নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

শব্দের খেলা

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭



সাধকরা জানে অসাধুর পাতে অস্বাদু খাবার পড়ে,
সাধুরা মরিয়া হলে তা হবে অস্বাভাবিক,
অস্বাতন্ত্র্য এখন সর্বত্রে অস্বস্তি মনে অস্বাচ্ছন্দবোধ,
অস্বাচ্ছন্দ্যে সাধনা হয় না।
সাধকরা জানে অষ্ফুট ফুলে ভ্রমরী বসে না,
অস্পৃষ্ট ফুলে মধু জমে থাকে।
অস্বচ্ছ জলে স্নান করলে মন স্বচ্ছ হয় না,
চাইলেও অস্পৃশ্যকে ভালোবাসা যায় না,
অস্পষ্টালোকে সব অস্পষ্ট এবং স্পৃশ্যরাই পৃষ্ট হয়।
সুন্দর দেখতে খুব ভালো লাগে,
সব সুন্দরে আনন্দ থাকে না,
সত্যাসত্য যখন জানি তখন বেশি দেরি হয়।
সত্য সুন্দর হলেও সর্বজনীন অগ্রহনযোগ্য,
বিধায় সত্য জানার জন্য আমি অপেক্ষমাণ।

স্বত্ব মো.আ.হা

সহব্লগার শাহরিয়ার কবীর লেখা “স্পর্শহীন ভালেবাসা” পড়ে শব্দের খেলা শুরু করেছিলাম

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন +

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্য সুন্দর হলেও সর্বজনীন অগ্রহনযোগ্য,


আপনাকে ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।

২| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: সত্য সুন্দর হলেও সর্বজনীন অগ্রহনযোগ্য,
বিধায় সত্য জানার জন্য আমি অপেক্ষমাণ।


সাধু হতে গেলেও সাধনা লাগে আবার অসাধু হতে গেলেও সাধানা লাগে !! :((

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহাহাহাহা
খালি ঝামেলা লাগে তাইনা কবিসাহেব!?

৩| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ঝামেলা ছাড়া মানুষ নাই !! কারো কম আর বেশি !! :P

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার একটু বেশি এই আর্কি :-<

৪| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: সনেট কবি ভাই কই গেলেন ? আপনাকে ভীষণ মিস করছি !


আপনার এ কবিতা তিনি খুব অল্প সময়ে সুন্দর করে বিশ্লেষণ করে দিবেন !

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহা,
আমিতো কবিতা লিখিনি।

৫| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

সনেট কবি বলেছেন:





কবি মোহাম্মদ আব্দুলহাকের শব্দের খেলা

পড়ে মুগ্ধ হয়েছি এ নির্দিধায় বলি
চমৎকার শব্দের মনোরম খেলা
এতে ক’টা প্লাস দিলে কুলোবে ভাবছি
তবে ধরবে কি সেটা ব্লগের পাতায়?
দারুন এ খেলেছেন, জনাব দারুণ
হেথায় শব্দরা যেন নৃত্য করে নানা
অঙ্গঢঙ্গে রূপরঙ্গে কবিতার কোণে
প্রত্যেক তল্লাটে আছে মধুর ব্যাঞ্জনা।

শব্দকে কেমন করে জব্দকরে দিয়ে
বশ্যতা স্বীকার জন্যে বাধ্যকরা হয়
সে চিত্র এখানে আছে নিদারুণ ভাবে।
ইঁদুর বিড়াল খেলা দেখেছি সেকালে
ছেড়েদিয়ে খপকরে ধরেফেলে ফের
এখানে তেমন খেলা কি চমৎকার!

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিসাহেব, এই বিষয়ে আপনি পাকাপোক্ত তা আমরা জানি। আমি শুধু একটা শব্দ ব্যবহার করার জন্য খেলা শুরু করেছিলাম, শব্দটা হলো অস্পৃশ্য।

যাক, আপনার সফলতা কামনা করি। ডাকের একটা কথা আছে, যে যত বড় সে অন্যকে তত বড় ভাবে। আপনি অনেক বড়মাপের কবি।

৬| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:

আমাদের প্রিয় কবি সনেট কবি ভাই এসে পড়েছেন ! বাহ ! দারুণ লিখেছেন সনেট ভাইয়া !

