নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নাদিষ্ট

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:০১




আজ আপনাদের সাথে আমার একটা স্বপ্ন শেয়ার করব। কয়েকদিন আগে স্বপ্নে প্রধানমন্ত্রীর সাথে হাত মিলিয়েছিলাম। আমাকে পাশে ডেকে প্রশ্ন করেছিলেন, Tower Hamlets এর অর্থ কী? আমি জবাব দিয়েছিলাম, কী বলেছিলাম হুবহু মনে নেই।
স্বপ্ন দেখার কয়েক বছর আগে আমি একবার এই শব্দ নিয়ে চিন্তায় পড়েছিলাম।
আমি আজও এই বাক্যের অর্থ খুঁজে পাইনি।

Tower ঃ- a tall narrow building, either free-standing or forming part of a building such as a church or castle.
Hamlets ঃ- a small settlement, generally one smaller than a village, and strictly (in Britain) one without a church.

London Borough of Tower Hamlets এ আমি থাকি। আমি সত্যি অবাক হয়েছি স্বপ্ন এবং শব্দে কারণ। Tower Hamlets শব্দের অর্থ হবে পল্লীর কেল্লা।

আপনারা হয়তো জানেন, London Borough of Tower Hamlets হলো ইংলেন্ডে ছোট্ট বাংলাদেশ। দেশে কিছু হলে এখানে প্রভাব পড়ে।

আসলে, এখন আমি চিন্তিত হয়েছি (মানে এই পোস্ট লেখার পর আমি চিন্তায় পড়েছি)


Translations of tower
noun
মিনার
tower, minaret
দুর্গ
castle, fortress, chateau, tower, citadel, hold
উঁচু অট্টালিকা
tower
রক্ষক
champion, keeper, protector, guard, defender, shield
কূটাগার
tower
বুরুজ
tower, bulwark
কেল্লা
tower
সমুন্নত হওয়া
tower
উচ্চ হইয়া উঠা
tower
verb
শূন্যে ত্তঠা
tower
উঁচু হত্তয়া
tower, heighten
উঁচু হইয়া ত্তঠা
aspire, mount, tower
শূন্যে অবস্থান করা
tower

Translations of hamlet
noun
পল্লী
hamlet, village, locality, thorp
গ্রাম
village, gram, hamlet, thorp, collection
ক্ষুদ্র গ্রাম
hamlet

আমি ধরে নিলাম পল্লীর কেল্লা।
উপরে শব্দার্থ দিয়েছি।
আপনারা কিছু বলুন।

আপনাদের আদেশ উপদেশ চাই। দয়া করে হেলাফেলা করবেন না।

মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:০৯

মামুন ইসলাম বলেছেন: আমার মাথায় কিছু ঢুকছে না। =p~

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাক্যের অর্থ জানতে চাই।

২| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৯

ওমেরা বলেছেন: যাক আজকে তবু সেকেন্ড হয়েছি ।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরের বার ১ করার চেষ্টা করব।

৩| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৩

ওমেরা বলেছেন: আমি আর কিছু বলব না নানাজান দেখি জ্ঞানী গুনীরা কি বলে ।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনারা কখন আসবেন জানি না।

(গতকাল আমার নাতনিরা এসেছে)

৪| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: পল্লী মিনার ।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মিনার দিলে ঝামেলা হবে। ইহুদিরা মারামারি শুরু করবে। উপরে ছবি দিয়েছি।

৫| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

মামুন ইসলাম বলেছেন: তার মানে আজ আমি এখানে প্রথম । !:#P

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনাকে ধন্যবাদ।

৬| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

হাতুড়ে লেখক বলেছেন: বিষারদরা বলতে পারবেন ভালো।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভেবেছিলাম দাদু কিছু বলবে।

৭| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



এই বাংগালী এলাকায় কি পরিমাণ বাংগালী বসবাস করেন? বাচ্ছাদের পড়ালেখার অবস্হা কি? ওখানকার বাংলা পত্রিকার নাম কি? ওখানে, বাংগালী পরিবারে ২/১ সপ্তাহের জন্য রুম ভাড়া পাওয়া যায় কিনা?

