নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

"আমিই মহাজ্ঞানী"

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬



কিছু ব্লগার আছেন, উনাদের মন্তব্য হজম করতে পারলে মারাত্মক রোগ আরোগ্য লাভ করে। মাঝে মাঝে আমি যখন ইয়া মোটা মোটা লেখক প্রকাশক গায়ক নায়ক আরো আগরবাগরদের সাথে কথা বলি বা পরিচিত হই তখন মনে মনে হাসি আর বলি, তোমাদের কপাল ভালো তোমরা সা ইনে ব্লগিং করো না।
পলাশমিঞা কইরে?
দুঃখের বিষয় হলো পলাশমিঞার গলায় দা লাগিয়া রেখেছে!
সমালোচনা যারা সহ্য করতে পারে না তাদের জন্য নিরাপদ স্থান হলো নতুন বউর বগল।

আমিই মহাজ্ঞানী যারা ভাবে তাদের মত মূর্খ দুনিয়ার উপরে তো নেই-ই মাটির নিচেও নেই।


ছবিটা নেটে আছে

মন্তব্য ৭৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

তোমার জন্য মিনতি বলেছেন: একমত রয়ে গেলাক প্রিয় উপন্যাসিক। সুন্দর বলেছেন

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই ব্লগে ব্লগিং করে আমি অহংকারের কঙ্কাল দেখেছি।


মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

বেনামি মানুষ বলেছেন: শুধু কি ব্লগে!
সবজান্তা বা সর্বজ্ঞানী লোকেদের সর্বত্রই বিচরণ।

তারা নিজেদের জ্ঞান নিয়ে এতোই বড়াই করে যে তারা যে মুর্খ এটা বুঝারই সময় পায় না।

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সমস্যা এখানেই। ছায়ার দিকে কড়া নজর রাখতে হয়, কারণ ছায়া সময়ের সাথে বদলে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

সাদা মনের মানুষ বলেছেন: লাউতলের গেয়ানি, খিক খিক খিক =p~

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খাইছে আমারে! মেভাই, লাউয়ে মধু আছে। বেশি মধু পান করলে মানুষ মাতাল হয়। আমি এখন নিমের রস পান করি।

আপনার খবর কী?

৪| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

প্রাইমারি স্কুল বলেছেন: পড়লাম ..........

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে।

৫| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর পাইলাম ভাই! আলোচনা ভালোই তুলেছেন।

আমি পলাশমিঞা ভাইকে মিস করি, কারণ, তিনি আমাকে অনেকভাবে উৎসাহিত পরামর্শ দিয়ে ব্লগে থাকতে সাহস যোগিয়েছেন। আমি ভুলবো না পলাশমিঞা ভাইকে।

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞা আসলে বেশি ঝামেলামার্কা মানুষ।

আপনার মঙ্গল হোক।

৬| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: মাহা গেয়ানী মহাজন, কই ডুব দিয়া থাকেন?

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আর কইয়েননা মেভাই, মাগ্না কাজ করে আমি বেগার হয়েছি। আপনার খবর কী?

৫ বইয়ে ৫ হাজার দেওয়ার কথা, মাত্র সাড়ে তিন শো দিয়েছে!

মাথার ভিতর এখন সমস্যা হচ্ছে।

৭| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


ব্লগে সরাসরি কমেন্ট, আলোচনা, সমালোচনা ইত্যাদি একজন লেখককে রিফাইন করে, আসল লেখকে পরিণত হওয়ার সুযোগ করে দিচ্ছেন।

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তার প্রমাণ আমি নিজে। আপনাদের আলোচনায় আমি আলোকিত হয়েছি।

৮| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

ধুতরার ফুল বলেছেন: ভাল বলেছেন।মাধব সাহেব তার ভুল বুঝতে পেরে আবার শুভ ব্লগিং শুরু করে দিক।

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনার পোস্টে মন্তব্য করেছিলাম।

আমি আসলে বাস্তববিত্তিক বিষয়ে লিখেছি। উনি হয়তো এখনও কুমিরের খালে গোসল করেননি।

৯| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পলাশ মিয়া ফিরে আসুক- এই কামনা থাকল।

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওর গলায় দা লাগিয়ে রেখেছে :P

১০| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

রোকনুজ্জামান খান বলেছেন: tai vaiya.
ZAR ODDAY BESI
TAR KNOLADGE O
BESHI.

