতাবৃত্তি করেছিলাম, ‘কবিতার সাথে অনেকাগে দেখা হয়েছিল, ভাব জমাতে চেয়ে আমি চিন্তিত হয়েছিলাম। ভাবিনী বলেছিল ভাবুক হলে খালি ভুখ লাগে, আসলে কী হয়েছে আমি হাভাতে হতে চাই না।’


নিচে যা পড়বেন তা হলো মন্তব্য ...
“ভাইজান, মনের মানুষ মনে থাকে।
সবাই আসে পাশে থাকে আমি না হয় আপনাদের মনেই থাকলাম।

দোয়া করি সবার মন সুখে ভরে যাক, আত্মা হোক প্রশান্ত। আমিন।

মতামতে উপকৃত করলে কৃতজ্ঞ হব।

সই লো, সোনা বন্ধে কলিজায় দাগা দিছে লো!
জলের ছলে নদে গেলে চোখে জল ছলছল করে, সই লো

কবিতার সাথে অনেকাগে দেখা হয়েছিল,
ভাব জমাতে চেয়ে আমি চিন্তিত হয়েছিলাম।
ভাবিনী বলেছিল ভাবুক হলে খালি ভুখ লাগে,
আসলে কী হয়েছে আমি হাভাতে হতে চাই না।

আমি বিশ্বাস করি, আত্মা প্রশান্ত না হলে আমাদের মৃত্যু হবে না। আমাদের আত্ম শুধুমাত্র তখন প্রশান্ত হবে যখন আমরা আল্লাহকে খুশি করতে পারব। আমরা নিজেন অমঙ্গল করি। আল্লাহ আমাদের মঙ্গল করেন। আমি বিশ্বাস করি, আমাদের পাপের কারণ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, কারণ আমরা আল্লাহকে সেজদা করি।”

মন্তব্য ৭৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনি কেন ব্লগিং করেন? লেখার মাঝে কোন উত্তর পেলাম না।
আমি বিশ্বাস করি, আমাদের পাপের কারণ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, কারণ আমরা আল্লাহকে সেজদা করি।”
এইটা ভাল বলেছেন। আপনার জন্য অনেক শুভ কামনা রইল। হ্যাপি ব্লগিং।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হয়তো খেয়াল করেননি, নিচে যা পড়বেন তা হলো মন্তব্য ...

ব্লগে আমি যা মন্তব্য করি তা থেকে পরে উপন্যাসের সংলাপ বানাই।

২| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
এতা মারফতি কথা বুঝি কম !!! কারণ, সংসার শুরু করিনি । B-)


সংসার সুখের হয় রমনীর গুনে ......

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বুঝেছি, আপনি পিরসাহেব।

পিরসাহেব একটা তাবিজ দিলে দোয়া করব।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:

হুম , তাবিজ ব্যবসা কিন্তু খারাপ না ....... লোক ঠোকানোর ভালো মাধ্যম । =p~

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুরু করলে জানাবেন।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২

রুরু বলেছেন: শিরনামের সাথে পোষ্টের কোন মিল পেলাম না।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুরুতে যা পড়েছেন মন্তব্য থেকে।
বিশ্লেষণ করতে পারিনি, তা আমার ব্যর্থতা

৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


আমরা ব্লগিং করি মানুষ ও বিশ্বকে জানার জন্য, বুঝার জন্য

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাথে একমত।
ব্লগিং করে আমি কিন্তু আত্মহত্যার হাত থেকে নিস্তার পেয়েছি। আমি প্রথম পাগলের মতো লিখতাম। ব্লগিং করে জানতে এবং বুঝতে শুরু করে আমার আত্মশুদ্ধি হয়েছে। আগে মাথা গরম হতো এখন ঠাণ্ডা মাথায় চিন্তা করে ভুল সংশোধন করি।

মূলব্যনা মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
পাটনার আবশ্যক !!!!
আপনি গুরু আমি শিষ্য কি বলেন ? B-)