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই এলাকায় আমি বড় হয়েছি। এই এলাকায় আমার যৌবন কেটেছে। এই এলাকায় আমি বাংলাদেশকে পাই। এই এলাকায় সব আছে যা দেশে পাওয়া যায়। তবে কিছু সমস্যা আছে, এখানে সবাই বড়লাট।

মজার বিষয় হলো, এখানেও আমি ঢাকাইয়্যা তুমি সিলটি। হায় আল্লাহ!!! এই জন্য আমি জাতে বাংলাদেশি লিখেছি।

বাংলা পত্রিক কতটা আছে আমি সঠিক বলতে পারব না, তবে হবে ৭/১০ টা। এরে তারে জিজ্ঞেস করলে রুম ভাড়া পাওয়া যাবে। আসতে চান নাকি?

৮| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: পল্লী সৌধ দিতে পারেন । মারামারি করলে করুক গা । !:#P

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে দেখি অন্যরা কী বলেন।

৯| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


এই বছরের শেষের দিকে আসতে হতে পারে; একটু জেনে নেবেন, কোন পত্রিকাটি মানুষ বেশী পড়েন।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে। আজকাল বেশি কড়াকড়ি। ধরাখাইলে ১০ হাজার পাউন্ড জরিমানা।
শুক্রুবারে মসজিদের সামে পত্রিকার স্তুপ থাকে। জনমত এবং পত্রিকা এখনও বিক্রি হয়।

১০| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়ে গেলাম, কিন্তু কিছু বলতে পারলাম না! এই সম্পর্কে কিছুই জানিনা।

আপনার উত্তর পান, এমনটাই প্রত্যাশা রেখে গেলাম।

শুভকামনা জানবেন।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুভ কামনা।

১১| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:

"আজকাল বেশি কড়াকড়ি। ধরাখাইলে ১০ হাজার পাউন্ড জরিমানা। "

-এটুকু বুঝিনি; কিসের কড়াকড়ি? কিসের ধরা খাওয়া, কেন জরিমানা?

০৬ ই মে, ২০১৭ রাত ৮:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যেমন, একজনের বাসায় কামরা একটা খালি আছে, তা আগে ভাড়া দেওয়া যেত এখন তা করা যায়না। কাউন্সেলের অনুমতি লাগে।
Tower Hamlets বাসাবাড়ির খুব অভাব। একটা কামরার জন্য লোকজন মাসে হাজার পাউন্ডেরও বেশি দেয়। যেমন আমার বাসা কাউন্সেলের। দুই রুমের বাসা। অনেকরে তিন রুমের বাসার এক রুম ভাড়া দিয়ে দেয় এতে মাসে হাজার পাউন্ড পায়।

আপনি আসলে পরিচিতদেরেক বলতে হবে দুই সপ্তর জন্য একটা কামরা দেখার জন্য। এই জন্য বলেছিলাম "আজকাল বেশি কড়াকড়ি। ধরাখাইলে ১০ হাজার পাউন্ড জরিমানা। "
সব কিছুতে তাদেরকে টেক্সে ফি দিতে হয়।

১২| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৫৬

হাতুড়ে লেখক বলেছেন: দাদু আমার বিদ্যার বোতল সম্পর্কে তো আপনি ঢের জানেন। তবু কেন এ লজ্জা? :((

০৬ ই মে, ২০১৭ রাত ৮:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদু, আমি পাঠশালা পাস। তুমিতে ইউনিতে গিয়েছিলে তাই না?

