নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

এই হইলো অবস্থা |-)

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৯



কে কাহাকে কী ডাকিবে এবং কেন ডাকিবে, অথবা কে কাহাকে কী না ডাকিবে এবং কেন নাহি ডাকিবে তাহা লইয়াও ঝামেলা লাগে। এসব দুনিয়ার বার সংবাদ শিরোণাম হয় এবং আমরা পড়িয়া হায় মাতম করিয়া মাথায় হাত বুলাইয়া বলাবলি করি, বুলবুলির জন্ম কেন বাংলাদেশে হইলো না অথবা কেন বাংলাদেশে আসিয়াছিল?

দেশে কত কী হচ্ছে তা জানার বা দেখার অধিকার যেন আমাদের নেই।


মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


কাহাদের ছবি এটা?

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শ্রুতি হাসান এবং রাজকুমার

২| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কিচ্ছু বলার নেই এটা কি হইলো !

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কিন্তু নির্দোষ।

৩| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক কিছু দেখেও না দেখার ভান করা লাগে ....... B-)

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা সত্য তবে এমন কিছু যখন শিরোণাম হয় তখন বিবেক বোকা বনে যায়।

৪| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

জাহিদ হাসান বলেছেন: গোলআলু নিউজে কোন দরকারী কিছু নাই। যা আছে সব লুতুপুতু নিউজ। :-/ :-<

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে সাংবাদিক হতে চেয়েছিলাম, ওরা আমার খবর প্রকাশ করে না। :(

৫| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
যাদের লজ্জা নেই তাদের কথা বলেও লাভ নেই..... সব থেকে বড় কথা এগুলো আবার পাবলিক খায় !!! :|

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এসব খবরের জন্য ওরা হাভাতের মত বসে থাকে।

৬| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
আমি চোখ থাকিতে অন্ধ হইলাম....।
আসলে কি আমি অন্ধ?
নাকি আমাকে রাখা হয়েছে অন্ধকারে?
শোধানোর নাইরে কেহ, না'জানিলাম!

ভালো লাগলো পোষ্ট,
শুভ হোক প্রতিটি ক্ষণ।

০৩ রা মে, ২০১৭ রাত ১০:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার মঙ্গল হোক।

৭| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৫৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা.... আজিব একখান দুনিয়া :) :) :)

০৩ রা মে, ২০১৭ রাত ৯:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গজব যখন নামবে সবাই কষ্ট পাব।

জি কবি সাহেব, আজব দুনিয়া।

৮| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:০২

আমি চির-দুরন্ত বলেছেন: আমাদের প্রথম সারির পত্রিকা গুলাই আনন্দবাজার পত্রিকার বিনোদন খবর গুলা কপি পেস্ট করে দেয়।মনে হয় আর কোনো খবর নাই। আর দেশের বিনোদন খবর একবারে শিরোনামে স্থান পায়। তাতে যদি কারো ডায়ারিয়ার খবর ও হয় তাও

০৩ রা মে, ২০১৭ রাত ৯:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, মাঝে মাঝে চোখ বুজতে হয় খবর দেখে।


মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১:১৯

সচেতনহ্যাপী বলেছেন: আমার মন্তব্য গেল কৈ B:-/

০৪ ঠা মে, ২০১৭ রাত ১:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আন্তরিক ভাবে দুক্কিত, কী বলছেন এসব?

ইয়া আল্লাহ, আমি এখন কী করব?

১০| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১:২০

সচেতনহ্যাপী বলেছেন: লাইকতো দেখি ঠিকই আছে :| :-P

০৪ ঠা মে, ২০১৭ রাত ১:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেখুন ভাইজান, অদ্য আমি এমনিতেই ডরভয়ে আছি, কী লিখেছিলেন মনে আছে?

১১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক আছে।। আমি দুঃখিত।।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দুঃখ প্রকাশ করলে যারা শুনে ওরা দুঃখিত হয়। আপনি সুখি মানুষ।

১২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: এই জাতির মাথায় কোনোদিন উন্নয়ন মূলক কিছুই আসবেনা। আসবে এরকম বস্তা পচা সংবাদ।
সব বেহুদা খবর নিয়া ঘুইরা বেড়ানোই এখন সাংবাদিকদের কাজ। মানে কোনো কাজের না আরকি।

০৪ ঠা মে, ২০১৭ রাত ২:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জাতে বাংলাদেশি নামে একটা উপন্যাস লিখেছিলাম।

আমিও জানিনা আমি কী করে জীবন শেষ করলাম।

তো যাক, কেমন আছেন দাদা?

১৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:১১

উম্মে সায়মা বলেছেন: হায়রে সাংবাদিকতা! এইরকম ব্যাপার নিয়ে খবর ছাপলে কি যে হাসি পায়। মানুষের কাজের এত অভাব কেন!!!

০৪ ঠা মে, ২০১৭ ভোর ৪:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, তবুও বলছিল এই খবরের জন্য তাকে টাকা দেওয়া হবে। যে দেবে তাকেও আমি চিনি। আমি মাঝে মাঝে চিন্তা জংলায় চলে গেলে মঙ্গল হবে। অন্তত এসব দেখতে হবে না।

১৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:২৪

ব্লগ মাস্টার বলেছেন: আমি কিছু দেখিও নাই পড়িও নাই ।

০৪ ঠা মে, ২০১৭ ভোর ৪:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানি আপনার এবং আমার এবং আরও অনেকের সময় নষ্ট করেছি এই পোস্ট দিয়ে কিন্তু তার চেয়েও মারাত্মক নষ্টের খবর হলো, এই খবরের জন্য টাকা দেওয়া হবে।

১৫| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ইহারা কাহার ঠিক চিনিতে পারিলাম না। তবে আজকাল আকামের খবরই বেশি।

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি বিষয় বুঝিতে পারিয়াছেন।

১৬| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪৬

মামুন ইসলাম বলেছেন: এইটা যে প্রকাশ করিয়াছে তারে নোবেল প্রাইজ দেয়া হোক। !:#P

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই খবরের জন্য টাকাও দেওয়া হবে। আর কিছু দিতে চাইলে দিতে পারবেন।

১৭| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা ঠিকই

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপা, আমি ঠিকাঠাক খবর প্রকাশ করেছি।

১৮| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:২৭

হাতুড়ে লেখক বলেছেন: হ্যারে মনে হয় খালাম্মা ডাকতে চায় হেতি। B-)

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দূর না, বান্ধবী ডাকতে চায়।
তার মনে কুমতলব আছে :P

১৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২৬

হাতুড়ে লেখক বলেছেন: যার মনে যা ফাল দিয়া উঠে তা! :P

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হ, কুমির ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.