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে আপনি হলেন পির। লাভের অর্ধের আমার। মারামারি শুরু হলে আমি বলব, আমিতো তাবিজের জন্য এসেছিলাম :D

৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২

ওমেরা বলেছেন: আমি ব্লগিং জগতে এসেছি বাংলা ভাষা শিখতে আর বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ সম্পর্কে জানতে ।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খুব কঠিন কাজ। মাঝে মাঝে মাথায় চিড়িক মারবে।

(আমার লেখা উপন্যাস কি পড়েছ? )

৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫

ওমেরা বলেছেন: জী না নানাজান । কোথায় পাওয়া যাবে নানাজান ।?

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখানে আছে।


নানাভাই, ব্লগে নকলনিক বেশি, কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই।

নানাজান ডেকে আমাকে ব্লাকমেইল করছ না তো? :P

কাব্যরসিকা পড়লে বুঝবে কেন বলেছি।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪

নাগরিক কবি বলেছেন: আমার উপাধি নিয়ে আপনি কয়েকবার টানাটানি করছেন। আমি আপনের নামে মামলা দিমু, নিশ্চিত থাকেন। :) ;)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মামলাটা দয়া করে লন্ডন করবেন এতে আমার কষ্ট কম হয়ে লাভ বেশি হবে! :P

১০| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬

ওমেরা বলেছেন: ছি ছি নানা ভাই আপনি এরকম একটা কথা বলতে পারলেন !! আমি খুব সহজ সরল সবাই আমি সেরকমই মনে করি বিস্বাস ও করি ,মানুষকে কেন জানি না আমার খুব আপন মনে হয় ।
আমি খুব লজ্জা পেলাম নানাজান ।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লাকমেইল বলতে যা বুঝিয়েছি তা হলো, কাব্যরসিকার নায়িকা নানাকে নানাজান ডাকে।
আমি আর কিছু বলিনি।

রাগ করেছ না উল্টা বুঝেছ? (আমাকে সবাই ব্লাকমেইল করে। ছোট দুইটা খামোখা চিল্লায় তখন কোলে লয়ে হাঁটতে হয়।)

১১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৭

নাগরিক কবি বলেছেন: আমি দেশে মামলা করমু। এবং একপক্ষ রায় নিবো। :)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইয়ে মানে, আমার হাত কিন্তু অনেক লম্বা। বেশি কষ্ট করালে মামলার খরচ দিতে হবে :P

১২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১১

নাগরিক কবি বলেছেন: আমি আমার পক্ষের খরচ দিব, আপনি আপনার টা দেন ;)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে, আমিতো দেশে যাব না, এখানে মামলা জিততলে অনেক লাভ হয়। আমি যে ভদ্রলোক তা সবাই জানে :P

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: খুব সুন্দর করে পড়লাম ।। পুরো মন্তব্যগুলিই সহ।। কিন্তু কানা পথ খুজে পায় না!! সাদাছড়িটা কি দিতে পারেন??

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন বলুন আমার কী অবস্থা?

উপরে যা পড়েছেন তার হুবহু নিচে। আমি যা করেছি তা হলো, নতুন কিছু যোগ করে গল্পের অংশ করেছি। মিলিয়ে দেখার জন্য নিচের অংশ দিয়েছিলাম। এখন বুঝেছি আমি আসলে মারাত্ম ভুল করেছি। :((

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: ব্লগার সচেতনহ্যাপী বলেছেন: খুব সুন্দর করে পড়লাম ।। পুরো মন্তব্যগুলিই সহ।। কিন্তু কানা পথ খুজে পায় না!! সাদাছড়িটা কি দিতে পারেন?? --- সহমত।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উপরে যা পড়েছেন তার হুবহু নিচে। আমি যা করেছি তা হলো, নতুন কিছু যোগ করে গল্পের অংশ করেছি। মিলিয়ে দেখার জন্য নিচের অংশ দিয়েছিলাম। এখন বুঝেছি আমি আসলে মারাত্ম ভুল করেছি। :((

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে, সাদা ছড়িটা ধরিয়ে দিচ্ছেন না কেন??