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, দেখে পড়ে এবং শুনে শিখতে হয়।

১১| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এতো দিনে দা'য়ে মরিচা পড়ার কথা।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখনও পড়েনি, মন্তব্য করতে পারে না।

১২| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনারে বড় বলে বড় সেই নয়
লোকে যারে বড় বলে সেই বড় হয়

এতো বহু বহু কালের প্রতিষ্ঠিত সত্য। তারপরও কেউ কেউ ভুলে যায়!!!!

অনেক দিন পর পেলাম আপনাকে.....ভাল আছেনতো?

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন?

আমার বুড়া হচ্ছি। বয়সের সাথে বুঝ বাড়ে।

১৩| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: পাঁচ হাজারে সাড়ে তিনশ!! নেওয়ার দরকার কি ছিল??

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনারা বিশ্বাস করবেন না, আমি সত্যি ফতুর হয়েছি লেখালেখি করে :((

১৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমার বিশেষ কোন খবর নাই, ইদানিং ব্যস্ততা বেড়েছে অনেক, কিন্তু আমিও সুযোগ খুজে বেড়াই। আর যখন তখন ঘর পালাই, গত কালকে সারাদিনই পালিয়ে বেড়িয়েছি।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনিতো পালাতে পারেন আমি তাও পারি না। খালি পয়সা লাগে। এখানে পয়সা ছাড়া শ্বাস টানা যায় না। ঘরে বসে থাকলে পয়সা কম খরচ হয়। বেরোলেই শেষ!!

১৫| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৭

ডোডো পাখির বাচ্ছা বলেছেন: আপনে আজাইরা বকবক বেশি করেন। নাইলে আপনের ব্লগিং আমার খারাপ লাগেনা।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ডোডো পাখির বাচ্ছা ---- হাহাহাহাহা।

আমিতো আমার কাজের জন্য লাভের জন্য ব্লগিং করি। ব্লগে বকবক করলে নতুন সংলাপ বানাতে পারি।

আপনার নিক কিন্তু সত্যি খুব সুন্দর।

১৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগে আপনি আসলেন, মনে হলো ব্লগে প্রাণ ফিরে পেতে শুরু করেছে।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি নিজেই এখন নিস্তেজ, নিষ্প্রাণ প্রায়।

আমার জন্য দোয়া করবেন। বাস্তবতা সত্যি তিক্ত।

আপনার সফলতা কামনা করি।

১৭| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

উম্মে সায়মা বলেছেন: কিছু ব্লগার আছেন, উনাদের মন্তব্য হজম করতে পারলে মারাত্মক রোগ আরোগ্য লাভ করে।
কোন কম্যুনিটিতে থাকলে, কিছু বললে, তা যতই ভালো হোক প্রশংসার পাশাপাশি সমালোচনা শুনতেই হবে। এটাই নিয়ম।
আপনি কেমন আছেন আব্দুলহাক ভাই?
আমিও আপনার পলাশমিঞা নিকটা মিস করি। খুব সুন্দর একটা নিক। ওটায় আপনাকে বন্ধু বন্ধু লাগে ;)

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞা থেকে লগিন করলে আমি সবার হয়ে যাই। তখন আমি সবার আত্মার সাথে সম্পৃক্ত হই। তখন চাইলেও লোভ করতে পারি না। সত্যকে সত্য বলতে আমি ভয় পাই না।

এখন আমি সবার মত। ঝামেলা দেখলে দূরে সরি। ডর লাগে।

আমি ভালো আছি বোন, আপনি কেমন?

১৮| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: এর লাইগা আমি ব্লগিং ছাইড়া দিছি কিন্তু আপনাদের মত কিছু পুরাইনা লাউতলার গিয়ানী ব্লগারের আবোলতাবোল লেখা দেখলে লগইন না কইরা থাকতে পারি না। তয় আপনি বালা আছুইন?

