নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

এখনও অনেকে মোড়কোন্মোচন করে

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯



গতকাল Channel I Europe এ গিয়েছিলাম। গতসপ্তা কাজে যোগ দেওয়ার কথা ছিল। আমি সময়ে কুলাতে পারিনি।
তো যাক, বড়ভাইর সাথে কথা বলার পর সাহস বাড়ে এবং আমি যাই। তখন খবরের ভিডিও ফুটেজ এবং খবর সম্পাদনা হচ্ছিল। হঠাৎ এক খবরের দিকে তাকিয়ে আমাজনও দেখে বললাম, ওটা কী? খবর সম্পাদক বললেন, book launch party হয়েছে এবং বই আমাজনে পাওয়া যাচ্ছে।

সম্পাদককে আমাজনে বলে আমার Author Pages দেখিয়ে বললাম, সতেরো-খান উপন্যাস প্রকাশ করেছি একটা টাকাও খরচ করিনি।
নিজে book launch party করে মোড়কোন্মোচন করলে খালি খাস্ত হয়। পার্টিতে কম হলেও অন্তত ১০ থেক ১৫ হাজার পাউন্ড খরচ হয়েছে।

যা বলতে চেয়েছিলাম তা হলো, লেখালেখি শখ এবং শখের তুলা লাখ টাকা। কয়েক লাখ খরচ করলেও শখের ক্ষতি হয় না। অন্তত শখ মিটে।
ডাকের কথা আছে, হাউসে চুতরা লাগালে খাউজাতে হয়। এই আরকী। :P

তো যাক আপনাদের খবর সবর কী?

নিজে বই প্রকাশ করলে সবদিকে খাস্তা হয়। পাঠক বিরক্ত হয়, বইর বাজার নষ্ট হয়। খরিদ্দার বিমুখ হয়।

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি এসব সবার থেকে বেশী বুঝেন, নিশ্চয়ই!

কোন সফটওয়ার ব্যবহার করে আপনি বই লেখেন?

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগে বই প্রকাশ করার জন্য পাগল-ছাগলের মত লাফাতাম। এখন কপিরাইটের জন্য আমাজনে প্রকাশ করেছি। বসয় প্রায় ৫০ হঠাৎ মরে যাব। কেউ চালে পরে প্রকাশ করতে পারবে। সব ছেড়ে লেখার সাগর ডুবেছিলাম। অসুস্থ হয়ে বুঝেছি, আমি একটা বোকা।
বই প্রকাশ করতে শুরু করে বুঝেছি, নিজের বই নিজে প্রকাশ করলে সর্বনাশ হয় এবং প্রকাশকরা সবার এবং সব বই প্রকাশ করে না। একটা বই প্রকাশ করতে অনেক কষ্ট করতে হয়, অনেক টাকা খরচ হয়।

লেখার জন্য
আগে Microsoft word ব্যবহার করতাম এখন Apple pages ব্যবহার করি।
ম্যাকে বাংলায় কিবোড আছে, তবে আমি যেটা ব্যবহার করি ওটা modified করা।

বিজয় আছে, মাঝে মাঝে প্রচ্ছদে ব্যবহার করি এবং অন্য লেখকরা বিজয়ে লেখেন, উনাদের বই প্রকাশ করার সময় বিজয় ব্যবহার করতে হয়।

২| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


বিজয় কি ওয়ার্ড-প্রসেসিং সফটওয়ার( এম,এস ওয়ার্ড টাইপের), নাকি শুধু ফন্ট?

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিজয় হলো টাইপিং সপ্টওয়ার, বিজয়ে ascii to unicode পন্ট আছে। তবে বিজয়ের ইউনিকোডে কাজ করে না, আমি কখনও ব্যবহার করতে পারিনি। আমি অন্য কিবোড ব্যহকার করি।

আপনার কাছে কোনটা?

৩| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সাহিদা সুলতানা শাহী বলেছেন: গুণী পাঠক গুণী লেখকের কদর বুঝে!

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পাঠকরা শুদ্ধ পড়তে চায়। আমার নিজের লেখাই ভুলে ভরা। অন্যেরক কথা আমি বলতে চাই না।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেকদিন পর ব্লগে উদয় হইলেন, তারপর কেমন আছেন?

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি, আপনি কেমন?

ব্লগে সময় নষ্ট হয়। মাঝে মাঝে সময় নষ্ট করার জন্য আসি।

৫| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: book launch party করার পর সাড়া কেমন পাচ্ছেন?