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওকে খুলে বলছি, আমি ব্লগে যা মন্তব্য করি তা দিয়ে পরে সংলাপ বানাই। নিচের অংশ ব্লগে করা মন্তব্য তা দিয়ে আমি পরে গল্পের অংশ বানিয়েছি। খেয়াল করে পড়লে বুঝতে পারবেন।

এখন বলুন এমন ৭ শো পৃষ্টা দিয়ে আপনি কী করবেন? (আমার তো মাথা ইংলাতে শুরু করে।) ৭ শো পৃষ্টা থেকে উপন্যাস চার টা হবে, দুইটা শেষ করেছি, আরেকটাত কাজ করছি। হাতেরটা শেষ হলে ৪ নংটা আপসে শেষ হবে।

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, ব্লগে এতো ভাবার জন্য আসি না, স্যরি।।
এতবেশী পৃষ্ঠারও উপন্যাস বোধহয় আছে!!

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার একটা আছে, মাত্র ১৩৭৩ পৃষ্টা।

ব্লগ হলো আমার জন্য খেলার মাঠ। :P

১৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে দু'টুকরো করুন।। তিনটা করার দরকার নেই।।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মহোপন্যাস দুই খণ্ডে আমাজনে প্রকাশ করেছি। আমার সাইটে এক খণ্ডে আছে।

৭ শো পৃষ্টা শুধু ব্লগের মন্তব্য, তা দিয়ে সংলাপ বানিয়ে শেষ করেছি। মাথার ভিতর কী যে করে বুঝিয়ে বলতে পারব না। :((

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: আর আমি এটা জানি যে, লেখকরা সামান্য ব্যাপারেও তাদের গল্প/উপন্যাসের প্লট খুজে পান।। সুতরাং আপনিও যে পাবেন, তাতা অবাক হচ্ছি না।।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কোন দেশে আছেন?
আপরা পিক ছবির অর্থ হলো, থামো, সামনে রাস্তায় কাজ হচ্ছে।

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: আমি কুয়েতে।। পিক রাস্তার কাজ বুঝালেও আমি আমার "মাইন্ড মেনট্যানেন্সের" কথা বুঝিয়েছি।।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রশ্ন করার কারণ আমি ভেবেছিলাম হয়তো লন্ডন আছেন।

২০| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, কারো কারো ভাষায় "অশিক্ষিত"দের স্থান শুধু মধ্যপ্রাচ্যেই!!

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কী যে বলেন, দায়ে পড়ে গিয়েছেন, দেশে থাকতে হয়তো বড়লাট ছিলেন?

২১| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: :-P =p~। নিজের খেয়ে বনের মোষ তাড়ানো লাট।।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই জন্য ঘাড়ে পড়েছে। আমার জন্য দোয়া করবেন, খামোখা দুশ্চিন্তায় ভোগি :((

২২| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৫

সচেতনহ্যাপী বলেছেন: অবশ্যই করবো।। উপকার করতে না পারলেও ক্ষতি করি কারো ) পারতপক্ষে)।।
ভল থাকবেন আপনজনদের নিয়ে।। শুভরাত্রি।।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার মঙ্গল হোক। শুভরাত্রি।

২৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৭

শঙ্খচমালা বলেছেন: অনেক ভালো কবিতা পারেন বটে!