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, কেমন আছেন? আমি ভালো আছি।
লাউতলি লাউয়া হতে চেয়েছিলাম, জানিনা পারব কি না?

গিয়ান! হাহাহাহা। ঘি আন :P

১৯| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৬

প্রোলার্ড বলেছেন: জানার কোন শেষ নাই , জানার চেষ্টা করে যাই

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানতে থাকলে জীবন সফল হয়।

২০| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

সুমন কর বলেছেন: সহমত।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার কবিতা পড়ে মন্তব্য করেছি।

২১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: একমত !!!

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দরজা জানালা লাগিয়ে আমি ঝামেলা লাগাই, বেরিয়ে যাওয়ার পথ থাকে না :P


কেমন আছেন?

২২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: জি, আমি আপনাদের দোয়াতে ভালো আছি !! আপনি কেমন আছেন ???

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও ভালো। আমার জন্য একটু বেশি দোয়া করবেন। একটা কাজের জন্য কাজ করছি। পরিক্ষা দিতে হবে কয়েকটা :((

২৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমরা সমালোচনা সইতে পারি না। এবং খুব সম্ভবত ক'রতেও পারি না

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাই। আমিও পারি না তবে কইতে কইতে সইতে শিখতে শুরু করেছি।

২৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: আমি মনে মনে কিন্তু নিজেকে বুদ্ধিমান ভাবি।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও আপনার দলে আছি :P

২৫| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,




অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো...........................

তবে মহাজ্ঞানী কে ?
যারা নিজেদের মূর্খ ভাবে তারাই কি মহাজ্ঞানী ? :(

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রথম কথা হলো, আপনাকে আমি ডরাই

নিজেকে যারা মূর্খ ভাবে, তারা অন্তত সত্যসত্যের অর্থ জানে। নিজেক বেশি মূর্খ ভাবালে আবার সমস্যা হয়, মূর্খামি ভালো কিছু নয়। আমরা অনেকে অনেকে কিছু জানি। অজানাকে জানালে বাঁচতে সহজ হয়। বেশি জানা ভালো নয় এবং না জেনে জানার নাটক করলে নাট্যকার হওয়া যয় না।

আমি মূর্খামি পছন্দ করি না। বাড়াবাড়িও ভালো কিছু নয়। আমি বিশ্বাস করি আপনি একজন ভদ্রলোক। ভদ্রলোক হতে হলে অনেক কিছু জানতে হয় এবং মানতে হয়।
আমি কি মিথ্যা বললাম?

২৬| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:০১

সনেট কবি বলেছেন: পোষ্ট ও মন্তব্যে ভালই লাগল।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

২৭| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:১২

সচেতনহ্যাপী বলেছেন: অল্প কথায় অনেক বুঝিয়েছেন।। আসলেও এখানে বুদ্ধির খেলা দেখা যায়।। দেখে, শিখে নিতে চেষ্টা করছি।
পলাশমিয়াকে মিস করছি খুব।। তবে মাঝে মাঝে তো লগইন দেখি।।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাঝেমাঝে লগিন করি। মন্তব্য করতে পারি না।

তো আপনি কেমন আছেন?

২৮| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: বরাবরের মতই, আলহামুদুল্লিহা্।। আপনি ভাল আছেন তো?? কিছুতো জানলাম!!

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে ভালো আছি। কয় বছর পর ৫০ হবে। কিডনিরও ৫০ হয়েছে।

দোয়া করবেন।

২৯| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৯

ধ্রুবক আলো বলেছেন: আমিই মহাজ্ঞানী যারা ভাবে তাদের মত মূর্খ দুনিয়ার উপরে তো নেই-ই মাটির নিচেও নেই।
অনেক মূল্যবান কথা বলেছেন।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জেনে না জানার ভান করা হলো ভণ্ডামি তাই না ?

আপনি কেমন আছেন?

