নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

সত্যাসত্য

১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৪

'আমরা স্বভাবে অস্থির ও ছটফটে,
ঝগড়াটে, হিংসুটে,
অহংকারী, সত্বরপ্রিয় এবং লিপ্সু।'
গূঢ়তত্ত্ব জানাসত্ত্বেও আত্মিক অসুস্থতায় ভোগছি।'

এই রোগের দাওয়াই নাই।

টাকাকে ধরার দৌড় কবর অথবা শ্মশানে শেষ হয়।

লেখার স্বত্ব মো.আ.হা

ছবি নেট থেকে

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

এস এ মেহেদী বলেছেন: ভালো লাগছে! কেমন আছে কবি

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবির এখন কবিতা ছেড়ে কাজে লেগেছে।

আপনি কেমন আছেন?

৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

এস এ মেহেদী বলেছেন: বিরবাহাদূর বলবল সিং এর কোনো খবর আছেনি?

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিতো ভুলেই ফেলেছিলাম। জি না। আজ মন ভালো ছিল না তাই কষ্টমষ্ট করে পাসওয়াড রিসেট করে লগিন করেছি।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

এস এ মেহেদী বলেছেন: এইতো যা। আপনাকে দেখে লগইন করলাম। আগের দিন আর এখন নাই। আগে ব্লগ ছাড়া এক মিনিট কি ভাবা যেত!

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিতো প্রায় পাগল হয়েছিলাম। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আজ ছুটি। মানুষের স্বভাব হলো খামোখা ঝামেলা করা। শান্তিমত বসতে পারে না। আমিওতো মানুষ তাই ব্লগে লগিন করেছি।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

এস এ মেহেদী বলেছেন: তার মানে আমাকেও ভুলে গেছিলেন!

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না গো মিঞাভাই, আপনাকে আমি সাংবাদিক বলেই জানি।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

এস এ মেহেদী বলেছেন: আপনিতো ছিলেন আলো ব্লগের পোকা

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সামু আমার নাক কেটেছিল, আলো আমারে বেআক্কেল বানিয়েছিল।

৭| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

এস এ মেহেদী বলেছেন: সুজন ভাইয়ের খবর কি? শুনলাম যাকে ভালোবাসতো তাকে না পাওয়ায় এখনো বিয়ে করে নাই!

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইতা কিতা কন?

আলোর সুজন? ওটার মাথা নষ্ট হয়েছে নিশ্চয়!! পেরেম করে পাগল হয়েছে! আহা, তার জন্য কষ্ট হয়।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

এস এ মেহেদী বলেছেন: তাছাড়া আনার খুব কাছের মানুষ জান্নাত ভাইয়ের খবর কি?

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগার জান্নাত? সে তো এখন বিয়ে করে সংসারী। এখন কেউ আর কারো খবর নেয় না। আমিও ব্যস্ত নিজেকে নিয়ে। যথেষ্ট সময় নষ্ট করেছি ফাউল কাজে। আপনার খবর সবর কী? আমিতো প্রকাশ হয়ে ১৮ খান উপন্যাস প্রকাশ করেছি।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩

এস এ মেহেদী বলেছেন: এইতো যাচ্ছে আপনাদের দোয়ায়। এটাতো ভালো খবর দিলেন, শুভ কামনা থাকলো আপনার জন্য। যাক ব্লগের দিনগুলো নিয়ে অনেক দিন পরে কারো সাথে কথা হলো। মিস করি আলো ব্লগের দিনগুলি।
ভালো থাকুন।
কথা হবে যদি বেঁচে থাকি।

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফেইসবুকে এড করতে পারেন।

১০| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

১১| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


হ্যালো, আপনি কেমন আছেন।
আপনার নতুন প্রফেশানে চাকুরী করছেন?

১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?

ওটা ছেড়ে দিয়েছি, অর্ধেক বেতন দিতো। এখন Uber এর সাথে ক্যাবিং করি। দিন চলে যাচ্ছে। লেখালেখি করে সাড়ে সর্বনাশ করেছি।

১২| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫০

জাহিদ অনিক বলেছেন: সত্য ! সত্য ! সত্য !

১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ কবিসাহেব।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, কিছু সেইভ করবেন, সব সময়।

১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, জাম করার চেষ্টা আছি। সবদিক থেকে ক্লান্ত হয়ে পড়েছিলাম, এখন অনেকটা সুস্থ হয়েছি। আপনার মঙ্গল হোক।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই।
ভালো থাকুন।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: িফরে এসে মন্তব্য করার জন্য আবারো ধন্যবাদ।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৯

তারেক ফাহিম বলেছেন: অল্প কথায় চরম সত্যটা তুলে ধরলেন।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবিক হতে হলে সত্যকে খুঁজে বার করতে হয়।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

নূর আলম হিরণ বলেছেন: আপনার সাথে পরিচয় নেই তবে সবার মন্তব্য পড়ে বোঝা যাচ্ছে আপনি একসময় ব্লগে নিয়মিত ছিলেন। সম্ভব হলে আবার নিয়মিত হন।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি কোন এক কালে আমি ব্লগে পড়ে থাকতাম। নাও খাওয়ার দিকে খেয়াল ছিল না। এখন আর ভালো লাগে না।

মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.