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি মনে করে এবার আমি ধরা খেয়েছি ।

মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪

সিনবাদ জাহাজি বলেছেন: শিমফুলের মালা?
বাহহহহ
:)
শিমফুলের মালা কিন্তু সত্যিই দারুন হবে।

শিমফুলের মালার কথা আগে কখনো ভাবিনি

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৫

সিনবাদ জাহাজি বলেছেন: শিমফুলের মালা?
বাহহহহ
:)
শিমফুলের মালা কিন্তু সত্যিই দারুন হবে।

শিমফুলের মালার কথা আগে কখনো ভাবিনি

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ সত্যি ধরা খেয়েছি।

(শিমফুল আমি হয়তো প্রথম কবিতায় ব্যবহার করেছি, তাও মালা বানিয়ে হাহাহাহাহা)

মারাত্মক বিষয়টা খেয়াল করার জন্য আপনাকে এক কাপ কফি খাওয়াতে হবে।

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২

ধ্রুবক আলো বলেছেন: আমরা নিজেরাই নিজেদের অমঙ্গল করি, খুব ভালো একটা কথা বলেছেন।

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ দাদা।

এই জন্য আমি ব্লগি করি। নতুন ছন্দ, নতুন সংলাপ বানাতে পারি।

সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

সবার মঙ্গল হোক।

২৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আপফনে আমগো মতোনেআম জনতা ব্লগারগো সাথে আড্ডা দেওয়ার লাই ব্লগিং করেন!:)


হাচা কইচি তো নাকি!!:)

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি বলেছিলেন, আপনি মিথ্যা বলতে পারেন না। (তৈলাক্তের অর্থ আমি জানি না)

২৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: লগ আউট দিলাম ক্লাসে যেতে হবে! :)



খোদা হাফিজ!:)

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একটু বেশি করে দোয়া করবেন।

২৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০

সিনবাদ জাহাজি বলেছেন: :P :P

তারাতারি কফি খাওয়ান দেরি করলেই লেট

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:

৩০| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

কানিজ ফাতেমা বলেছেন: আমার মনে হয় অধিকাংশ ব্লগারই সৃজনশীলতা বিষয়টার সাথে পরিচিতি বাড়াতে ব্লগিং করে ।
শুভ কামনা রইল ।

০১ লা মে, ২০১৭ রাত ২:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনি সত্য বলেছেন।

আপনরা মঙ্গল কামনা করি।

৩১| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২

টুনটুনি০৪ বলেছেন: দারুন লাগল আব্দুল হাক মহোদয়।

০১ লা মে, ২০১৭ রাত ২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: টুনটুনি কেমন আছ? আমাকে চিনতে পারনি?

পলাশমিঞার গলায় দা লাগিছে :(

৩২| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১

তারেক ফাহিম বলেছেন: শিরোনামের সাথে মুল বক্তব্যের কোন মিল খূজে না পেলেও ব্লগারগণের বিভিন্ন মতামতে কিছুটা বুঝতে পারছি।

০১ লা মে, ২০১৭ রাত ২:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি ঠিক ধরেছেন। এখনে তবুও অনেক কিছু সহয করেছি কিন্তু আমি যখন কাজ করি তখন কোনো কিছুর মিল থাকে না।

পোস্টে যা পড়েছেন তা এখানে ওখানে করা মন্তব্য থেকে বানিয়েছি।

পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

৩৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সামান্য মন্তব্য আর প্রতিউত্তর মিলিয়ে একটা রোম্যান্টিক গল্প সাজিয়ে ফেলেছেন ভালো লাগার মতো।
গল্প বুঝে মনে হলো, সঠিক গুরুর শিশ্য হয়েছি মনে মনে। গুরুর জন্য মন থেকে শ্রদ্ধা আর ভালোবাসা।

নিচের দিকে এসে যখন উপরের কথা বনে গেল তখন বুঝলাম, মন্তব্য আর প্রতিউত্তরের সমন্বয় করে গল্প। কিন্তু কেন ব্লগিং করেন উত্তরটা পাইনি। মন্তব্য লেখার জন্য নিচে নামতে প্রথমেই আটকে গেল চোখ। নয়তো আমারও বলতে হতো সোহেল ভাইয়ের মতো।