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: টাস্কি খাইছি! B:-)

৭| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

জাহিদ অনিক বলেছেন: আপনি লিখেছেন- চাইলেও অস্পৃশ্যকে ভালোবাসা যায় না

আর কবি কবীর ভাই লিখেছেন,
তবে কেন এতো শত বছর পরে!
স্পর্শহীন ভালেবাসায়
তুমি আসলে কেন তবে!


আপনারটা বেশি পরিপক্ব মনে হচ্ছে ।

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, উনি হলেন কবি, কবির কবিতায় অনেক নিগূঢ় বিষয় থাকে।

আমি হইলাম গিয়া গবেট! যা মন বলে তা বকি!! :P

৮| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংলা ভাষা বেশ শক্তিশালী, নিজকে প্রকাশ করতে বেগ পেতে হয় না।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বললে হয়তো হাসবেন, আমি আসলে ইংলিস লেখক হতে চেয়েছিলাম। আমার এক বদ বন্ধু আমাকে নিয়ে হাসাহাসি করেছিল এবং আমি শব্দকোষ কিনেছিলাম ৫ পাউন্ড দিয়ে, ব্যাস সেই থেকে শব্দের সাথে আমার পরিচয়। শব্দ নিয়ে আমি লেখি। কখনও হয় কবিতা, কখনও হয় সংলাপ। আবার কখনও হয় ফালতু সময় নষ্ট।

৯| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,




শব্দতো বটেই ভাবেরও খেলা ।

যা কিছু অসত্য, অস্পৃশ্য, অচ্ছুত আর অষ্ফুট তাতে মনভ্রমরা বসে না । সত্য তুলে আনতে অপেক্ষমাণ থাকে । আর অপেক্ষার পালা শেষ হলে তবেই যদি সত্যটার রস চুষে মধু জমা করা যায় !

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, সাধনান্তে সাধক সত্য সম্বন্ধে আশ্বস্ত হয়।

১০| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই , জাহিদ অনিক আমার পোষ্টে “স্পর্শহীন ভালেবাসা” একটা প্রশ্ন করেছে; আমার কবিতা একটু গবেষণা করুন আর দেখুন তার প্রশ্নটা কতটুকু যৌক্তিক আর কতটুকু অযৌক্তিক !!

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিসাহেব, উনার মন্তব্যের উত্তর দিয়েছিলাম "উনি হলেন কবি, কবির কবিতায় অনেক নিগূঢ় বিষয় থাকে।

আমি হইলাম গিয়া গবেট! যা মন বলে তা বকি!!

আপনি কবিতা লিখেছেন, আমি শব্দ নিয়ে খেলেছি।

যৌক্তিক অযৌক্তিক সম্বন্ধে আমি জানি না। আপনার মন খারাপ হলে এই পোস্ট আমি মুছে ফেলব।

১১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা, পোষ্ট ডিলিট করতে হবে না !! বলেছি আমার ভুলটা কোথায় !! ভুল হলে ঠিক করে দিবেন তো, নিজের ভুল নিজে দেখা যায় না !! আমার লেখার পক্ষে অবশ্যই আমার কোন কোন না, কোন যুক্তি আছে !!! আজ অন্য ব্লগে দেখলাম আমার কবিতার থিম নিয়ে কবিতা লিখেছেন এক কবি !!

ধন্যবাদ ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঝামেলা লাগছে এখানে "স্পর্শহীন ভালেবাসায়
তুমি আসলে কেন তবে! "


এখানে কী বুঝিয়েছেন তা শুধু আপনি জানেন এবং সে জানবে যে এই কবিতা বিশ্লেষণ করে বিশেষজ্ঞ হবে।



১২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালোবাসা আর ভালোলাগা কী এক?
এ দু'য়ের মাঝে তফাৎ কী!


এটা একটা সবজনীয় সাধারণ প্রশ্ন !!

এক ললনার অসীম ছলনায় এ হৃদয়ের চারপাশ জুড়ে
রক্ত জমাট বাঁধার মত বেঁধে আছে কিছু নীলকষ্ট।
কী এক জ্বলনে জ্বলছি, কী যেন এক ব্যথার অনলে

এর পিছনে মেয়ে দায়ী করা হয়েছে !!