লজ্জা দিলাম কই, আমি ভেবেছিলাম বাক্য বানাবে। শব্দ দিয়েছি তো। চেষ্টা করে সমস্যা হওয়ার কথা নয়।

১৩| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:১৮

বিদ্যুৎ বলেছেন: আপনার উত্তর সঠিক ছিল কিনা প্রধানমন্ত্রীকে স্বপ্নে জিজ্ঞেস করতে পারতেন। আমি মনে করি আপনি যে মানে করেছেন তাই ঠিক। তবে খুব বেশি খটকা লাগলে আর একবার প্রধানমন্ত্রীকে স্বপ্ন দেখার চেষ্টা করতে পারেন!!!
ধন্যবাদ। শুভ কামনা রইল লেখক সাহেব। খুব মিস করি কিন্তু সময়ের অভাবে সাক্ষাতে আড্ডা দিতে পারছিনা। আশাকরি দেখা হবে, জমিয়ে আড্ডা হবে।

০৬ ই মে, ২০১৭ রাত ৯:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই স্বপ্নে একটা মারাত্মক দিক হলো, শব্দ এবং বাক্য। তারপর হলো, Tower Hamlets
আমি Tower Hamlets থাকি। বিষয় কিন্তু মারাত্মক। Tower Hamlets উনার দলের লোক বেশি। আমি যদিও দল করি না কিন্তু সকলের সাথে আমার পরিচয়।

বাক্যর অর্থ আমি এখনও পাচ্ছি না।
আমি ধরে নিলাম পল্লীর কেল্লা। উঁচু অট্টালিকা। দুর্গ। এক কথায় এখানে নিরাপত্তা বিষয় বিশ্লেষিত হয়।


আপনার দলের হলে কী করতেন? আমি সাধারণ নাগরিক। বর্তমানের সাথে আমার সম্পর্ক।
সত্যি চিন্তায় পড়েছি।

১৪| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:০৪

মেহেদী বিন খাঁন বলেছেন: হ্যা পড়েছি...

Salam, I present to you today, Mahadi’s Show Part 01, you Can see here and Click the link.. https://youtu.be/wQ8ruw8qyD4 and don’t forget to Subscribe my YouTube Channel . Adv. Thanks for Watching

০৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ

১৫| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: হুম।

০৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার বিষয়

১৬| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্ট পড়ে পুরা মাথাই আউলা হই গেছে =p~
সঠিক উত্তরটা পাইলে জানাইয়েন, বলা তো জায়না প্রধান মন্ত্রি যদি আমারেও স্বপ্নে -----

০৬ ই মে, ২০১৭ রাত ১১:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লিটন ভাই, আমি কিছুটা আন্দাজ করতে শুরু করেছি।

কেল্লা অথবা দুর্গের প্রয়োজন কখন হয়?

১৭| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:৫৩

উম্মে সায়মা বলেছেন: আপনার এত চিন্তিত হবার কারণ কি ভাই? B:-)

০৭ ই মে, ২০১৭ রাত ১২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি কথা বললে আপনিও চিন্তিত হবেন। আজ প্রধানমন্ত্রীর একটা ছবি দেখে স্বপ্নের কথা আবার মনে পড়ে এবং তখন এই পোস্ট লিখেছি।

দেশে সমস্যা হচ্ছে এখানেও সমস্যা হচ্ছে। হয়তো আমাকে কিছু করতে হবে কিন্তু কী করব আমি জানি না। আমার কথা কেউ শুনবে না। আমার সত্যি ভয় হচ্ছে। স্বপ্নে কিছুর ইশারা আছে, মানে কিছু প্রতিহত করতে হবে। আমার জন্য দোয়া করবেন। বাবার কড়া নিষেধ রাজনীতি যেন না করি! দলীয় রাজনীতি আমি পছন্দ করি না।

১৮| ০৭ ই মে, ২০১৭ রাত ১২:০৭

সচেতনহ্যাপী বলেছেন: দুর্গ না হয় বুঝলাম কিন্তু কাাদের দখলে?? বাঙ্গালীর হলে অবশ্যই ..আমার!!
সময় কাটাতে এসে এত কঠিন পরীক্ষা।। "হাফ উত্তর" দিয়েই পালালাম।।

