নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ভাটির দেশের মানুষ

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০



ভাদ্রের দুপুরে সূর্যকানা হয়ে ঘুড়ি দিয়েছিলাম উড়িয়ে,
নাটাই খালি হলে বুঝেছিলাম,
মাঞ্জা দেওয়া সুতা এক ক্রোশ লম্বা ছিল।
ঘোড়ার গাড়িতে বসতে মন চায় না,
গরুর গাড়ি নাকি খুব দ্রুত যায়,
ভাটির দেশের মানুষ, গাড়ি ঘোড়া কিনতে পারি না,
গরু দিয়ে হালচাষ এবং গাড়ি চালাই।


ছবি - শিল্পাচার্য জয়নুল আবেদীন

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হা,হা,হা, ভাই ভালো লিখেছেন ।।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেমন আছেন?

যা সত্য আমি তা লিখেছি।

২| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি ভাই ....


আপনি ভালো আছেন নিশ্চয় !!

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনাদের দোয়ায় ভালো আছি।

হঠাৎ বাল্যকালে চলে গিয়েছিলাম।

আহ!

৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন ভাই ? অনেকদিন পর দেখলাম প্রিয় ভাইটিকে।

বর্তমান সময়ে গরুর গাড়িই বেশি চলে গো ভাই!!! ভালো লাগলো পুরনো দিনের স্মৃতি অনুভব।

গতকাল থেকে ব্লগে ঢুকতে পারছিলাম না! কি যে বিষণ্ণতা গেল!!

ঢুকেই প্রিয় মানুষটিকে দেখে ভরেগেল মনটা।

শুভকামনা জানবেন।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গতকাল ব্লগের পেটে গণ্ডগোল হয়েছিল।

জীবনগাড়ি চলতে থাকে।

আমি ভালো আছি, আপনি কেমন?

মঙ্গল কামনা করি।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,





বাহ.... চমৎকার একটি ভাব তুলে ধরেছেন ছবির সাথে মিলিয়ে । প্রথম তিনটি লাইন বেশি সুন্দর ।
ঈদ পরবর্তী শুভেচ্ছা ।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাল্যকালে হারিয়েছিলাম।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার সফলতা এবং সুস্থতা কামনা করি।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৫৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন ।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:০৬

শায়মা বলেছেন: ছবিটা দেখে আর তোমার কবিতাটাও পড়ে গাড়িয়ালভাই এর গানটা মনে পড়ে গেলো ভাইয়া!


ও কি গাড়িয়াল ভাই.....
কত রব আমি পন্থের দিকে চাইয়া রে .....

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক দুঃখের গান।

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্
আপনার দোআ আল্লাহ্'র কৃপায় ভালো আছি ভাই।

শুভকামনা সবসময় আপনার জন্য

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সফলতা কামনা করি।

৮| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৮

উম্মে সায়মা বলেছেন: অনেকদিন পর পোস্ট দিলেন। কেমন আছেন?

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপা, ব্যস্ত ছিলাম। আমি ভালো আছি, আপনি কেমন?

৯| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভাটির দেশের মানুষেরা কি গাড়ি কিনতে পারেনা, নাকি চালাতে পারে না? কোনটাই তো হওয়ার কথা নয়! :)

আশা করি, ঈদ ভালো কেটেছে।

অনেক দিন পর আপনার লেখা পড়ে ভালো লেগেছে। কাব্যচর্চায় হাত দিয়েছেন কিনা এখনো বুঝতে পারছি না!!!

শুভেচ্ছা রইলো।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একটু চিন্তা করলে সত্যাসত্য জানতে পারবেন।

বললে হয়তো হাসবেন, ৩ হাজারের মত কবিতা লিখে ফেলে রেখেছি। পড়লে বা সম্পাদনা করতে চাইলে মাথা ঘুরে।
কাব্যচর্চা আমাকে দিয়ে হবে না।

আপনি কেমন আছেন?

জি, ঈদে আনন্দোপভোগ করেছি।

১০| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি ভালো আছি।

ঈদের পর আজই প্রথম ব্লগে লিখলাম!

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন ব্লগে আসতে মন চায় না। সত্যি ঘেন্না হয়। এত অশ্লীল লেখা ওরা কেমনে যে লেখে এবং কিছু লোক তাদরেকও উৎসাহও দেয়।

আমার তো মাথা ঘুরায়।

১১| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: শ্লীল-অশ্লীল সবই তো আল্লাহর এই দুনিয়ার অংশ।

অশ্লীলতাকে পাশ কাটিয়ে শ্লীলতার দিকে ধাবিত হওয়া, এই-ই তো মানবধর্ম!

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিবেক শব্দের অর্থ সবাই জানে না।
যাক, কেমন আছেন?
আমি আসলে খুব ব্যস্ত।

১২| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪

জীবন সাগর বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা +++

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৩| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


কেমন আছেন?

আপনি বাংলা বই লিখতে কোন সফটওয়ার ব্যবহার করেন?

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি, আপনি কেমন?

আগে Microsoft word ব্যবহার করতাম এখন Apple pages ব্যবহার করি।
ম্যাকে বাংলায় কিবোড আছে, তবে আমি যেটা ব্যবহার করি ওটা modified করা।

বিজয় আছে, মাঝে মাঝে প্রচ্ছদে ব্যবহার করি এবং অন্য লেখকরা বিজয়ে লেখেন, উনাদের বই প্রকাশ করার সময় বিজয় ব্যবহার করতে হয়।

১৪| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ভাটির দেশ কি আর আছে?
এখন ভাটির দেশে ভটভটি ধুলো উড়িয়ে ছোটে
আর গায় না কেউ -ওকি গাড়িয়াল ভাই
ছাম্মাক ছাল্লোর সাথে দোলে কোমর ;)
বদলে গেছে সব
বদলে গেছে সময়।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সমস্যা হলো, আপনি এবং আমি বদলাতে পারিনি, এখনও নানিগো নানি গান গাই (হাহাহাহাহা)

কেমন আছেন?

১৫| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আমারেনি লইয়া যাইবা ভাইসাবের বাড়ী ;)
নানীগো নানী... =p~ =p~ =p~ =p~

জ্বি আলহামদুলিল্লাহ, ভাল। আপনি ভালতো?

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আমি ভালো আছি।

আজ ফেইসবুকে দেখলাম, আমার থানায় এখনও রাস্তা হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.