আমি আবেগের পরাজয়ে পরাজিত;
তবে কী আমার সংজ্ঞা সংজ্ঞায়িত হবে ব্যর্থতায়?

এখানে কবি নিজে দায়ী করেছে !

আজও কী এর উত্তর খুজে পেয়েছে কোন কবি?
তবে কেন রঙহীন ভালোবাসার হাহাকারে
কবিদের ঘুম হয় বুকের ব্যথায়।
তবে কেন কবিদের মনে এতো হাহাকার
এই নিরুউত্তরে উত্তর;


মোটামুটি যারা প্রেমের কবিতা লেখেন, তাদের উদ্দেশ্য বলা হয়েছে !!
কোথায় গেলে কীভাবে মিলবে?
ভালোবেসে যে ব্যথা পেয়েছে সে,
তবে কী ব্যথার অপর নামই ভালোবাসা।


যত মুধুর প্রেম হোক না কেন ,তাতে মান অভিমান থাকে !!!



তোমাকে আর ভালোবাসতে চাইনা।
ধূসর মলিন ধূলি কনায় আমার এ পথ চলায়,
কোথায় কিসে আমি বন্দী?

এখানে দুটি প্রশ্ন আছে ........

এই প্রশ্নটা আমায় বারে বারে কুড়ে কুড়ে খায়।
ওহে হৃদয়হীনা তুমি কি একবারও-
নিজেকে নিজে কখনো প্রশ্ন করে দেখেছ?
তোমার অস্তিত্ব আসলে কিসে?


শুরুতে ছলনাময়ী দিয়ে শুরু করেছি ; এখানে কোন অস্তিত্ব পাঠক বুঝবে ?
তুমি যদি আসবেই আমার জীবনে,
তবে কেন এতো শত বছর পরে!
স্পর্শহীন ভালেবাসায়
তুমি আসলে কেন তবে!


আমার অতীতের অনেক কবিতা শতাব্দীয় ব্যবধান আছে !! অতীতে প্রেম ছিল আবার সে ফিরে এসেছিল......


সবসময় কি এ তালে ভালবাসা হয় ??? আর দুটি বস্তুু যখন একত্রে করা হয়,তখন স্পর্শ বলা হয় !!! এখানে অবশ্যই দূরত্ব আছে !!!

দেখুন এবার .........

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিসাহেব, আপনার কবিতা পড়ে আমি অস্পৃশ্য শব্দ নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম। তবে খেলার এই পর্ব শুরু হয়েছিল আপনার কবিতা পোস্ট করার আগে।

এটা পোস্ট করার একমাত্র কারণ হলেন আপনি, গতকাল আমাদের কথা হয়েছিল শব্দ নিয়, মনে আছে?

আমি উপরে লিখেছি, "কবির কবিতায় অনেক নিগূঢ় বিষয় থাকে"

সবার কাছে সবকিছু ভালো লাগে না।
আপনি চালিয়ে যান। বুঝতে চাইলে উনি বুঝবেন।

শুভ কামনা।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: শব্দের খেলা ভালো হয়েছে।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩

উদাস মাঝি বলেছেন: আরে বাহ, হাক সাহেব আপনি তো মাল্টি ট্যালেন্টেড লোক হে ।

বুঝছি শাহরিয়ার, সুমন,সনেট কবি ভাইদের ভাত মারার তালে আছেন আপনি ;)

প্রথম চেষ্টা হিসেবে মন্দ নয়, চালিয়ে যান +++ (মাইনাস দেয়ার ব্যবস্থা নাই তাই..... :P )

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাল্টি ট্যালেন্টেড না গো ভাই আমি হইলাম গিয়া একটা গবেট! খামোখা বিপাকে পড়ি।
ভাত মারতে চাইয়া আমি হাভাতে হতে চাই না :((

কবিরা হরতাল করলে তালেগোলে ভেলকি লাগবে।

আমি আর চালাব না। |-)

যাক আপনার খবর কী?

১৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

উদাস মাঝি বলেছেন: আমার খবর আর কি... কেটে যাচ্ছে কিন্ত রক্ত বের হচ্ছে না /:)

তারপর আছেন কেমন ?ভাবি ভাল আছে তো ?