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নষ্ট করার মত এখনও রুজি করতে পারিনি।

এক দেশি গতকাল মোড়কোন্মোচন করেছেন।

৬| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তাও ভালো।
আমি দুইভাবে সময় ব্যয় করি, গেমস খেলে এবং অনলাইনে ব্লগ পড়ে। আপনি লেখালেখি করেন এটা আপনার নেশা। আমি লিখতে পারিনা। তবে সামনে চেষ্টা করব লিখার জন্য।

৭| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংলা লেখার কোন সফটওয়ার আমার কাছে নেই

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার সাইটে আমার ইমেইল আছে, মেইল করলে বিজয় পাঠিয়ে দেব। অথবা ৫০/১০০ টাকা দিয়ে বিজয় কিনতে পারবেন। অথবা
কম্পিউটারে লেখার জন্য অভ্র ইনস্টল করতে পারবেন।

এখানে আছে

৮| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাংলাদেশে চিকুনগুনিয়া সম্পর্কে লন্ডনে প্রবাসী বাংগালিরা কি ভাবছেন?

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি খবর পড়িনা দেখিও না। সময় নষ্ট হয়, ডর লাগে। খালি ধর্ষণ আর হত্যার ছবি দেখয়। ব্লেড, রক্ত।

ডর লাগে।

৯| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: @ চাঁদগাজী বলেছেন: বাংলা লেখার কোন সফটওয়ার আমার কাছে নেই

আপনি কোন কিবোর্ড ব্যবহার করেন?

১০| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখানে কিছু ফাটার অপেক্ষায় আছে। তার আগে নিষ্ক্রয় করে দেয়া উচিৎ।।।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভঁইসা ঘি আমি খাই না, আমার পেট আমলায়।

তো যাক, আপনি কেমন আছেন?

১১| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আল্লাহ ভাল রেখেছে। এখন কিছুটা বেকার সময় পার করছি। বস বাহিরে আছেন।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি নতুন বই দুইটা প্রকাশ করেছি। এখন অসমপ্ত গল্প দিয়ে বই দুইটা বার করার চিন্তায় আছি। দোয়া করবেন।

আরো কয়েকটা বাংলা বই হাতে আছে।

১২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দোয়া করি, লেখার উদ্দেশ্য সফল হউক।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মঙ্গল হোক।

১৩| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: নিজের বই প্রকাশ করলে সবদিকে খাস্তা হয়। পাঠক বিরক্ত হয়, বইর বাজার নষ্ট হয়। খরিদ্দার বিমুখ হয়।

সহমত।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

সত্যাসত্য আগে জানতাম না। এখন নিজে বই প্রকাশ করি। অন্যের বইয়ে আমার নাম বসাতে চাই না।

১৪| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৭

ওমেরা বলেছেন: আসসালামু আলাইকুম নানাজান কেমন আছেন ?

১২ ই জুলাই, ২০১৭ রাত ২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি নানাভাই, তোমার খবর কী? আমার জন্য দোয়া করবে আমি কাজ খুঁজে পাচ্ছি না :(

১৫| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১:৩১

উম্মে সায়মা বলেছেন: কেমন আছেন আব্দুলহাক ভাই? অনেকদিন পর এদিকে এলেন....

১২ ই জুলাই, ২০১৭ রাত ২:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি আপা, আপনি কেমন?
জি, এদিকে মন এখন আসতে চায় না। পাগল ছাগলে ভরে যাচ্ছে পাগলপারা।

১৬| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক দিন পরে, আপনাকে ব্লগে পেলাম !! কেমন আছেন ভাই ।

১২ ই জুলাই, ২০১৭ রাত ২:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি আপনি কেমন?

আপনাদের সাথে আড্ডা দিতে এসেছি। কিছু খুঁজে না পেয়ে পোস্ট দিয়েছিলাম।

তবে বাস্তবে তা ঘটেছিল।

১৭| ১২ ই জুলাই, ২০১৭ রাত ২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: মাঝে, মাঝে আপনার দেখা পেলে ভালো লাগে !! যদিও আপনি খুব ব্যস্ত একজন মানুষ ... তারপরেও

১২ ই জুলাই, ২০১৭ রাত ২:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের সাথে সুখের সময় কাটে, সমস্যা হলো কিছু লোক সুখ সহ্য করতে পারে না।

মজার কথা বলি, আমি এখন সত্যি বেকার। কিন্তু অনেক কাজ জানি। সমস্যা হলো কেউ আমাকে বেতন দিতে চায় না। বলে হাকভাই আপনাকে আমরা বেতন দিতে পারব না।

এখন আপনি বলুন আমি তাদেরকে কী করব?