০৭ ই মে, ২০১৭ রাত ১২:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখানেও দুই দল, দেশেও দুই দল।

১৯| ০৭ ই মে, ২০১৭ রাত ১২:১৯

সত্যের ছায়া বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রী তার ছবিতে ফ্রি মুডে ছিলেন এবং সমুদ্র কে তিনি বেশ উপভোগ করছেন বুঝা যাচ্ছে। তার কাজের অনেক চাপ এবং বয়স হয়েছে। হয়ত আগামীতে তিনি অবসরে যাবেন এবং জীবনের শেষ দিনগুলো গ্রামের বাড়িতে কাটাবেন। আর গ্রামের বাড়ি মানে ত' বুঝেন! সেটা বিল্ডিং থেকে শুরু করে ছনের ঘরের ছাউনিও হতে পারে। এখন আমার কথার সাথে আপনার বক্তব্য/স্বপ্ন মিলিয়ে নিন। বিশ্বাস-অবিশ্বাস আপনার ব্যক্তিগত বিষয়।

০৭ ই মে, ২০১৭ রাত ১২:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি ছবিটা দেখেছিলেন।
আমি সত্যি এখন চিন্তিত।

২০| ০৭ ই মে, ২০১৭ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: =p~ স্বাভাবিকই না।। এতে করে আমরা এক ঐতিহাসিক চুটকীর অংশীদার তার প্রমান দিতে হবে না B:-/

০৭ ই মে, ২০১৭ রাত ১২:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাঝে মাঝে ভয় হয়। ওদের কারণ সবাইকে ভোগতে হয়।

২১| ০৭ ই মে, ২০১৭ রাত ১২:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: বরাবরই তো এমন হয়ে আসছে।। ওদের প্রায়শ্চিত্ত ওরাই করুক সমস্যা বাধে সাধারনকে ভগতে হলে।।

০৭ ই মে, ২০১৭ রাত ১:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি :(

২২| ০৭ ই মে, ২০১৭ রাত ১২:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ইংরেজী দেখলে গা জ্বর জ্বর করে .............. সুন্দর পোষ্ট !

০৭ ই মে, ২০১৭ রাত ১:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি অনেক দাওয়াই খেয়েছি, এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারিনি :(

২৩| ০৭ ই মে, ২০১৭ ভোর ৪:৩৬

ব্লগ মাস্টার বলেছেন: ইংরেজী দেখলে আমার বড্ড ভয় লাগে । :-<

০৭ ই মে, ২০১৭ ভোর ৫:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শব্দের অর্থ দিতে হয়েছিল। :(

২৪| ০৭ ই মে, ২০১৭ সকাল ১০:১২

ক্লে ডল বলেছেন: Tower Hamlets এর অর্থ হতে পারে "গ্রাম চূড়া"।

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৫| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি ধরে নিলাম পল্লীর কেল্লা। এটাই ঠিক মনে হয়।

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

২৬| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রধানমন্ত্রী হয়ত সেখানেই অবসর জীবন যাপন করবেন। সে জন্যই মনে হয় আপনার নিকট এর অর্থ জানতে চেয়েছেন। উপভোগ্য স্বপ্ন দেখেছেন। আমিও তাঁকে কয়েকবার স্বপ্নে দেখেছি।

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি চৌধুরী সাহেব, নিরাপত্তার বিষয় আছে।

এখানে আসলেতো, দেশ চালাতে পারবেন।

২৭| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:৫৩

ধ্রুবক আলো বলেছেন: আমি ধরে নিলাম পল্লীর কেল্লা। তাও হতে পারে।

হ্যামলেটের দুর্গ হতে পারে!

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি দাদা, গ্রামের দুর্গ। মানে নিরাপত্তা, তাই না?

২৮| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: আমি পেয়েছি! :)

মানে পল্লীতে থাকা উঁচু একটা টাওয়ার যেখানে র‌্যাপুনঞ্জেল থাকে। :)

০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেল্লা। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.