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ সত্যি নতুন কিছু পড়লাম।

"আমার খবর আর কি... কেটে যাচ্ছে কিন্ত রক্ত বের হচ্ছে না "

সত্যি খুব ক্রিয়েটিভ!!
গানের তালিম নিতে চাই কিন্তু আমার ধারেপাশে কেউ আসে না

ভাবি পাইলেন কই? :-* নানি ভালাছে :P (হাহাহাহা)

১৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন: গতকালের বিষয়টা মনে ছিল !! আমাকে ‘উদাস মাঝি’ একটা কবি লিখতে বলেছিল। আমি প্রেমের কবিতা ছাড়া কিছু লিখি না !!!

আপনি বই লেখেন ! আপনার লেখার জগতে অভিজ্ঞতা বেশি !!!! আমার এ ব্লগে ছাড়া আর কোথও কোন নিকও নেই ! আগে একটা বিজ্ঞান ব্লগে প্রযুক্তির ভিন্ন বিষয় নিয়ে লিখতাম ........ এখন আর লিখি না !! এখন যা লিখি শুধুমাত্র এ ব্লগেই !!

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বুঝেছি আপনি আমার গলায় দা লাগাতে চাইছেন :((


তুমি যদি আসবেই আমার জীবনে,
তবে কেন এতো শত বছর পরে!
স্পর্শহীন ভালেবাসায় তুমি আসলে কেন তবে!

তুমি যদি আসবেই আমার জীবনে,
তবে কেন এতো শত বছর পর!
স্পর্শহীন ভালেবাসায় আসলে?

স্পর্শহীন - অস্পৃশ্য অথবা অস্পৃষ্ট ।

কবীরভাই, এই ব্লগে ব্লগিং করে আমি মহোপন্যাস শেষ করেছি। সব মন্তব্য হজম হয় না। আগে আমি সত্যি বমি করতাম। মাথায় সমস্যা হতো। এখন আমি মনানন্দে মন্তব্য করি। ব্লগে যা একদিনে মিলে বাস্তবে তা পেতে হলে হায়ন অপেক্ষা করতে হয়।
আপনি কবিতা লিখেন। কবিতা লেখা মুখের কথা নয়। আপনি লিখতে থাকুন। আমার লেখালেখির বয়স ৩৬ বছর হয়েছে, মানে মাত্র তিন যুগ। আমি এখনও লেখক হতে পারিনি। ভাষা, বাক্য এবং ব্যাকরণ এখনও বুঝি না :|

১৭| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা... আপনার লেখার বয়স ৩৬ বছর আর আমার বয়স এখনো এতো হয়নি ৩০ মধ্যে চলে !! এ কবিতায় বক্তব্য অসুম্পন ছিল আমিও জানি........ এখন বিষয়টা কে কিভাবে নিলো সেগটা ব্যপার না। আর সব কবিতা ভালো হবে এমন কোন কথা নেই !!

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অবশেষে উট ছায়ে এসেছে!

আপনি লিখতে থাকুন। আমি আরেকটার শব্দ চয়ন করেছি। দোয়া করবেন।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৩

মানিজার বলেছেন: কুবতি বুঝি না ক্যেন আমি ?

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ২:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি লিখতে পারলে আপনি বুঝতে পারবেন। আমি এখনও কুবতি লিখতে পারিনা।

১৯| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কাব্য আর বিনয় দুটোতেই মুগ্ধতা :)

+++

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিনয়ীরা বিনম্র বচনে ভাব প্রকাশ করেন। আপনি বিনয়ী।

২০| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই। +++

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

আপনি কেমন আছেন?

২১| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:


শব্দের খেলা এক সুন্দর খেলা । ভাল লেগেছে ।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১

প্রামানিক বলেছেন: শব্দের খেলা ভালই লাগল।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৩| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

সাদা মনের মানুষ বলেছেন: লাউতলের খবর কি মিঞা ভাই?

২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এবার লাউর ফলন ভালো হবে।

২৪| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: লাউ লাছে গোলাপ ধরছে নি? :)

২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, জোর করে ধরিয়েছি!

আপনি তা দেখলেন কেমনে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.