পোস্টে যা লিখেছি তা নিশ্চয় পড়েছেন? যে বই প্রকাশ করা হয়েছে এই বই আমি প্রকাশ করলে আমাকে একটা পাউন্ডও দিত না কিন্তু ওখানেতো কম হলেও ৫ হাজার পাউন্ড দিয়েছে!

এখন স্থির করেছি স্কুলবাস চালাতে শুরু করব। অন্তত মারামারি করতে হবে না এবং বেতনও পাব। আপনি কী বলেন?

১৮| ১২ ই জুলাই, ২০১৭ রাত ২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ..... লোকে সব লোকে ঠকায় না !! আপনাকে চিনে গেছে !! ;) কোন ব্যপার না ভাই ।।

১২ ই জুলাই, ২০১৭ রাত ২:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও ব্রত কলে আরি বিব্রত হব না। :P

১৯| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০১

নাঈমুর রহমান আকাশ বলেছেন: একটি নোংরা মানুষের মোড়ক উন্মোচন করে দেই?
খালি কমেন্ট পড়ুন, পোস্ট পড়া লাগবে না।
An Ugly Face
http://www.somewhereinblog.net/blog/naimur2017/30202185

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই পোস্টেও কয়টা মন্তব্য আছে, আমি অর্থ বুঝিনি।

২০| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: অনেকদিন পরে সময় পেলেন বুঝি, পোস্টের দেয়ার জন্য ধন্যবাদ ।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সময় পাইনা ভাইজান, ব্লগে সময় দিলে আর কোনো কাজ হয় না।

আপনি কেমন আছেন?

২১| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩০

ধ্রুবক আলো বলেছেন: নিজে বই প্রকাশ করলে সবদিকে খাস্তা হয়। পাঠক বিরক্ত হয়, বইর বাজার নষ্ট হয়। খরিদ্দার বিমুখ হয়।
এই জন্যই উচ্চমানের লেখক আর বের হয় না!!

যাই হোক, কেমন আছেন ভাই?

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অপেক্ষায় আছি।
প্রকাশক হয়ে কিছু জেনেছি। তবে তা আমি আগে থেকেই জানতাম। এখন বিশ্বাস করেছি। তা হলো, সব কাপালে লেখা।


আমি ভালো আছি আপনি কেমন?

২২| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: নিজে টাকা দিয়ে বই প্রকাশ করার কোন ইচ্ছেই নেই। আমার মনে হয় অলেখকরাই নিজের টাকায় বই বের করে।
আর প্রকাশকদেরও দোষ আছে কিছু। আজকাল কিছু প্রকাশক ধান্দায় থাকে। টাকা খেয়ে বই প্রকাশ করে।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখক মরে পচে গলে ভূত হওয়ার পর জনপ্রিয় হয়। প্রকাশকদেরও ঘরবাড়ি আছে, আছে সংসার। বিল দিতে হলে টাকা লাগে।

ছাপাখানা এখন প্রকাশনা হয়েছে, খেয়াল রাখতে হবে।

২৩| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরু সালাম জানবেন আসসালামু আলাইকুম।
কেমন আছেন গুরু?
দেশে কয়দিন কাটিয়ে ফিরে এলাম। দেশে থাকা কালিন নেট আসিনি তাই জানিনা কোথায় কেমন চলছে। বলুন আপনার যাচ্ছে কেমন?
আমার জন্য দোয়া করবেন।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ আপনাকে হাসি খুশি রাখবেন।

আমি ভালো আছি ভাই। আমার জন্যও দোয়া করবেন।

২৪| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, ভালো আছি।

আশা করি আপনি ভালো আছেন।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি আপনি কেমন?

২৫| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩

ফেল কড়ি মাখ তেল বলেছেন: আপনি যে ঊপন্যস লিখনে, আপনি ছাড়া এইসব আর কেঊ পড়ে??

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে, আমি শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারব না। হয়তো আমি একলাই পড়ি। আমার আর কিচ্ছু করার নেই। সময় কাটে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.