শুভকামনা সবসময়।

০১ লা মে, ২০১৭ রাত ২:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরে সিকরেট বলব। গল্প অথবা কবিতা লেখে আসলে এক্কেবারে সহজ।

দোয়া কাম্য। আপনার সফলতা কামনা করি।

৩৪| ০২ রা মে, ২০১৭ দুপুর ২:২২

হাতুড়ে লেখক বলেছেন: যাকে বন্ধু ভাবা যায় তাকে আর যাইহোক সেজদা করা যায় না। আর যাকে সেজদা করা যায়, তাকে ঠিক বন্ধু ভাবা যায় না। শুভ কামনা দাদু।

৩৫| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

জাহিদ হাসান বলেছেন: আমি বিশ্বাস করি, আত্মা প্রশান্ত না হলে আমাদের মৃত্যু হবে না।
একই বিশ্বাস আমার মাঝেও আছে। আশ্চর্য রকমভাবে মিলে গেল। আমিও আত্নার প্রশান্তির আগে মৃত্যুতে বিশ্বাসী না।
তবে- আমাদের আত্মা শুধুমাত্র তখন প্রশান্ত হবে যখন আমরা আল্লাহকে খুশি করতে পারব। এই কথাটি বোধহয় সত্য নয়।
আমরা যখন আমাদের মনের সব প্রশ্নের ও কৌতুহলের সঠিক উত্তর পাব, ঠিক তখনই আমাদের আত্না কেবল শান্ত হবে।
আমি তাই মনে করি। সত্তাদর্শন মনের মাত্র একটি প্রশ্নের জবাব খোজাঁর চেষ্টামাত্র।

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের আত্মা শুধুমাত্র তখন প্রশান্ত হবে যখন আমরা আল্লাহকে খুশি করতে পারব।

এটা আমার বিশ্বাস। একমাত্র প্রশান্ত আত্মারাই বেহেস্তে যাবে।

৩৬| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:২২

জাহিদ হাসান বলেছেন: আমি ফিলোসফি নিয়ে অনার্স পড়ছি।
তাই আমার চিন্তা একটু ভিন্নতর।

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হতে পারে। তবে আত্ম একমাত্র তখন প্রশান্ত হয় যখন, পরমাত্মা পরিতৃপ্ত হয়। আর তা তখন হয় যখন আত্মা পরিশুদ্ধ হয়। আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমরা পরিশ্রম করি। কেন?

৩৭| ০২ রা মে, ২০১৭ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,




যদি ভুল না হয়ে থাকে তবে সম্ভবত আপনি এই শিরোনামের প্রথম পোস্টের মূল লেখাটি সরিয়ে নতুন করে এটা লিখেছেন । আগের বিষয়বস্তু নেই । মনে হয় ব্লগিং কেন করেন সেটার উত্তর আগেরটায় বাস্তব সম্মত ছিলো ।

যা হোক , এটাও পড়লুম । আপনার ব্লগিং জীবন সুন্দর হোক ।
শুভেচ্ছান্তে ।

০২ রা মে, ২০১৭ রাত ৯:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি ঠিক ধরেছেন, ওটা সরিয়ে ফেলা হয়েছে এবং বলা হয়েছে আর কিছু করলে আমাকে ব্যান করা হবে :((

৩৮| ০২ রা মে, ২০১৭ রাত ১০:২৪

জুন বলেছেন: সহ ব্লগার আহমেদ জী এস এর সাথে সহমত । অফ্লাইনে অন্য কিছু পড়েছিলাম মনে হয় আবদুল হাক :(

০২ রা মে, ২০১৭ রাত ১১:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কেন ব্লগিং করি ০২ সঞ্চালকরা সরিয়ে ফেলেছেন।

৩৯| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৫

ফকির জসীম উদ্দীন বলেছেন: শিরোনাম যথা-তথা বিস্তারিত মনের কথা।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.