৩০| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:১৩

জাহিদ হাসান বলেছেন: সক্রেটিস বলেছেন- আমি কিছুই জানি না। আমি জানি যে আমি আসলে কিছুই জানি না। অন্যরা জানে না যে তারা কিছুই জানে না।
তাই নিজেকেই সবার প্রথম জানতে হবে। নিজেকে জানো।

৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি অনেক কিছু জানেন।

আমি সামান্য জানি।

৩১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: আর আমি ৬১তে পড়েছি।। মানসিকতা তাই ষাট/সত্বর দশকের।। বন্ধুত্বের জন্য্য এক যৌবন আরেক "শেষবেলা"।। ভুল বললাম কি??

৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাঝেখানে বেশি ঝামেলা।

৩২| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০০

মোস্তফা সোহেল বলেছেন: ভাল কথা বলছেন ভাইয়া। ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩৩| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৯

ধ্রুবক আলো বলেছেন: মোটামুটি ভালো আছি ভাই। আপনি কেমন আছেন?

৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও ভালো আছি ভাই।
ধন্যবাদ।

৩৪| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯

তারেক ফাহিম বলেছেন:
তার চেয়েতো ব্লগ আড্ডায় ভালো মন্তব্যে মন্তব্যে ব্লগ আড্ডায় পরিণত হল।

৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালোমানুষের সাথে আড্ডা দেলে কেউ মন্দ বলে না।

৩৫| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল লাগল লেখাটি ।
আমাদের সকলেই জ্ঞানী । আমার কোন জ্ঞান নাই এ কথাটি বালতেও জ্ঞানের প্রয়োজন হয় ।
অনেক শুভেচ্ছা রইল ।

৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩৬| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বেনামি মানুষ বলেছেন: শুধু কি ব্লগে!
সবজান্তা বা সর্বজ্ঞানী লোকেদের সর্বত্রই বিচরণ।

তারা নিজেদের জ্ঞান নিয়ে এতোই বড়াই করে যে তারা যে মুর্খ এটা বুঝারই সময় পায় না।
সহমত পোষন করছি।

৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কমবেশি আমরা অনেককিছু জানি। তবে অনেকে মনে অন্যরা কিচ্ছু জানে না, সমস্যা এখানেই।

৩৭| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩২

তারেক ফাহিম বলেছেন: প্রতি উত্তর কী ইচ্ছা করে দেন নাই ?? শ্রদ্ধেয়।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উত্তর দিয়েছি হয়তো আপনি খেয়াল করেননি ভাই।

বানান ভুল হয়েছে 'দেলে দিলে হবে।'

ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: (সত্য কথা বলি, আমি আসলে আপনার মন্তব্য শতভাগ বুঝিনি)

৩৮| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৫

তারেক ফাহিম বলেছেন: প্রথমে দুঃখ প্রকাশ করছি আন্দাজে ঢিল মারছি বলে। আমি ব্লগে নতুন যখন আসি তখন প্রতি উত্তর কীভাবে দিতে হয় আমি তা জানতাম না আপনার ন্যায় সিনিয়র ব্লগার সনেট কবি ফরিদ উদ্দিন ভাই আমাকে সাংকেতিকভাবে দেখিয়ে দিলেন, কীভাবে প্রতি উত্তর করতে হয় বয়সেও সম্ভবত কাছাকাছি হবেন। আমার বিশ্বাস আপনি ভুল করতে পারেন না তাই সরাসরি কিছু বলতে সাহস পাইনি শুধু প্রশ্ন রেখে গেলাম । প্রতি উত্তর কী ইচ্ছা করে দেন নাই ?? শ্রদ্ধেয়। অবশ্য পরবর্তীতে ঠিকি দেখতে পেয়েছি আপনার প্রতি উত্তর।

নেট গন্ডগোলের কারণে আবারও লজ্যিত হতে হলো।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণে নেই ভাই, আপনাদের মন্তব্যের উত্তর দেওয়ার জন্য গতরাত থেকে আমি আইঢাই করছি।

আপনি হয়তো আমার সময় রাত ৮ টা পরে মন্তব্য করেছিলেন। ট্রেইনিং থেকে এসেই আমি উত্তর দিয়েছি। যারা মন্তব্যের উত্তর দেয় না আমি সত্যি তাদেরকে অপছন্দ করি (ঘৃণা বেশি কড়া)।

লজ্জিত হওয়ার কারণ নেই।
ধন্যবাদ। আপনার মঙ্গল কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.